প্রিয় ছাত্রছাত্রীরা, এই আর্টিকেলে আমরা Class 8 Science Model Activity Task Part 2 February 2022 (অষ্টম শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ২ ফেব্রুয়ারী) সমস্ত প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি ।
Class 8 Science Model Activity Task Part 2 February 2022
Class 8 Science Model Activity Task Part 2 February 2022 এ মোট ১৫ নম্বরের প্রশ্ন দেওয়া রয়েছে যেগুলো তোমাদের সমাধান করে বিদ্যালয়ে জমা দিতে বলা হয়েছে। তোমাদের সুবিধার্থে আমরা এখানে সমস্ত প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি। সুতরাং, খুবই মন দিয়ে তোমরা নীচের প্রশ্নোত্তর গুলি লিখবে এবং পড়বে।
Model Activity Task Part 2, February 2022
পরিবেশ ও বিজ্ঞান (Science)
অষ্টম শ্রেণি (Class – VIII)
পূর্ণমান :২০
Class 8 Science Model Activity Task Part 2 February 2022
১. ঠিক উত্তর নির্বাচন করাে : ১x৩=৩
১.১ যে কোশীয় অণু খাদ্য থেকে শক্তিকে মুক্ত করে তা হলাে—
(ক) গলজি বস্তু
(খ) নিউক্লিয়াস
(গ) মাইটোকনড্রিয়া
(ঘ) লাহিসসাজোম
উত্তর: যে কোশীয় অণু খাদ্য থেকে শক্তিকে মুক্ত করে তা হলাে— (গ) মাইটোকনড্রিয়া
১.২ যে কোশীয় অঙ্গাণু প্রােটিন সংশ্লেষে সাহায্য করে তা হলাে
(ক) লাইসােজোম
(খ) রাইবােজোম
(গ) সেন্ট্রোজোম
(ঘ) গলজি বস্তু
উত্তর: যে কোশীয় অঙ্গাণু প্রােটিন সংশ্লেষে সাহায্য করে তা হলাে – (খ) রাইবােজোম
১.৩ উদ্দীপনা পরিবহণ করা যে কলার কাজ সেটি হলাে—
(ক) আবরণী কলা
(খ) যােগ কলা
(গ) পেশি কলা
(ঘ) স্নায়ু কলা
উত্তর: উদ্দীপনা পরিবহণ করা যে কলার কাজ সেটি হলাে — (ঘ) স্নায়ু কলা
২. সংক্ষিপ্ত উত্তর দাও :
২.১ উজ্জ্বল আলােয় বর্ণদর্শনে সাহায্য করে কোন কোশ?
উত্তর: উজ্জ্বল আলােয় বর্ণদর্শনে সাহায্য করে শঙ্কু আকৃতির কোণ (cone) কোশ।
২.২ আমি একটি পর্দাঘেরা কোশ অঙ্গাণু যার মধ্যে পুরােনাে জীর্ণ কোশকে ধ্বংস করার জন্য নানা ধরনের উৎসেচক থাকে। আমার নাম কী?
উত্তর: লাইসোজোম।
২.৩ ক্রোমােপ্লাস্টিডের কাজ কী?
উত্তর: ক্রোমােপ্লাস্টিডের কাজ হল ফুল ও ফলের বর্ণ নিয়ান্ত্রন করা।
৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও : ২x৪=৮
৩.১ “লােহিত রক্তকণিকার আকৃতি দু-পাশ চ্যাপটা এবং চাকতির মতাে”– এর জন্য লােহিত রক্তকণিকার কী সুবিধা হয়?
