Madhyamik Bengali Question Paper 2022 WBBSE | মাধ্যমিক বাংলা প্রশ্নপত্র ২০২২

এই আর্টিকেলে আমরা Madhyamik Bengali Question Paper 2022 WBBSE | মাধ্যমিক বাংলা প্রশ্নপত্র ২০২২ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। ২০২২ মাধ্যমিক বাংলা পরীক্ষার মোট পূর্ণমান হল ৯০

Madhyamik Question Paper 2022

বাংলা (প্রথম ভাষা)

পূর্ণমান – ৯০ | সময় – ৩ ঘণ্টা ১৫ মিনিট

১। যে কোনাে সতেরােটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করাে । ১৭ x ১ = ১৭

১.২ পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম

(ক) ইস্কুলের গল্প।

(খ) একদিন।

(গ) প্রথম দিন।

(ঘ) রাজার কথা।

উত্তর: (গ) প্রথম দিন।

১.২ গিরীশ মহাপাত্রের বয়স

(ক) চল্লিশ-বিয়াল্লিশ।

(খ) ত্রিশ-বত্রিশের অধিক নয়।

(গ) পঞ্চাশ-পঞ্চান্ন।

(ঘ) পঞ্চাশের কাছাকাছি।

উত্তর: (খ) ত্রিশ-বত্রিশের অধিক নয়।

১.৩ জগদীশবাবু বিরাগীকে প্রণামী দিতে চেয়েছিলেন –

(ক) এক হাজার টাকা।

(খ) পাঁচশাে টাকা।

(গ) একশাে এক টাকা।

(ঘ) একশাে টাকা।

উত্তর: (গ) একশাে এক টাকা।

১.৪ “কালাে ঘােমটার নীচে অপরিচিত ছিল” – কী অপরিচিত ছিল ?

(ক) তােমার চেতনাতীত রূপ। 

(খ) তােমার রহস্যময় রূপ।

(গ) তােমার আরণ্যক রূপ।

(ঘ) তােমার মানবরূপ।

উত্তর: (ঘ) তােমার মানবরূপ।

১.৫ “আমাদের ডান পাশে” –

(ক) টাকা

(খ) বাঁধ

(গ) ধ্বস

(ঘ) পথ

উত্তর: (গ) ধ্বস

১.৬ “অট্টরােলের হট্টগােলে স্তন্ধ” –

(ক) চরাচর

(খ) মহাকাল

(গ) গগনতল

(ঘ) গিরিশিখর

উত্তর: (ক) চরাচর

১.৭ লেখক শ্রীপান্থের ছেলেবেলায় দেখা দারােগাবাবুর কলম থাকতাে –

(ক) কলারের ভঁজে আটা।

(খ) কোমরের বেল্টে আটকানাে। 

(গ) কাঁধের ছােট্ট পকেটে সাজানাে।

(ঘ) পায়ের মােজায় গোঁজা।

উত্তর: (ঘ) পায়ের মােজায় গোঁজা।

১.৮ উনিশ শতকে বত্রিশ হাজার অক্ষর লেখানাে যেতাে –

(ক) পনেরাে আনায়।

(খ) বারাে আনায়।

(গ) যােলাে আনায়।

(ঘ) দশ আনায়।

উত্তর: (খ) বারাে আনায়।

১.৯ ‘কঙ্কাবতী’ ও ‘ডমরুধর’-এর স্বনামধন্য লেখকের নাম –

(ক) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। 

(খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

(গ) ত্রৈলােক্যনাথ মুখােপাধ্যায়। 

(ঘ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।

উত্তর: (গ) ত্রৈলােক্যনাথ মুখােপাধ্যায়। 

১.১০ বিভক্তি শব্দের অর্থ কী ?

