Dear students, Class 6 Bengali First Unit Test Model Question 2022 will be discussed here. প্রিয় ছাত্রছাত্রীরা এখানে আমরা ষষ্ঠ শ্রেণী প্রথম ইউনিট টেস্ট বাংলা নমুনা প্রশ্নপত্র নিয়ে এসেছি। ২০২২ এর গরমের ছুটির পর তোমাদের অনেকেরই স্কুলে প্রথম ইউনিট টেস্ট নেওয়া হবে। তাই তোমাদের সুবিধার্থে আমরা এখানে Class 6 Bengali First Unit Test Model Question 2022 পোস্ট করেছি। তোমরা এই প্রশ্নপত্র দেখে অনেকটাই বুঝতে পারবে তোমাদের First Unit Test Question কেমন হতে চলেছে।
First Unit Test Model Question 2022
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২২
বাংলা (Bengali) সময় : ৩০ মিনিট
Class 6 (ষষ্ঠ শ্রেণী) পূর্ণমান – ১৫
১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে (যে কোনাে ২টি) :
১.১ ‘বাতাস ওড়ায় মিহিন সাদা ধুলাে’– ‘মিহিন’ শব্দটি যে ক্ষেত্রে ব্যবহার করা যায় না –
(ক) বালি (খ) কাপড় (গ) সুর (ঘ) বৃক্ষ
১.২ ময়ূরের ডাককে বলা হয় –
(ক) কুহু (খ) কেকা (গ) মকমকি (ঘ) বৃংহণ
১.৩ পার্বত্য অঞ্চলে যে গাছগুলাে জন্মায়, তাদের আকার অনেকটা –
(ক) শঙ্কুর মতাে (খ) গােলাকার (গ) গুল্মের মতাে (ঘ) এদের কোনােটি নয়।
২. নীচের প্রশ্নগুলির মধ্যে যে-কোনাে দুটির উত্তর লেখাে :
২.১ তুমি জেগে দেখেছ আর স্বপ্নে দেখেছ এমন একটি করে জিনিসের নাম লেখাে।
(ক) শঙ্কুর মতাে (খ) গােলাকার (গ) গুল্মের মতাে (ঘ) এদের কোনােটি নয়
২. নীচের প্রশ্নগুলির মধ্যে যে-কোনাে দুটির উত্তর লেখাে :
২.১ তুমি জেগে দেখেছ আর স্বপ্নে দেখেছ এমন একটি করে জিনিসের নাম লেখাে।
২.২ তােমার সঙ্গে খুব ভাব রয়েছে, এমন একজনের সম্পর্কে দুটি বাক্য লেখাে।
২.৩ ‘মাছরাঙা’ পাখিটির গায়ের রংটি কেমন?
৩. নীচের প্রশ্নগুলির মধ্যে যে-কোনাে দুটির উত্তর নিজের ভাষায় লেখাে :
৩.১ বিভীষণ মাস্টারমশাই পাখি দেখার সময় কোন কোন সতর্কতা অবলম্বন করার কথা বলেছিলেন?
৩.২ তােমার দেখা যে কোনাে একটি কীট বা পতঙ্গের নাম, চেহারা ও বাসা বানানাের কৌশল সম্পর্কে কয়েকটি বাক্য লেখাে।
৩.৩ ভরদুপুরে’ কবিতার সঙ্গে তােমার দেখা কোনাে একটি অলস দুপুরের একটি মিল এবং একটি অমিলের কথা লেখাে।
৪. নীচের প্রশ্নগুলির মধ্যে যে-কোনাে দুটির উত্তর লেখাে :
৪.১ ‘হ য ব র ল বইটির নামে বাংলা বর্ণমালাকে এভাবে সাজানাের অর্থ কী?
৪.২ বেড়ালের মতে তিব্বতে যাওয়ার সিধে পথটি কী?
৪.৩ ‘কই হিসেবটা হলাে— কে কাকে একথা জিজ্ঞেস করেছিল?
৫. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে (যে কোনাে তিনটি) :
৫.১ নীচে দেওয়া উদাহরণগুলির মধ্যে বিসর্গসন্ধির উদাহরণ হলাে –
(ক) নিঃ + আনন্দ
(খ) মনঃ + রম
(গ) ভাঃ + কর
(ঘ) সব কয়টিই।
৫.২ নীচের কোন্ শব্দটি মৌলিক শব্দের উদাহরণ নয় —
(ক) মা (খ) নাক (গ) গাইয়ে (ঘ) জল
৫.৩ ‘অন্ন’ – শব্দটি ব্যুৎপত্তিগত অর্থ অনুসারে বােঝাত –
(ক) ডাল (খ) ভাত (গ) চাল (ঘ) যে-কোনাে খাবার
৫.৪ সংখ্যাবাচক শব্দ নয় – (ক) চার (খ) সাত (গ) পঞম (ঘ) তেরাে।
৬. নীচের যে কোনাে দুটি প্রশ্নের নিজের ভাষায় উত্তর লেখাে :
৫.৩ ‘অন্ন’ – শব্দটি ব্যুৎপত্তিগত অর্থ অনুসারে বােঝাত –
(ক) ডাল (খ) ভাত (গ) চাল (ঘ) যে-কোনাে খাবার
৫.৪ সংখ্যাবাচক শব্দ নয় – (ক) চার (খ) সাত (গ) পঞম (ঘ) তেরাে।
৬. নীচের যে কোনাে দুটি প্রশ্নের নিজের ভাষায় উত্তর লেখাে :
৬.১ বিসর্গ সন্ধির ফলে বিসর্গটি ‘র’ এবং ‘ও’-তে রুপান্তরিত হচ্ছে এমন একটি করে উদাহরণ দাও।
৬.২ মৌলিক শব্দের সঙ্গে যৌগিক শব্দের একটি পার্থক্য লেখাে।
৬.৩ দাদুর ঊনআশিতম জন্মদিন সাতাশে আশ্বিন পালিত হবে। (বাক্যটিথেকে সংখ্যাবাচক বা পূরণবাচক শব্দ খুঁজে নিয়ে । আলাদা করে লেখাে।)
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।
I am very happy 😊.