Class 8 History Model Activity Task Part 2 February 2022 Answer | অষ্টম শ্রেণী ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ২

প্রিয় ছাত্রছাত্রীরা, এখানে আমরা Class 8 History Model Activity Task Part 2 February 2022 (অষ্টম শ্রেণী ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ২) এর সমস্ত প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি ।

Class 8 History Model Activity Task Part 2 February 2022 Answer

Class 8 History Model Activity Task Part 2 February 2022 এ মোট ২০ নম্বরের প্রশ্ন দেওয়া রয়েছে যেগুলো তোমাদের সমাধান করে বিদ্যালয়ে জমা দিতে বলা হয়েছে। তোমাদের সুবিধার্থে আমরা এখানে সমস্ত প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি। সুতরাং, খুবই মন দিয়ে তোমরা নীচের প্রশ্নোত্তর গুলি লিখবে এবং পড়বে।

মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 2, February 2022

অষ্টম শ্রেণী

ইতিহাস 

পূর্ণমান – ২০

Class 8 History Model Activity Task Part 2 February 2022 Answer

১. শূন্যস্থান পূরণ করাে : ১x৪=৪

(ক) মুর্শিদকুলি বাংলার নাজিম পদ লাভ করেন________খ্রিস্টাব্দে।

উত্তর: ১৭১৭

(খ) হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন_______।

উত্তর: মির কামার উদ – দিন খান সিদ্দিকি

(গ) বাংলায় ভয়ানক দুর্ভিক্ষ দেখা দিয়েছিল_________খ্রিস্টাব্দে।

উত্তর: ১৭৭০

(ঘ) অধীনতামূলক মিত্রতার নীতি প্রবর্তন করেন_________।

উত্তর: লর্ড ওয়েলেসলি

২. স্তম্ভ মেলাও : ১x৪=৪

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ 
১৭৫৭ খ্রিস্টাব্দদেওয়ানি অধিকার
১৭৬৪ খ্রিস্টাব্দপলাশি যুদ্ধ 
১৭৬৫ খ্রিস্টাব্দ
১৭৮২ খ্রিস্টাব্দ
বক্সার যুদ্ধ 

উত্তর:

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ 
১৭৫৭ খ্রিস্টাব্দপলাশি যুদ্ধ 
১৭৬৪ খ্রিস্টাব্দবক্সার যুদ্ধ 
১৭৬৫ খ্রিস্টাব্দদেওয়ানি অধিকার
WBSHIKSHA.COM – WEST BENGAL BEST ONLINE EDUCATION

৩. একটি-দুটি বাক্যে উত্তর দাও : ১x৩=৩

(ক) কোন নবাব বাংলার রাজধানী হিসেবে বেছে নিয়েছিলেন মুঙ্গেরকে? 

উত্তর: মির কাশিম বাংলার রাজধানী হিসেবে বেছে নিয়েছিল মুঙ্গেরকে ।

(খ) স্বত্ববিলােপ নীতি প্রয়ােগ করে কোম্পানি কোন রাজ্যগুলি দখল করে ?

উত্তর: স্বত্ববিলােপ নীতি প্রয়ােগ করে কোম্পানি সাতারা, সম্বল পুর, ঝাঁসি, প্রভৃতি রাজ্যগুলি দখল করে ।

(গ) কোম্পানি ও মহীশুরের মধ্যে কতগুলি যুদ্ধ হয়েছিল? 

উত্তর: ১৭৬৭ থেকে ১৭৯৯ খ্রিস্টাব্দের মধ্যে চারটি যুদ্ধ হয়েছিল কোম্পানিও মহীশুরের মধ্যে ।

৪. চার-পাঁচটি বাক্যে উত্তর দাও :  ৩x৩=৯

(ক) ফররুখশিয়রের ফরমানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কী কী অধিকার দেওয়া হয়েছিল? 

উত্তর – ফররুখশিয়রের ফরমানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে যে যে অধিকার দেওয়া হয়েছিল তা হল ব্রিটিশ কোম্পানি বছরে মাত্র ৩ হাজার টাকার বিনিময়ে বাংলায় বাণিজ্য করতে পারবে। কিন্তু তার জন্য কোম্পানিকে কোনাে শুল্ক দিতে হবে না। ব্রিটিশ কোম্পানি কলকাতার কাছাকাছি অঞ্চলে ৩৮ টি গ্রামের জমিদারি কিনতে পারবে। কোম্পানির পণ্য কেউ চুরি করলে তাকে বাংলার নবাব শাস্তি দেবেন ও | কোম্পানিকে ক্ষতিপূরণ দেবেন। কোম্পানির জাহাজের সঙ্গে অনুমতি পত্র থাকলেই সেই জাহাজ অবাধে বাণিজ্য করতে পারবে। তাছাড়া বাংলার নবাবের মুর্শিদাবাদ ও টাকশাল প্ৰযােজন মতাে কোম্পানি ব্যবহার করতে পারবে।

(খ) পলাশির লুণ্ঠন’ বলতে কী বােঝাে? 

উত্তর: 1757 খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধের পর বাংলার নবাব হন মীরজাফর নতুন নবাব ইংরেজ কোম্পানিকে –

i) বাংলায় বিনাশুল্কে ব্যবসা করার অধিকার দেন।

ii) 24 পরগনা জেলার জমিদারি লাভ করে ইংরেজরা ।

iii) সিরাজের কলকাতা আক্রমণের ক্ষতিপূরণ স্বরূপ কোম্পানি 1 কোটি 77 লক্ষ টাকা ক্ষতিপূরণ লাভ করে ।

iv) কোম্পানির বড় মাঝারি ও ছোট কর্মচারীরা প্রত্যেকেই কম-বেশি পারিতোষিক লাভ করে ।

v) সব মিলিয়ে প্রায় 3 কোটি টাকার সম্পদ নবাবের কাছ থেকে ইংরেজরা লাভ করে । এইভাবে নানা অজুহাতে ইংরেজরা নবাবের কাছ থেকে অর্থ আদায় করে রাজকোষ শূন্য করে দেয়।

মূল্যায়ন। – একেই পলাশীর লুণ্ঠন বলা হয়

(গ) কোম্পানি দেওয়ানি অধিকার পাওয়ার ফলে কী হয়েছিল?

উত্তর:দেওয়ানির অধিকার পাওয়ার ফলে দ্রুতই ভারতবর্ষে আর্থিক ও রাজনৈতিক ক্ষেত্রে ব্রিটিশ কোম্পানির ক্ষমতা বিস্তৃত হযেছিল। মির কাশিমের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে কোম্পানির অনেক টাকা খরচ হয়েছিল। দেওয়ানির অধিকার থেকে সেই টাকা ফেরত পাওয়ার উদ্যোগ নিয়েছিল কোম্পানি। তাছাড়া সুবা বাংলার রাজস্ব আদায় করার আইনি অধিকার ব্রিটিশ কোম্পানিকে। বাজনৈতিকভাবে ক্ষমতাশালী করে তুলেছিল। কোম্পানির দেওয়ানি লাভের ফলে বাংলায় এক নতুন ধরনের রাজনৈতিক শাসনতন্ত্র কাযেম হয়। বাস্তবে বাংলায় দুজন শাসক তৈরি হয়। একদিকে রাজনৈতিক ও নিজামতের দায়িত্ব ছিল বাংলার নবাবের হাতে। যাবতীয় আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব রয়ে গিয়েছিল নবাব নজম উদ – দৌলার উপর। অন্যদিকে অর্থনৈতিক কর্তৃত্ব ও রাজস্ব আদায়ের অধিকার পেয়েছিল ব্রিটিশ কোম্পানি। ফলে নবাবের হাতে ছিল অর্থনৈতিক ক্ষমতাহীন রাজনৈতিক দায়িত্ব। ব্রিটিশ কোম্পানি পেযেছিল দায়িত্বহীন অর্থনৈতিক ক্ষমতা।

Read Also:

Class 8 English মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী ২০২২

Class 8 Bengali (বাংলা) মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী ২০২২

Class 8 Science (পরিবেশ ও বিজ্ঞান) মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী ২০২২

Class 8 History (ইতিহাস) মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী ২০২২

Class 8 Geography (পরিবেশ ও ভূগোল) মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী ২০২২

Class 8 স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী ২০২২

Class 8 Mathematics (গণিত) মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী ২০২২

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

4 thoughts on “Class 8 History Model Activity Task Part 2 February 2022 Answer | অষ্টম শ্রেণী ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ২”

Leave a Comment