সংবেদন, প্রত্যক্ষণ ও ধারণার মধ্যে তুলনা করো
উত্তর :
সংবেদন, প্রত্যক্ষণ ও ধারণার মধ্যে তুলনা :
বিষয় | সংবেদন | প্রত্যক্ষণ | ধারণা |
(1) সংজ্ঞা | ইন্দ্রিয়গুলির মাধ্যমে পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করাই হল সংবেদন। | সংবেদনের ওপর নির্ভর করে ব্যক্তির মধ্যে যে অর্থপূর্ণ অভিজ্ঞতার উদ্ভব ঘটে, তাকেপ্রত্যক্ষণ বলা হয়। | একজাতীয় বিভিন্ন বস্তু, বিষয় বা ঘটনার মধ্যে যে সাধারণ বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়, সেই সম্পর্কিত অভিজ্ঞতাকে ধারণা বলা হয়। |
(2) আলােচ্য বিষয় | পরিবেশের বিভিন্ন বিষয়। | প্রধানত কোনাে বস্তু বা ব্যক্তি। | কোনাে বিশেষ ধরনের বস্তুর সাধারণগুণ বা বৈশিষ্ট্য। |
(3) প্রকৃতি | সর্বদাই বিমূর্ত প্রকৃতির হয়। | সর্বদাই মূর্ত প্রকৃতির হয়। | মূর্ত এবং বিমূর্ত উভয় প্রকৃতির হয়। |
(4) উদ্দেশ্য | ব্যক্তিকে সচেতন করে তােলা। | কোনাে বস্তু বা ব্যক্তি বিষয়ে সার্বিক চেতনা লাভ করা। | কোনাে বিশেষ ধরনের বস্তুর সাধারণ গুণাবলির মধ্যে সামান্যীকরণ করা। |
(5) কখন ঘটে বাপর্যায় | সবার প্রথম ঘটে। এটি জ্ঞানার্জনের প্রথম পর্যায়। | সংবেদনের পরে এবং ধারণা গঠনের আগে প্রত্যক্ষণ ঘটে। | প্রত্যক্ষণ ঘটার পরে ধারণা গঠিত হয়। |
(6) নির্ভরশীলতা | সংবেদন উদ্দীপকের ওপর নির্ভরশীল। | প্রত্যক্ষণ, সংবেদন-এর ওপর নির্ভরশীল। | ধারণা, সংবেদন ও প্রত্যক্ষণ—এই দুটি প্রক্রিয়ার ওপর নির্ভরশীল। |
(7) সময় ব্যয় | এটি ক্ষণস্থায়ী। | এটির জন্য অপেক্ষাকৃত কম সময় লাগে। | এটিতে প্রত্যক্ষণের তুলনায় বেশি সময় লাগে। |
(8) প্রক্রিয়ার প্রকৃতি | এটি একটি সরলতম প্রক্রিয়া। | এটি একটি সরল মানসিক প্রক্রিয়া। | এটি একটি জটিল মানসিক প্রক্রিয়া। |
(9) উল্লেখযােগ্যভূমিকা | উদ্দীপক, সংবেদনের ক্ষেত্রে উল্লেখযােগ্য ভূমিকা পালন করে। | পৃথকরণ প্রক্রিয়া প্রত্যক্ষণের ক্ষেত্রে উল্লেখযােগ্য ভূমিকা পালন করে। | সদৃশকরণ ও সামান্যীকরণ প্রক্রিয়া দুটি ধারণার ক্ষেত্রে উল্লেখযােগ্য ভূমিকা পালন করে। |
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।