Class 10 History Suggestion 2022 Chapter 4 MCQ and Short Answers will be discussed here. এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২২ এর চতুর্থ অধ্যায় – সংঘবদ্ধতার গোড়ার কথা থেকে MCQ SAQ নিয়ে আলোচনা করব। আশা করি এখান থেকেই তোমরা 90% কমন পেয়ে যাবে। Class 10 History Suggestion 2022 এর অন্যান্য সমস্ত অধ্যায় থেকে সাজেশন পেতে এই লিঙ্কে ক্লিক করো।
মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২২
চতুর্থ অধ্যায় – সংঘবদ্ধতার গোড়ার কথা
বহুমুখী উত্তরধর্মী প্রশ্নোত্তর,অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, স্তম্ভ মেলানো
(ক) সঠিক উত্তরটি নির্বাচন করো (প্রতিটি প্রশ্নের মান ১)
1.‘আনন্দ মঠ উপন্যাসটি কে রচনা করেন ?
(ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(খ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
(গ) উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
(ঘ) স্বামী বিবেকানন্দ
Ans : (ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
2.‘গােরা’ উপন্যাস লিখেছেন –
(ক) অবনীন্দ্রনাথ ঠাকুর
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) দ্বারকানাথ ঠাকুর
(ঘ) গগেন্দ্রনাথ ঠাকুর
Ans : (খ) রবীন্দ্রনাথ ঠাকুর
3. মহারাণীর ঘােষণাপত্র অনুযায়ী ভারতের রাজ প্রতিনিধি হিসাবে কে নিযুক্ত হন ? অথবা, ভারতের প্রথম ভাইসরয় কে ?
(ক) ওয়ারেন হেস্টিংস
(খ) ওয়েলেসলি
(গ) ক্যানিং
(ঘ) ডালহৌসি
Ans : (গ) ক্যানিং
4. ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠানটি হল —
(ক) ভারত সভা
(খ) জমিদার সভা
(গ) জাতীয় কংগ্রেস
(ঘ) বঙ্গভাষা প্রকাশিকা সভা
Ans : (ঘ) বঙ্গভাষা প্রকাশিকা সভা
5. হিন্দুমেলার পূর্ব নাম ছিল –
(ক) চৈত্রমেলা
(খ) অভিনব ভারত
(গ) পৌষমেলা
(ঘ) জাতীয় মেলা
Ans : (ক) চৈত্রমেলা
6. মহাবিদ্রোহের প্রথম শহীদ কে ?
(ক) ক্ষুদিরাম
(খ) ভগৎ সিং
(গ) মােঙ্গল পান্ডে
(ঘ) বাঘাযতীন।
Ans : (গ) মােঙ্গল পান্ডে
7. মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম’ বলে আখ্যা দিয়েছেন –
(ক) কার্ল মার্কস
(খ) সুরেন্দ্রনাথ সেন
(গ) বিনায়ক দামােদর সাভারকর
(ঘ) রমেশচন্দ্র মজুমদার
Ans : (গ) বিনায়ক দামােদর সাভারকর
8. ভারতের ব্রিটিশ কোম্পানি সরকারের শাসনের অবসান ঘটে ।
অথবা, মহারাণীর ঘােষণাপত্র জারি হয় ।
(ক) ১৭৬৫, ১লা সেপ্টেম্বর
(খ) ১৮৫৭, ১লা অক্টোবর
(গ) ১৮৫৮, ১লা নভেম্বর
(ঘ) ১৯৪৭, ১৫ আগষ্ট
Ans : (গ) ১৮৫৮, ১লা নভেম্বর
9. শেষ মুঘল সম্রাট কে ?
অথবা, ১৮৫৭ খ্রিষ্টাব্দের বিদ্রোহের সময় মুঘল সম্রাট কে ছিলেন ?
(ক) প্রথম বাহাদুর শাহ
(খ) দ্বিতীয় বাহাদুর শাহ
(গ) জান্দাহার শাহ
(ঘ) দ্বিতীয় শাহ আলম
Ans : (খ) দ্বিতীয় বাহাদুর শাহ
10. ‘ভারতসভা’ (১৮৭৬) কে প্রতিষ্ঠা করেন ?
(ক) কেশবচন্দ্র সেন
(খ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
(গ) হরিশচন্দ্র মুখােপাধ্যায়
(ঘ) গগনেন্দ্রনাথ ঠাকুর
- ভারতসভার প্রথম সভাপতি ছিলেন কৃষ্ণমােহন ব্যানাজী।
Ans : (খ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
11. বর্তমান ভারত’ কে রচনা করেন?
(ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(খ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
(গ) উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
(ঘ) স্বামী বিবেকানন্দ
- ভারতমাতা ছবিটির স্রষ্টা অবনীন্দ্রনাথ ঠাকুর
- ১৯০৫ খ্রি: স্বদেশী আন্দোলনের সঙ্গে এটি যুক্ত
Ans : (ঘ) স্বামী বিবেকানন্দ
(খ) দু-একটি শব্দে উত্তর দাও (প্রতিটি প্রশ্নের মান ১)
1. ১৮৫৭ র বিদ্রোহকে কে সর্বপ্রথম জাতীয় বিদ্রোহ’ বলে অভিহিত করেছেন ?