(ক) বিভাজন।

(খ) সংকোচন।

(গ) প্রসারণ।

(ঘ) সংযোজন।

উত্তর: (ক) বিভাজন।

১.১১ কলমে কায়স্থ চিনি – নিম্নরেখ পদটি

(ক) অপাদান কারক।

(খ) কর্তৃকারক।

(গ) করণকারক।

(ঘ) কর্মকারক।

উত্তর: (গ) করণকারক।

১.১২ মেসি কী খেলাই না খেললাে – কী জাতীয় কর্ম ?

(ক) উহ্য কর্ম।

(খ) সমধাতুজ কর্ম।

(গ) কর্মের বীপ্সা।

(ঘ) উপবাক্যীয় কম।

উত্তর: (খ) সমধাতুজ কর্ম।

১.১৩ আর কাউকে পায়ের ধুলাে নিতে দেননি সন্ন্যাসী ~ নিম্নরেখ পদটি

(ক) ক্রিয়াবাচক পদ।

(খ) সম্বােধন পদ।

(গ) কর্মকারক।

(ঘ) সম্বন্ধপদ।

উত্তর: (খ) সম্বােধন পদ।

১.১৪ সমাসের মূল অর্থ –

(ক) বর্ণের সাথে বর্ণের মিলন।

(খ) নামপদের সাথে ক্রিয়াপদের মিলন।

(গ) একাধিক পদের একটি পদে পরিণতি লাভ। 

(ঘ) ক্রিয়াপদের সাথে ক্রিয়াপদের মিলন।

উত্তর: (গ) একাধিক পদের একটি পদে পরিণতি লাভ। 

১.১৫ বুড়ােমানুষের কথাটা শুনো – নিম্নলিখিত পদটি যে সমাসের উদাহরণ সেটি হল-

(ক) বহুব্রীহি সমাস।

(খ) কর্মধারয় সমাস।

(গ) তৎপুরুষ সমাস।

(ঘ) অব্যয়ীভাব।

উত্তর: (গ) তৎপুরুষ সমাস।

১.১৬ ‘দশানন’-এর সমাস হল –

(ক) দ্বিগু।

(খ) বহুব্রীহি।

(গ) অব্যয়ীভাব।

(ঘ) কর্মধারয়।

উত্তর: (খ) বহুব্রীহি।

১.১৭ পূর্বপদের বিভক্তি লুপ্ত হয়ে পরপদের অর্থ প্রাধান্য পায় যে সমাসে সেটি হল –

(ক) অব্যয়ীভাব সমাস।

(খ) বহুব্রীহি সমাস।

(গ) তৎপুরুষ সমাস।

(ঘ) নিত্য সমাস।

উত্তর: (গ) তৎপুরুষ সমাস।

২। কম-বেশি ২০ টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও: ১৯ x ১ = ১৯

২.১ যে-কোনাে চারটি প্রশ্নের উত্তর দাও : ৪ x ১ = ৪

২.১১ তপন মামার বাড়িতে কেন এসেছিল ? 

উত্তর: ছোট মাসির বিয়ে উপলক্ষে তপন মামার বাড়িতে এসেছিল।

২.১.২ “শুধু এই দুঃখের মুহুর্তে গভীরভাবে সংকল্প করে তপন” — সংকল্পটি কী ?

উত্তর: যদি লেখা ছাপতে দেয় তো, তপন নিজে গিয়ে দেবে, কাঁচা লেখা ছাপা হয় হোক না হয় না হোক।

২.১.৩ “আর যাই হােক্, যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন।” 

– কার খোজ করা হচ্ছিল ?

উত্তর: পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিকের খোঁজ করা হচ্ছিল।

২.১.৪ “মাস্টারমশাই একটুও রাগ করেননি। বরং একটু তারিফই করলেন” 

– তারিফ করার কারণ কী?

উত্তর: হরিদার পুলিশের সাজটি মাস্টারমশাই বুঝতে পারেনি, তাই তিনি তার বহুরুপী সাজের প্রশংসা করেছিলেন।

২.১.৫ “কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দই নয়।” – কী ধরনের কাজ হরিদার অপছন্দ ?