উত্তর: লোহিত রক্ত কনিকার আকৃতি দু-পাশ চ্যাপ্টা এবং চাকতির মতো। এরফলে বিভিন্ন ব্যাসের রক্ত নলির মধ্য দিয়ে যাতায়াতে আর বেশি পরিমান অক্সিজেন পরিবহনে সুবিধা হয়।
৩.২ কোশপর্দা ও কোশপ্রাচীরের মধ্যে একটি মিল ও একটি অমিল উল্লেখ করাে।
উত্তর:
মিল :
কোশ পর্দা ও কোশ প্রাচীর উভয়ই কোশের বাইরের আবরণ হিসেবে কাজ করে বিভিন্ন রকম প্রতিকূল পরিবেশ থেকে রক্ষা করে।
অমিল :
কোশ পর্দা প্রাণী ও উদ্ভিদ কোশেই থাকে l কোশপ্রাচীর কেবলমাত্র উদ্ভিদ কোশে থাকে।
৩.৩ এন্ডােপ্লাজমীয় জালিকার কাজ উল্লেখ করাে।
উত্তর: ১. কোশের সাইটোপ্লাজমীয় কাঠামাে গঠন করে প্রোটোপ্লাজমকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে।
২. এন্ডােপ্লাজমীয় জালিকা কোশের সাইটোপ্লাজমকে কতগুলি অসম্পূর্ণ প্রকোষ্ঠে ভাগ কবে, ফলে কোশের রাসায়নিক বিক্রিয়া গুলি কোশের কয়েকটি অঞ্চলে সীমাবদ্ধ থাকে।
৩. মসৃণ এন্ডােপ্লাজমীয় জালিকা ফ্যাট সংশ্লেষে বিশেষ ভূমিকা পালন করে।
৩.৪ যৌগিক আলােক অণুবীক্ষণ যন্ত্র কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়?
উত্তর: ১. ব্যাকটেরিয়া, শৈবাল , ছত্রাক , বিভিন্ন এককোশী ও বহুকোশী প্রাণীর দেহের বহির্গঠন জানার জন্য।
২. উদ্ভিদ দেহের বিভিন্ন অংশের (মূল, কাণ্ড ও পাতা) অন্তর্গঠন পর্যবেক্ষণের জন্য।
৩. জীবদেহের বিভিন্ন অঙ্গ ও তার প্রস্থচ্ছেদ কবে তার কলার গঠন জানার জন্য।
৪. কোশের ভেতরের অঙ্গাণু ও কোশের বাইরের পর্দার গঠন জানার জন্য।
৪. তিন-চারটি বাক্যে উত্তর দাও :
৪.১ প্রাইমরডিয়াল ইউট্রিকল কীভাবে সৃষ্টি হয়?
উত্তর: উদ্ভিদকোশে গহ্বরের বাইরে কোনাে পর্দা থাকে না। গহ্বরের আকার ক্রমশ যখন বাড়তে থাকে, তখন নিউক্লিয়াসসহ সাইটোপ্লাজম কোশপ্রাচীরের ভেতরের দিকে কোশের পরিধির দিকে সরে যায়। গহ্বরের বেষ্টন কবে সাইটোপ্লাজমের এরকম বিন্যাসকে প্রাইমরডিয়াল ইউট্রিকল বলে।
৪.২ স্থায়ী কলার কাজ কী কী?
উত্তর:
স্থায়ী কলার কাজগুলি হল –
(i) খাদ্য সংশ্লেষ , সঞ্চয় ও পরিবহণ করা।
(ii) জল সংবহন করা।
(iii) ভারবহন ও দৃঢ়তা প্রদান করা।
(iv) বর্জ্য পদার্থ সঞ্চয় করা।
(v) ক্ষত নিরাময় করা।
Read Also:
Class 8 English মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী ২০২২
Class 8 Bengali (বাংলা) মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী ২০২২
Class 8 Science (পরিবেশ ও বিজ্ঞান) মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী ২০২২
Class 8 History (ইতিহাস) মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী ২০২২
Class 8 Geography (পরিবেশ ও ভূগোল) মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী ২০২২
Class 8 স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী ২০২২
Class 8 Mathematics (গণিত) মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী ২০২২
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।
Sir , ৪.২ এর 3 number point er vul kore (ii) bosiyechen. (Iii) hobe. Please correct
Thanks for your comment. Now we corrected this.