প্রশ্ন: মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরপগুলি চিত্র সহ বর্ণনা করাে। [ 5 Marks ]
উত্তর: মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি হলাে –
1. ওয়াদি : উষ্ণ মরু অঞ্চলে হঠাৎ বৃষ্টিপাত হলে বৃষ্টির জলের দ্বারা মরু নদীখাত সহ চারিদিক জলপ্লাবিত হয়। কিন্তু বৃষ্টি থেমে গেলে কিছুক্ষণের মধ্যেই জল পুরােপুরি শুকিয়ে গিয়ে নদীখাতগুলাে পুনরায় শুষ্ক অবস্থায় পড়ে থাকে, উষ্ণ মরু অঞ্চলের এই শুষ্ক নদীখাতকে বলা হয় ওয়াদি।
2. বাজাদা : শুষ্ক মরু অঞলে পর্বতের পাদদেশে অস্থায়ীভাবে জলধারা বাহিত নুড়ি, বালি, কাকর, কাদা, পলি প্রভৃতি সঞ্চিত হয়ে যে অসমান ঢালু ভূমিরূপ সৃষ্টি করে তাকে বাজাদা বলে।
3. পেডিমেন্ট : শুষ্ক মরু অঞলে বায়ুর ক্ষয়কার্যের দ্বারা পার্বত্য পাদদেশীয় অঞ্চলে যে সমপ্রায়ভূমির সৃষ্টি হয় তাকে পেডিমেন্ট বলে।
4. প্লায়া হ্রদ : শুষ্ক মরু অঞলে বায়ুপ্রবাহের পেডিমেন্ট ক্ষয়প্রক্রিয়ায় যে বিভিন্ন আকৃতির অবনমিত স্থান বা গর্তের সৃষ্টি হয় তাতে বৃষ্টির জল সাময়িকভাবে সঞ্চিত হয়ে যে লবণাক্ত হ্রদের সৃষ্টি করে, তাকে প্লায়া হ্রদ বলে। এগুলিকে আফ্রিকায় শটস, মেক্সিকোতে বােলসন বলে।
Read Also
হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি বর্ণনা করাে।
মরু অঞলের প্রসারণের কারণ ও প্রতিরােধের উপায় কী তা আলােচনা করাে।
বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি বর্ণনা করাে।
বায়ুর সঞ্চয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি বর্ণনা করাে।
মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরপগুলি চিত্র সহ বর্ণনা
পৃথিবীর মরু ও উপকূল অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্যের কারণ কী তা আলােচনা করাে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।