Ans : টোরি দলের নেতা বেঞ্জামিন ডিজরেলি।
2. হিন্দুমেলা (চৈত্রমেলা) কারা কবে প্রতিষ্ঠা করেন ?
Ans : ১৮৬৭ খ্রিঃ রাজনারায়ণ বসু ও নবগােপাল মিত্র হিন্দুমেলা প্রতিষ্ঠা করেন।
3. ১৮৫৭-র বিদ্রোহকে কে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন ?
Ans : বিনায়ক দামােদর সাভারকর।
4. Eighteen Fifty Seven’ গ্রন্থটি কে রচনা করেন ?
Ans : সুরেন্দ্রনাথ সেন।
5. স্বদেশীবাবুর কালচার ব্যঙ্গচিত্রটির সৃষ্টিকর্তা কে?
Ans : গগনেন্দ্র নাথ ঠাকুর।
6. মহাবিদ্রোহের (১৮৫৭) সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?
Ans : লর্ড ক্যানিং।
7. কোন আইন দ্বারা ভারতে কোম্পানি শাসনের অবসান হয়?
Ans : ১৮৫৮-এর ভারতশাসন আইন দ্বারা।
8. ‘Indian War of Independence’ – গ্রন্থটি কে রচনা করেন?
Ans : বিনায়ক দামােদর সাভারকর।
- ( এই গ্রন্থে ১৮৫৭-র বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে
মন্তব্য করেছেন। প্রশ্ন)
9. কাকে কবে ভারতের সম্রাজ্ঞী’ উপাধি দেওয়া হয়?
Ans : ১৮৭৭ খ্রি: ব্রিটেনের মহারাণিকে।
10. বাঙালি তথা ভারতীয়দের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান কোনটি?
Ans : বঙ্গভাষা প্রকাশিকা সভা।
- ১৮৩৬ খ্রি: ৮ ডিসেম্বর কালীনাথ রায়চৌধুরী, প্রসন্ন কুমার ঠাকুর, দ্বারকানাথ ঠাকুর প্রমুখ এর প্রতিষ্ঠা করেন।
11. কোন ঘটনাকে ভারতের ম্যাগনাকার্টা বলা হয় ?
Ans : মহারাণীর ঘােষণাপত্রকে।
12. ১৮৫৭ খ্রিষ্টাব্দের বিদ্রোহকে কে প্রথম সিপাহী বিদ্রোহ’ আখ্যা দিয়েছেন?
Ans : ভারত সচিব আর স্ট্যানলি।
13. ভারতের প্রথম রাজনৈতিক দল কোনটি ?
Ans : ভারতীয় জাতীয় কংগ্রেস।
- ১৮৮৫ খ্রিষ্টাব্দে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়।
14. আনন্দমঠ উপন্যাস কে রচনা করেন?
Ans : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
- দ্বাদশতম এই উপন্যাসটি বঙ্গদর্শন পত্রিকায় প্রথমে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।
- বন্দেমাতরম সংগীতটি আনন্দমঠ উপন্যাসের প্রধান অবদান।
15. বর্তমান ভারত’ কে রচনা করেন ?
Ans : স্বামী বিবেকানন্দ।
- বিবেকানন্দের বাংলা চারটি গ্রন্থের অপর তিনটি হল – ‘ভাববার কথা’, ‘পরিব্রাজক’ এবং প্রাচ্য ও পাশ্চাত্য।
16. “গােরা’ উপন্যাসের রচয়িতা কে?
Ans : রবীন্দ্রনাথ ঠাকুর।
- স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে এটি রচিত।
17. ভারতমাতা’ চিত্রটি কে অঙ্কন করেন?
Ans : অবনীন্দ্রনাথ ঠাকুর।
(গ) স্তম্ভ মেলাও (প্রতিটি প্রশ্নের মান ১)
বামস্তম্ভ | ডানস্তম্ভ | উত্তর |
(i) রাধাকান্ত দেব | (a) অযােধ্যা | (i) – (c) |
(ii) নবগােপাল মিত্র | (b) ইন্ডিয়ান লিগ (১৮৭৫) | (ii)- (d) |
(iii) হজরত মহল | (c) জমিদার সভা (১৮৩৮) | (iii) – (a) |
(iv) শিশির কুমার ঘােষ | (d) হিন্দুমেলা (১৮৬৭) | (iv)- (b) |
(v) সর্বভারতীয় জাতীয় সম্মেলন | (e) সুরেন্দ্রনাথ (১৮৮৩) | (v)- (e) |
(vi) সর্বভারতীয় জাতীয় কংগ্রেস | (f) লর্ড লিটন | (vi)- (g) |
(vii) ইলবার্ট বিল | (g) হিন্দুমেলা (১৮৬৭) | (vii) – (h) |
(viii) অস্ত্র আইন | (h) হিন্দুমেলা (১৮৬৭) | (viii) – (f) |
Read Also
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।
Thank you
Masaallah ei websites ese onek M.C.Q pelam . Khub valo laglo. Thank you