Dear students, Class 8 First Unit Test Exam History Suggestion 2022 will be discussed here. প্রিয় ছাত্রছাত্রীরা এখানে আমরা অষ্টম শ্রেণী প্রথম ইউনিট টেস্ট ইতিহাস পরীক্ষা সাজেশন নিয়ে এসেছি।
First Unit Test Exam Suggestion 2022
History (ইতিহাস)
Class 8 (অষ্টম শ্রেনী)
Class 8 First Unit Test Exam History Suggestion 2022
ক) একটি বাক্যে উত্তর দাও।
১. ঔরঙ্গজেব এর পর ভারতের সিংহাসনে কে বসেন?
উত্তর:- বাহাদুর শাহ।
২. মুঘল বংশের সর্বশেষ সম্রাট কে ?
উত্তর:- দ্বিতীয় বাহাদুর শাহ।
৩. বাংলায় বর্গির আক্রমন শুরু হয় কার সময় কালে ?
উত্তর:- আলীবর্দী খানের সময় কালে।
৪. কলকাতার নাম আলিনগর রাখেন কে ?
উত্তর:- সিরাজ-উদ-দ্দৌলা।
৫. অন্ধকূপ হত্যার প্রচারক কে ছিলেন?
উত্তর:- হলওয়েল
৬. অধীনতামূলক মিত্রতা নীতি কে চালু করেন ?
উত্তর:- লর্ড ওয়েলেসলি
৭. স্বত্ববিলােপ নীতি কে চালু করেন?
উত্তর:- লর্ড ডালহৌসি।
৮. ঔরঙ্গজেব কত খ্রিস্টাব্দে মারা যান?
উত্তর:- ১৭০৭ খ্রিস্টাব্দে।
৯. বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন?
উত্তর:- মুর্শিদকুলি খান বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন।
১০. ছিয়াত্তরের মন্বন্তর কবে হয়?
উত্তর:- ১৭৭০ খ্রিস্টাব্দে ছিয়াত্তরের মন্বন্তর হয়।
১১. ‘পেশােয়া’ শব্দের অর্থ কি ?
উত্তর:- প্রধানমন্ত্রী
১২. কত খ্রিস্টাব্দে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটে ?
উত্তর:- ১৭৭২ খ্রিস্টাব্দে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটে।
১৩. আলিনগরের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ?
উত্তর:- ১৭৫৭ খ্রিস্টাব্দে ৯ ফেব্রুয়ারি ইংরেজ ও সিরাজ উদ -দ্দৌলার মধ্যে স্বাক্ষরিত হয়।
১৪. অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রথম গ্রহণ করেন ?
উত্তর:- হায়দ্রাবাদের নিজাম প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন।
১৫, আলিনগর নামটি কার দেওয়া ?
উত্তর:- নবাব সিরাজ-উদ-দ্দৌলা আলিনগর নামটি দিয়েছিলেন।
১৬. বাংলার প্রথম গভর্নর কে ছিলেন ?
উত্তর:- রবার্ট ক্লাইভ ছিলেন বাংলার প্রথম গভর্নর।
১৭. দ্বৈত শাসন ব্যবস্থা কে চালু করেন ?
উত্তর:- রবার্ট ক্লাইভ।
১৮. বক্সারের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ?
উত্তর:- বাংলার নবাব মিরকাশিম অযােধ্যার নবাব সুজা-উদ-দ্দৌলা, মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের মিলিত বাহিনীর সঙ্গে ইংরেজদের হয়েছিল।
১৯. কবে কাদের মধ্যে পলাশির যুদ্ধ হয়েছিল ?
উত্তর:- 1757 খ্রিস্টাব্দে 23 শে জুন পলাশির যুদ্ধ হয়। বাংলার নবাব সিরাজ উদ-দ্দৌলা এবং ইংরেজ সেনাপতি ক্লাইভের মধ্যে এই যুদ্ধ হয়েছিল।
২০. দস্তক কি ?
উত্তর:- 1717 খ্রিস্টাব্দে ফারুকশিয়ার ইংরেজদের বাৎসরিক তিন হাজার টাকার বিনিময়ে বাংলায় বিনা শুল্কে বাণিজ্যের অধিকার প্রদান করেন। এই অধিকার আদেশনামা দস্তক নামে পরিচিত।
খ) একটি বাক্যে উত্তর দাও।
১. ভারতে আগত বাণিজ্যিক সংস্থার নাম লেখো।
উত্তর:- ইস্ট ইন্ডিয়া কম্পানি
২. মাদ্রাজে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঘাঁটি নির্মাণ করে কত খ্রিস্টাব্দে ?
