সংবেদন ও প্রত্যক্ষণের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য গুলি উল্লেখ করো 1 + 7
উত্তর :
সংবেদন ও প্রত্যক্ষণের মধ্যে সাদৃশ্য :
[1] সংবেদন এবং প্রত্যক্ষণ—উভয়ই ইন্দ্রিয় উদ্দীপকনির্ভর প্রক্রিয়া।
[2] সংবেদন এবং প্রত্যক্ষণ উভয়ক্ষেত্রেই উদ্দীপনা বাহ্যজগৎ থেকে আসে।
সংবেদন ও প্রত্যক্ষণের মধ্যে বৈসাদৃশ্য :
বিষয়বস্তু | সংবেদন | প্রত্যক্ষণ |
1. প্রক্রিয়ার প্রকৃতি | সরল জ্ঞানমূলক প্রক্রিয়া। | জটিল জ্ঞানমূলক প্রক্রিয়া। |
2.সংজ্ঞা | ইন্দ্রিয় থেকে নার্ভীয় আবেগ মস্তিষ্কে সঞ্চালিত হলে যে অনুভূতির সৃষ্টি হয়, তাই হল সংবেদন। | সংবেদনের অর্থপূর্ণ রূপ হল প্রত্যক্ষণ। |
3. নির্ভরতা | ইন্দ্রিয়নির্ভর প্রক্রিয়া। | সংবেদননির্ভর প্রক্রিয়া। |
4. পূর্ব অভিজ্ঞতা | পূর্বঅভিজ্ঞতার প্রয়ােজন হয় না। | পূর্বঅভিজ্ঞতার প্রয়ােজন হয়। |
5. ধারণার প্রকৃতি | বস্তুসম্পর্কে প্রাথমিক ধারণা গঠিত হয়। | বস্তু সম্পর্কে সম্পূর্ণ ধারণা গঠিত হয়। |
6. মনের ক্রিয়া | সংবেদনের ক্ষেত্রে মন নিষ্ক্রিয় থাকে। | প্রত্যক্ষণের ক্ষেত্রে মন সক্রিয় থাকে। |
7. অভিজ্ঞতার প্রকৃতি | বস্তুর বিষয়ে বিমূর্ত অভিজ্ঞতা দান করে। | বস্তুর বিষয়ে মূর্ত অভিজ্ঞতা দান করে। |
৪. কারণ/ফল | প্রত্যক্ষণের কারণ। | সংবেদনের ফল বা অর্থপূর্ণ রূপ। |
9. ব্যক্তিগত পার্থক্য | এতে ব্যক্তিগত পার্থক্য পরিলক্ষিত হয়। | এতে ব্যক্তিগত পার্থক্য পরিলক্ষিত হয় না। |
10. উপস্থাপন ও পুনরুত্থাপন | এতে বস্তুরউপস্থাপন ঘটে কিন্তু পুনরুত্থাপন ঘটে না। | এতে বস্তুর ও উপস্থাপন ও পুনরুত্থাপন দুই-ই ঘটে। |
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।