উত্তর: একঘেয়েমি সময় বেধে চলা কাজ হরিদার অপছন্দ।

২.২ যে-কোনাে চারটি প্রশ্নের উত্তর দাও: ৪ x ১ = ৪

২.২.১ “সেই হােক তােমার সভ্যতার শেষ পুণ্যবাণী।”

 – “সভ্যতার শেষ পুণ্যবাণী’-টি কী ?

উত্তর: “সভ্যতার শেষ পুণ্যবাণী’-টি হল ক্ষমা কর।

২.২.২ ‘আয় আরাে বেধে বেধে থাকি” – কবিতাটির রচয়িতা কে ?

উত্তর: ‘আয় আরাে বেধে বেধে থাকি” – কবিতাটির রচয়িতা হলেন শঙ্খ ঘোষ।

২.২.৩ “তারপর যুদ্ধ এলাে” – যুদ্ধ কেমনভাবে এলাে ?

উত্তর: রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ এসেছিল।

২.১.৪ “এবার মহানিশার শেষে” – কে আসবে ?

উত্তর: “এবার মহানিশার শেষে” ঊষা আসবে।

২.২.৫ “এ কলঙ্ক, পিতঃ, ঘুযিবে জগতে।” – বক্তা কোন কলঙ্কের কথা বলছেন ?

উত্তর: মেঘনাদ থাকতে তার বাবা অর্থাৎ রাবণ যুদ্ধে যাবে এটি কলঙ্ক।

২.৩ যে-কোনাে তিনটি প্রশ্নের উত্তর দাও : ৩ x ১ = ৩

২.৩.১ “এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে।” – কোন নেশার কথা বলা হয়েছে ?

উত্তর: ফাউন্টেন পেনে লেখার নেশার কথা বলা হয়েছে।

২.৩.২ “অনেক ধরে ধরে টাইপ-রাইটারে লিখে গেছেন মাত্র একজন।”

– কার কথা বলা হয়েছে ?

উত্তর: অন্নদাশঙ্কর রায়ের কথা বলা হয়েছে।

২.৩.৩ “কলম তাদের কাছে আজ অস্পৃশ্য।” – কাদের কাছে অস্পৃশ্য ? 

উত্তর: পকেটমারদের কাছে অস্পৃশ্য।

২.৩.৪ “সােনার দোয়াত কলম যে সত্যই হতাে; ”

– বক্তা সােনার দোয়াত কলমের কথা কীভাবে জেনেছিলেন ?

উত্তর: সুগো ঠাকুরের কাছ থেকে বক্তা সােনার দোয়াত কলমের কথা জেনেছিলেন।

২.৪ যে-কোনাে আটটি প্রশ্নের উত্তর দাও: ৮ x ১ = ৮

২.৪.১ সমাস কাকে বলে ?

উত্তর: বাংলা ভাষায় ব্যবহৃত অর্থসম্বন্ধযুক্ত একাধিক পদের একটি পদে পরিণত হওয়ার প্রক্রিয়াকে সমাস বলে। পীত অম্বর যার = পীতাম্বর

২.৪.২ রত্নাকর – শব্দটির ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখাে।

উত্তর: রত্নাকর = রত্নের আকর (সম্বন্ধ তৎপুরুষ)

২.৪.৩ ক্ষুদ্র গ্রহ – ব্যাসবাক্যটিকে সমাসবদ্ধ করে সমাসের নাম লেখাে।

উত্তর: ক্ষুদ্র গ্রহ = উপগ্রহ (অব্যয়ীভাব সমাস)

২.৪.৪ একটি নিত্য সমাসের উদাহরণ দাও।

উত্তর: অন্যগ্রাম – গ্রামান্তর

২.৪.৫ উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে ?

উত্তর: যে পদের পরবর্তী ক্রিয়ামূলের মধ্যে কৃৎ-প্রত্যয় যুক্ত হয়, সে পদকে উপপদ বলে। কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে।

২.৪.৬ প্রযােজ্য কর্তার একটি উদাহরণ দাও।

উত্তর: দাদু আমাকে গল্প শোনায় – আমি এখানে প্রযােজ্য কর্তা।

২.৪.৭ শূন্য বিভক্তি কাকে বলে ?

উত্তর: যে শব্দ বিভক্তি পদের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে কিন্তু নিজে মূল শব্দটির কোনো পরিবর্তন না ঘটিয়ে অপ্রকাশিত অবস্থায় থাকে তাকে শুন্য বিভক্তি বলে।

২.৪.৮ সম্বন্ধ পদের বিভক্তি কী কী ?

উত্তর: সম্বন্ধ পদের বিভক্তি হল – র, এর।

২.৪.৯ একটি গৌণ কর্মের উদাহরণ দাও।

উত্তর: মা শিশুকে চাঁদ দেখাচ্ছে।

২.৪.১০ নিম্নরেখ পদটির কারক ও বিভক্তি নির্ণয় করাে :

চিঠি পকেটে ছিল।

উত্তর: অধিকরণ কারকের এ বিভক্তি।

৩। প্রসঙ্গ নির্দেশসহ কম-বেশি ৬০ টি শব্দে উত্তর দাও : ৩+৩ = ৬

৩.১ যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

৩.১.১ “পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে,” — কোন পত্রিকা, কেন সকলের হাতে  হাতে ঘুরছিল ? (১+২)

৩.১.২ “তার লাঞ্ছনা এই কালো চামড়ার নীচে কম জ্বলে না” – বক্তা কে ? তার কোন্ লাঞ্ছনার কথা বলা হয়েছে ? (১+ ২)

৩.২ যে – কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ১ x ৩ = ৩ 

৩.২.১ “তারা আর স্বপ্ন দেখতে পারল না।” — “তারা” কারা ? কেন স্বপ্ন দেখতে পারল না ? (১+২) 

৩.২.২ “কে কবে শুনেছে পুত্র, ভাসে শিলা জলে ” – বক্তা কে ? তাঁর একথা বলার কারণ কী ?  (১+২)

৪। কম-বেশি ১৫০ শব্দে যে – কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫

৪.১ “বাবুটির স্বাস্থ্য গেছে, কিন্তু শখ যোলোআনাই বজায় আছে।” — বাবুটি কে ? তাঁর স্বাস্থ্য ও শখের পরিচয় দাও । ১+৪

৪.২ “অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন ?” — কার কথা বলা হয়েছে ? তিনি কীভাবে ‘খাঁটি সন্ন্যাসীর মতো’ ব্যবহার করেছিলেন সংক্ষেপে আলোচনা করো। ১+৪

৫| কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫

৫.১ “এল মানুষ – ধরার দল” — কোথায় এল ? ‘মানুষ – ধরার দল’ এসে কী করেছিল ? ১+৪

৫.২ “তোরা সব জয়ধ্বনি কর !” – কবির এই কথা বলার কারণ সংক্ষেপে লেখো। 

৬। কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :  

৬.১ “আশ্চর্য , সবই আজ অবলুপ্তির পথে ।” — ‘সবই’-র পরিচয় দাও । উল্লিখিত বিষয়টি কীভাবে আজ ‘অবলুপ্তির পথে’ আলোচনা করো ? ৩+২

৬.২ “তাই কেটে কাগজের মতো সাইজ করে নিয়ে আমরা তাতে ‘হোম – টাস্ক’ করতাম ।” — কিসে ‘হোম-টাস্ক’ করা হতো ? ‘হোম-টাস্ক’ করার সম্পূর্ণ বিবরণ দাও? ১+৪

৭। কম-বেশি ১২৫ শব্দে যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও : ৪

৭.১ ‘বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রাকের আলপনা – বক্তা কে ? কোন্ দুর্যোগের কথা বলা হয়েছে? ১+৩

৭.২ ওকে ওর প্রাসাদে পাঠিয়ে দিন জাহাপনা। ওর সঙ্গে থাকতে আমার ভয় হয়।” – বক্তা কে ? তার এরকম ভয় হওয়ার কারণ কী ? ১+৩

