হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি বর্ণনা করাে। 

প্রশ্ন: হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি বর্ণনা করাে।  [ 5 Marks ] অথবা, হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্র সহ বর্ণনা করাে।  উত্তর: হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি হলাে— 1. বহিঃবিধৌত সমভূমি : হিমবাহ গলিত জল  যখন গ্রাবরেখার প্রান্তভাগ দিয়ে চুইয়ে চুইয়ে নীচের দিকে প্রবাহিত হয়, … Read more

মরু অঞলের প্রসারণের কারণ ও প্রতিরােধের উপায় কী তা আলােচনা করাে। 

প্রশ্ন: মরু অঞলের প্রসারণের কারণ ও প্রতিরােধের উপায় কী তা আলােচনা করাে। [ 5 Marks ] উত্তর: মরুভূমি প্রসারণের কারণগুলি হলাে— 1. জলবায়ুগত পরিবর্তন : মরু অঞ্চল সম্প্রসারণের অন্যতম কারণ হলাে বিশ্ব উম্নয়ন। এর প্রভাবে পথিবীর জলবায়ুর পরিবর্তন হয়। মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকারের আধিক্য থাকায় শিলাচর্ণ ও বালিরাশি বায়ুর দ্বারা বাহিত হয়ে সংলগ্ন এলাকাকে ঢেকে … Read more

বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি বর্ণনা করাে। 

প্রশ্ন: বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি বর্ণনা করাে। [ 5 Marks ] অথবা, বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্র সহ বর্ণনা করাে। উত্তর: বায়ুর ক্ষয়কার্যের মাধ্যমে নিম্নের ভূমিরপগুলি তৈরি থাকে। যথা – বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি হলাে – 1. গৌর : মরু অঞ্চলে কোনাে বৃহৎ শিলাখণ্ডের নীচের  অংশ কোমল শিলাস্তর দ্বারা গঠিত হলে নীচের … Read more

বায়ুর সঞ্জয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি বর্ণনা করাে। 

প্রশ্ন: বায়ুর সঞ্জয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি বর্ণনা করাে। [ 5 Marks ] অথবা, বায়ুর সঞ্জয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্র সহ বর্ণনা করাে। উত্তর: বায়ুর সঞ্জয়কার্যের মাধ্যমে নিম্নের ভূমিরপগুলি তৈরি থাকে। যথা – বায়ুর সঞ্জয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি হলাে –  1. বার্খান : মরু অঞ্চলে বায়ুর সঞ্চয়কার্যের ফলে গঠিত বালিয়াড়িগুলি দেখতে অনেকটা অর্ধচন্দ্রাকৃতির হয়। এর প্রতিবাত … Read more

মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরপগুলি চিত্র সহ বর্ণনা

প্রশ্ন: মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরপগুলি চিত্র সহ বর্ণনা করাে। [ 5 Marks ] উত্তর: মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি হলাে – 1. ওয়াদি : উষ্ণ মরু অঞ্চলে হঠাৎ বৃষ্টিপাত হলে বৃষ্টির জলের দ্বারা মরু নদীখাত সহ চারিদিক জলপ্লাবিত হয়। কিন্তু বৃষ্টি থেমে গেলে কিছুক্ষণের … Read more

পৃথিবীর মরু ও উপকূল অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্যের কারণ কী তা আলােচনা করাে।

প্রশ্ন: পৃথিবীর মরু ও উপকূল অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্যের কারণ কী তা আলােচনা করাে। [ 5 Marks ] উত্তর: পৃথিবীর মরু ও উপকূল অঞলে বায়ুর কার্যের প্রাধান্যের কারণগুলি নিম্নে আলােচনা করা হলাে — 1. উন্মুক্ত বায়ুপ্রবাহ : উন্মুক্ত মরুভূমি অঞ্চলে এবং সমুদ্র উপকূলে বায়ু অবাধে প্রবাহিত হয়, ফলে বায়ুর কার্য অধিক হয়। 2. উদ্ভিদশূন্যতা : … Read more

নদীর বহন ক্ষমতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? সুন্দরবন অঞ্চলের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব কী তা সংক্ষেপে আলােচনা করাে।

প্রশ্ন: নদীর বহন ক্ষমতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? সুন্দরবন অঞ্চলের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব কী তা সংক্ষেপে আলােচনা করাে। [ 5 Marks ] উত্তর: নদীর বহনক্ষমতা প্রধানত চারটি বিষয়ের উপর নির্ভরশীল। যথা — 1. আকর্ষণ প্রক্রিয়া : ছােটো-বড়াে শিলাখণ্ডগুলি নদীর স্রোতের টানে নদীর তলদেশ দিয়ে এগিয়ে চলে। 2. ভাসমান প্রক্রিয়া : সূক্ষ্ম সূক্ষ্ম … Read more

নদীর কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্র সহ বর্ণনা করাে ? 

প্রশ্ন: নদীর কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্র সহ বর্ণনা করাে ?  অথবা, নদীর কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি বর্ণনা করাে ?  অথবা, নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ গুলি চিত্র সহ বর্ণনা করাে ? অথবা, নদীর সঞ্চয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ গুলি চিত্র সহ বর্ণনা করাে ? উত্তর: নদী প্রধানত ক্ষয়কার্য ও সঞ্চয়কার্যের মাধ্যমে নিম্নের ভূমিরূপগুলি তৈরি করে … Read more