উত্তর:- ১৬৩৯ খ্রিস্টাব্দে।
৩. প্রেসিডেন্সি গড়ে উঠেছিল কোন দুর্গ কে ঘিরে ?
উত্তর:- ফোর্ট উইলিয়াম।
৪. দ্বৈত শাসনের অবসানের পর বাংলার গভর্নর কে হন ?
উত্তর:- ওয়ারেন হেস্টিংস।
৫. সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন ?
উত্তর:- স্যার এলিজা ইম্পে।
৬. কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে ?
উত্তর:- ১৮০০ খ্রিষ্টাব্দে।
৭. জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন এর বর্তমান নাম কি ?
উত্তর:- বিদ্যাসাগর কলেজ।
৮. বাংলার নদীপথ গুলি কে জরিপ করেছিলেন ?
উত্তর:- জেমস রেনেল।
৯. এশিয়াটিক সােসাইটি কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর:- উইলিয়াম জোনস।
১০. কত খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল ?
উত্তরঃ- ১৭৯৩ খ্রিস্টাব্দে।
১১. কে সিভিল সার্ভিস ব্যবস্থা চালু করেন ?
উত্তর:- লর্ড কর্নওয়ালিস।
১২. দশ সালা বন্দোবস্ত কে চালু করেন ?
উত্তর:- লর্ড কর্নওয়ালিস।
১৩. ইজারদারি ব্যবস্থা কে চালু করেন ?
উত্তর:- ওয়ারেন হেস্টিংস।
১৪. দ্বৈত শাসন ব্যবস্থা তুলে দেয়া হয় কত খ্রিস্টাব্দে ?
উত্তর:- ১৭৭২ খ্রিস্টাব্দে।
১৫. পাঁচশালা ব্যবস্থা কে প্রবর্তন করেন ?
উত্তর:- ওয়ারেন হেস্টিংস।
১৬. কত খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:- ১৮১৭ খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়।
১৭. বাংলায় বর্গি আক্রমন কার আমলে হযেছিল ?
উত্তর:- নবাব আলিবর্দি খানের আমলে হয়েছিল।
১৮. বেনারসে কে হিন্দু কলেজ স্থাপন করেন ?
উত্তর:- জোনাথন ডানকান বেনারস হিন্দু কলেজ স্থাপন করেন।
১৯. বেথুন স্কুলের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর:- ড্রিংক ওয়াটার বেথুন ছিলেন বেথুন কলেজের প্রতিষ্ঠাতা।
২০. আলেকজান্ডার ডাফ কে ছিলেন ?
উত্তর:- আলেকজান্ডার ডাফ ছিলেন ভারতে আগত একজন স্কটিশ মিশনারি।
গ) সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন :- (V.V.I)
১. পলাশী যুদ্ধের কারণ কি ছিল ? এর ফলাফল কি হয়েছিল ?
২.অন্ধকূপ হত্যা বলতে কী বােঝাে?
৩. শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়? শ্রীরামপুর মিশনারিদের অবদান কি ছিল ?
৪. কর্নওয়ালিস কোড কি?
৫. মেকলে মিনিট কি?
৬. প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব বলতে কী বােঝাে?
৭. পিটের ভারত শাসন আইন এর গুরুত্ব কি ?
৮. ভারতে ইংরেজ কোম্পানির আমলে পাশ্চাত্য শিক্ষার প্রসারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা উল্লেখ করাে।
৯. জরিপ কি ? কোম্পানি শাসন কালে জমি জরিপের জন্য যে যে ব্যবস্থাগুলি গ্রহণ করা হয়েছিল তা লেখ।
১০. দ্বৈত শাসন ব্যবস্থা / পলাশীর লুণ্ঠন / ফারুকশিয়ারের ফরমান (টীকা লেখ)।
১১. বন্দিবাসের যুদ্ধের তাৎপর্য কি ছিল ?
Read Also:
Class 8 English 1st Unit Test Question 2022
Class 8 Science (পরিবেশ ও বিজ্ঞান) 1st Unit Test Question 2022
Class 8 Geography (ভূগোল) 1st Unit Test Question 2022
Class 8 History (ইতিহাস) 1st Unit Test Question 2022
Class 8 Mathematics (গণিত) 1st Unit Test Question 2022
Class 8 Bengali (বাংলা) 1st Unit Test Question 2022
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।
ইতিহাসের প্রথম ইউনিট টেস্টে কি কি পড়তে হবে ক্লাস 8
Supar
Hmm…but history amar unfavorable subject…
Only ai gulo porlay ki hobe ???
ha egula suggestion
Let’s chill yaar….done your examination in coll mind….
chill
Is it enough for exam??
Along with this please study textbook
Nice but history is very boring subject