৮। কম-বেশি ১৫০ শব্দে যে-কোনাে দুটি প্রশ্নের উত্তর দাও : ২ x ৫ = ১০

১ ইচ্ছে থাকলেও ওকে সাঁতার শেখাবার সামর্থ্য আমার নেই।” – কে বলেছিল ? তার পরিচয় সংক্ষেপে উল্লেখ করাে। ৫

৮.২“বিষ্টু ধরের বিরক্তির কারণ হাত পনেরাে দূরের একটা লােক।” – বিষ্টু ধরের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে তার বিরক্তির কারণ উল্লেখ করাে। ৫

৮.৩ চিড়িয়াখানায় কোনিকে নিয়ে বেড়াতে গিয়ে কী ঘটেছিল? এই ঘটনা থেকে ক্ষিতীশের কী মনে হয়েছিল ? ৩+২

৯। চলিত গদ্যে বঙ্গানুবাদ করাে: ৪

Newspaper reading has become an essential part of our life. As we get up in the morning we wait eagerly for a daily paper. Twentieth Century was an age of newspaper. Through Newspapers we gather information about different countries of the world.

১০। কম-বেশি ১৫০ শব্দে যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও ? ১ x ৫ = ৫

১০.১ অতিমারীর পরিবেশে মাস্ক পরা ও হাত ধােয়ার প্রয়ােজনীয়তা বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করাে। 

১০.২ তােমাদের পাড়ায় একটি রক্তদান শিবিরের আয়ােজন করা হয়েছিল। এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করাে।

১১। কম-বেশি ৪০০ শব্দের যে-কোনাে একটি বিষয়ে প্রবন্ধ রচনা করাে: ১০

১১.১ বর্তমান জীবনে বিজ্ঞান।

১১.২ পরিবেশ ও মানুষ।

১১৩ তােমার দেখা একটি মেলা।

১১.৪ একটি নদীর আত্মকথা।

[ কেবল বহিরাগত পরীক্ষার্থীদের জন্য ]

১২। কম-বেশি ২০ টি শব্দের মধ্যে উত্তর দাও (যে-কোনাে চারটি): ১ x ৪ = ৪

১২.১ “এ বিষয়ে সন্দেহ ছিল তপনের।” কোন বিষয়ে তপনের সন্দেহ ছিল ?

১২.২ “সেদিকে ভুলেও একবার তাকালেন না বিরাগী।”— বিরাগী কোন্ দিকে তাকালেন না ?

১২.৩ “কিন্তু বুনাে হাঁস ধরাই যে এদের কাজ।”- ‘বুনাে হাঁস ধরার অর্থ কী ? 

১২.৪ “আর সেই মেয়েটি আমার অপেক্ষায়” – কোন মেয়েটি ?

১২.৫ “আগে পূজ ইষ্টদেবে”– “ইষ্টদেব’ কে?

১৩। কম-বেশি ৬০ টি শব্দের মধ্যে যে-কোনাে দুটি প্রশ্নের উত্তর দাও : ২ x ৩ = ৬

১৩.১.”তখন আহাদে কাদো কাদো হয়ে যায়।” – কার, কখন এমন ভাব হয়েছিল ? ১+২

১৩.২ “কৈ এ ঘটনা তাে আমাকে বলেন নি ?”– বক্তা কে ? ঘটনাটি কী ? ১+২

১৩.৩ “জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া”- ‘মহাবাহু’ কে ? তিনি কী জিজ্ঞাসা করলেন ? ১+২

Read Also

Madhyamik Bengali Question Paper 2022

Madhyamik English Question Paper 2022

Madhyamik Mathematics Question Paper 2022

Madhyamik Physical Science Question Paper 2022

Madhyamik Life Science Question Paper 2022

Madhyamik History Question Paper 2022

Madhyamik Geography Question Paper 2022

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment