সংবেদন কাকে বলে l সংবেদনের বৈশিষ্ট্যগুলি লেখাে

সংবেদন কাকে বলে l সংবেদনের বৈশিষ্ট্যগুলি লেখাে

উত্তর :

সংবেদন কাকে বলে ?

ইন্দ্রিয়সংলগ্ন অন্তর্বাহী নার্ভের বাইরের প্রান্তটি উদ্দীপিত হলে এবং সেই উদ্দীপনা মস্তিষ্কে পৌছােলে যে সরলতম চেতনার উদ্রেক হয়, তাকেই সংবেদন বলা হয়। অন্যভাবে বললে, চোখ, কান, নাক, জিভ এবং ত্বক — এই পাঁচটি ইন্দিয়ের মধ্যে এক বা একাধিক ইন্দ্রিয়ের সঙ্গে বাইরের জগতের কোনাে বস্তু বা ঘটনার সংযােগসাধনের সাথে সাথে সেই ইন্দ্রিয়ের দ্বারা উদ্দীপনা অন্তর্মুখী হয়ে স্নায়ুপথে মস্তিষ্কে প্রবাহিত হয় এবং এক ধরনের সরলতম স্নায়বিক বােধ জাগ্রত করে। ওই অনুভূতি বা বস্তু সম্পর্কে প্রাথমিক চেতনাকেই সংবেদন বলে।

সংবেদন-এর বৈশিষ্ট্য :

সংবেদন হল এক বিশেষ ধরনের মানসিক প্রক্রিয়া। এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি নীচে উল্লেখ করা হল— 

[1] জ্ঞানের সরলতম উপাদান : সংবেদন হল জ্ঞানের একেবারে সরলতম উপাদান। প্রকৃতপক্ষে সংবেদন যে টুকরাে টুকরাে উপাদান সরবরাহ করে সেগুলিকে সঠিকভাবে সাজিয়ে আমরা জ্ঞান লাভ করি।

[2] উদ্দীপককেন্দ্রিক প্রক্রিয়া : সংবেদন হল একটি উদ্দীপককেন্দ্রিক মানসিক প্রক্রিয়া। বাইরের বিভিন্ন বস্তু বা বিষয় ব্যক্তিকে উদ্দীপিত করলে, সেগুলির দ্বারা ব্যক্তির মধ্যে সংবেদন সৃষ্টি হয়। 

[3] মন-নিরপেক্ষ প্রক্রিয়া : সংবেদনের সাথে ব্যক্তির মনের ইচ্ছা বা অনিচ্ছার কোনাে যােগ থাকে না। অর্থাৎ সংবেদনে ব্যক্তির মন থাকে নিরপেক্ষ ও নিষ্ক্রিয়। তাই বলা হয়, সংবেদন ব্যক্তির মন নিরপেক্ষ। 

[4] জ্ঞানের উপাদান : সংবেদন প্রকৃতপক্ষে কোনাে জ্ঞান। নয়। কোনাে রংকে যতক্ষণ রং হিসেবে ভাবি, ততক্ষণই তা সংবেদন। কিন্তু যখন সেটি কোনাে বস্তুর রং, তখন আর সেটি সংবেদন থাকে না। এটি তখন প্রত্যক্ষণে পরিবর্তিত হয়। এই ক্ষেত্রে মনে রাখা দরকার যে, সংবেদন ছাড়া প্রত্যক্ষণ হয় না।

[5] বস্তুকেন্দ্রিক প্রক্রিয়া : সংবেদন সর্বদা বস্তুকেন্দ্রিক হয়। বাস্তবে দেখা গেছে, সংবেদন সর্বদা কোনাে-না-কোনাে বস্তুর গুণ নির্দেশ করে। তেতাে বা মিষ্টির সংবেদন (স্বাদ সংবেদন) একটি মানসিক প্রক্রিয়া হলেও এই সংবেদন বস্তুনির্ভর। 

[6] ক্ষণস্থায়ী প্রক্রিয়া : সংবেদন খুবই ক্ষণস্থায়ী প্রক্রিয়া। এটি এতই ক্ষণস্থায়ী যে, একে প্রত্যক্ষণ ও অনুভূতির থেকে আলাদা করা যায় না। তাই অনেক মনােবিদদের মতে বিশুদ্ধ সংবেদনও মৎস্যকন্যা’ বা ‘সােনার পাথরবাটি’-এর মতাে অলীক।

[7] স্বয়ংক্রিয় প্রক্রিয়া : কোনাে ব্যক্তির ইন্দ্রিয় বিকল নাহলে, ইন্দ্রিয়ের সঙ্গে উদ্দীপকের সংযােগে সংবেদন সৃষ্টি হবেই। বলা হয়, সংবেদন যেন জোর করেই ব্যক্তির চেতনার রাজ্যে প্রবেশ করে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment