সাম্যবাদী কবিতার প্রশ্ন উত্তর MCQ | কাজী নজরুল ইসলাম | Class 11 | WBCHSE

প্রিয় ছাত্রছাত্রীরা এই আর্টিকেলে আমরা সাম্যবাদী কবিতার প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। তোমাদের Class 11 এর নতুন সিলেবাসে কাজী নজরুল ইসলামের লেখা সাম্যবাদী কবিতা রয়েছে। কবিতা থেকে সম্ভাব্য সমস্ত MCQ প্রশ্ন উত্তর গুলি আমরা এখানে দিয়ে দিলাম। আশা করি সবার ভালো লাগবে। ধন্যবাদ

সাম্যবাদী

কাজী নজরুল ইসলাম


সাম্যবাদী কবিতার প্রশ্ন উত্তর MCQ | কাজী নজরুল ইসলাম

১. ‘সাম্যবাদী’ কবিতাটি কবির যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে—
(ক) সর্বহারা
(খ) সাম্যবাদী
(গ) ফণীমনসা
(ঘ) বিষের বাঁশি
উত্তর: (খ) সাম্যবাদী

২. “যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান,” – যেখানে এটা সম্ভব —
(ক) ধর্মব্যবস্থায়
(খ) রাজতন্ত্রে
(গ) সাম্যবাদী সমাজে
(ঘ) সামরিক শাসনে
উত্তর: (ক) ধর্মব্যবস্থায়

৩. কনফুসিয়াস ছিলেন—
(ক) চৈনিক দার্শনিক
(খ) জাপানি দার্শনিক
(গ) মিশরীয় লেখক
(ঘ) জৈন সন্ন্যাসী
উত্তর: (ক) চৈনিক দার্শনিক

৪. চার্বাক হল—
(ক) বৌদ্ধ সন্ন্যাসী
(খ) একটি ভারতীয় দর্শন
(গ) আরব দেশের একজন ধর্ম প্রচারক
(ঘ) প্রাচীন ভারতের একজন শাসক
উত্তর: (খ) একটি ভারতীয় দর্শন

৫. কোরান হল—
(ক) আল্লাহ-র বাণীর সংকলন
(খ) মুহম্মদের জীবনী
(গ) হাদিসের অন্য নাম
(ঘ) শাসন নির্দেশ
উত্তর: (ক) আল্লাহ-র বাণীর সংকলন

৬. ‘ত্রিপিটক’ যাদের ধর্মগ্রন্থ—
(ক) জরথুস্ট্র
(খ) জৈন
(গ) বৌদ্ধ
(ঘ) পারসিক
উত্তর: (গ) বৌদ্ধ

৭. ‘জেন্দাবেস্তা’ যাদের ধর্মগ্রন্থ—
(ক) হিন্দু
(খ) ইহুদি
(গ) তাও
(ঘ) জরথুস্ট্র
উত্তর: (ঘ) জরথুস্ট্র

৮. ‘গ্রন্থসাহেব’ যাদের ধর্মগ্রন্থ—
(ক) শিখদের
(খ) পারসিকদের
(গ) জৈনদের
(ঘ) ইসলামীয়দের
উত্তর: (ক) শিখদের

৯. “কিন্তু কেন এ পণ্ডশ্রম…?” – কবি যাকে ‘পণ্ডশ্রম’ বলেছেন—
(ক) ধর্মগ্রন্থে জ্ঞানের সন্ধান
(খ) চোরকে ধর্মের কাহিনি শোনানো
(গ) কঠিন কাজে আত্মনিয়োগ
(ঘ) মানবসেবায় নিজেকে নিবেদন
উত্তর: (ক) ধর্মগ্রন্থে জ্ঞানের সন্ধান

১০. “দোকানে কেন এ দর-কষাকষি?” – কবি এখানে বলতে চেয়েছেন—
(ক) মানুষের লাভ-ক্ষতির হিসাবের কথা
(খ) ধর্মে ধর্মে বিভেদের কথা
(গ) মানুষের স্বার্থপরতার কথা
(ঘ) অন্যকে ফাঁকি দেওয়ার প্রবণতার কথা
উত্তর: (খ) ধর্মে ধর্মে বিভেদের কথা

১১. কবির মতে ‘তাজা ফুল’ যেখানে ফুটে আছে—
(ক) বাগানে
(খ) টবে
(গ) পথে
(ঘ) হৃদয়ে
উত্তর: (গ) পথে

১২. “পথে ফুটে তাজা ফুল”–এই ‘তাজা ফুল’ হল –
(ক) সজীব হৃদয়
(খ) পবিত্র ধর্মগ্রন্থ
(গ) সুন্দর স্থাপত্য
(ঘ) মানুষের সৃষ্টি
উত্তর: (ক) সজীব হৃদয়

১৩. “সকল কালের জ্ঞান’ যেখানে আছে—
(ক) কেতাবে
(খ) ধর্মসাধনায়
(গ) মানুষের নিজের মধ্যে
(ঘ) প্রকৃতিতে
উত্তর: (গ) মানুষের নিজের মধ্যে

১৪. নিজের প্রাণের মধ্যেই যা খুঁজে পাওয়া যাবে—
(ক) আলোকময়তা
(খ) সকল শাস্ত্র
(গ) বিশ্বভুবন
(ঘ) উদারতা
উত্তর: (খ) সকল শাস্ত্র

১৫. ‘দেউল’ শব্দটির উৎস—
(ক) দোল
(খ) দেয়াল
(গ) দেবকুল
(ঘ) দেবালয়
উত্তর: (গ) দেবকুল

১৬. সমস্ত দেবতার মন্দির হল—
(ক) মানুষের মনে
(খ) নির্জনতায়
(গ) প্রকৃতির মধ্যে
(ঘ) যে-কোনো দেবস্থানে
উত্তর: (ক) মানুষের মনে

১৭. ‘মৃত-পুঁথি-কঙ্কালে’ যা খোঁজা উচিত নয় বলে কবি মনে করেছেন—
(ক) প্রকৃত জ্ঞান
(খ) লেখকের মনোভাব
(গ) দেবতা-ঠাকুর
(ঘ) লেখকের নাম
উত্তর: (গ) দেবতা-ঠাকুর

১৮. ‘মৃত-পুঁথি-কঙ্কাল’ বলতে কবি বুঝিয়েছেন—
(ক) অপ্রচলিত পুথিসমূহকে
(খ) মৃত লেখকদের রচনাসমূহকে
(গ) পুথির জ্ঞানের অসারতাকে
(ঘ) ভৌতিক কাহিনিকে
উত্তর: (গ) পুথির জ্ঞানের অসারতাকে

১৯. মানুষের হৃদয়কে কবি বলেছেন —
(ক) আনন্দরূপ
(খ) সত্যরূপ
(গ) অচিন্ত্যরূপ
(ঘ) অমৃতরূপ
উত্তর: (ঘ) অমৃতরূপ

২০. ‘অমৃত-হিয়ার নিভৃত অন্তরালে’ যিনি হাসেন —
(ক) দেবতা-ঠাকুর
(খ) চিরশিশু
(গ) বিশ্বমানব
(ঘ) অন্তর্যামী
উত্তর: (ক) দেবতা-ঠাকুর

২১. ‘বন্ধু, বলিনি ঝুট’ কবি যা মিথ্যা বলেননি—
(ক) দোকানের দর-কষাকষি মিথ্যা
(খ) কেতাবেই রয়েছে আসল জ্ঞান
(গ) জেন্দাবেস্তা-গ্রন্থসাহেব পড়া পণ্ডশ্রম নয়
(ঘ) মানুষের হৃদয়ের কাছে সমস্ত রাজমুকুট লুটিয়ে পড়ে
উত্তর: (ঘ) মানুষের হৃদয়ের কাছে সমস্ত রাজমুকুট লুটিয়ে পড়ে

২২. নীলাচল’ হল—
(ক) বেনারস
(খ) কাশী
(গ) নীলগিরি
(ঘ) পুরী
উত্তর: (ঘ) পুরী

২৩. জেরুজালেম বিখ্যাত যে কারণে—
(ক) ধর্মস্থান হিসেবে
(খ) পর্যটনকেন্দ্র হিসেবে
(গ) শিক্ষাকেন্দ্র হিসেবে
(ঘ) বাণিজ্যকেন্দ্র হিসেবে
উত্তর: (ঘ) বাণিজ্যকেন্দ্র হিসেবে

২৪. মদিনা বিখ্যাত যে কারণে —
(ক) হজরত মহম্মদের জন্য
(খ) বুদ্ধদেবের জন্য
(গ) জিশুর জন্য
(ঘ) বাণিজ্যপথের জন্য
উত্তর: (ক) হজরত মহম্মদের জন্য

২৫. ঈসা মুসা ছিলেন—
(ক) একজন ব্যবসায়ী
(খ) একজন শাসক
(গ) একজন নবি
(ঘ) একজন চিন্তাবিদ
উত্তর: (গ) একজন নবি

২৬. ঈসা মুসা হৃদয়ে যার সন্ধান পেয়েছিলেন —
(ক) সত্যের পরিচয়
(খ) চেতনার সন্ধান
(গ) অধ্যাত্মবোধের
(ঘ) বিশ্বাস
উত্তর: (ক) সত্যের পরিচয়

২৭, ‘বাঁশির কিশোর’ বলতে যাকে বোঝানো হয়েছে —
(ক) রামচন্দ্র
(খ) শ্ৰীকৃষ্ণ
(গ) সুদামা
(ঘ) অর্জুন
উত্তর: (খ) শ্ৰীকৃষ্ণ

২৮. বাঁশির কিশোর’ যা করেছিলেন —
(ক) মহা-গীতা রচনা করেছিলেন
(খ) বাঁশিতে সুর তুলেছিলেন
(গ) শান্তি ও পরমার্থের কথা শুনিয়েছিলেন
(ঘ) যুদ্ধ ঘোষণা করেছিলেন
উত্তর: (ক) মহা-গীতা রচনা করেছিলেন

২৯. ‘নবিরা খোদার মিতা’ যে হয়েছিল—
(ক) ঈসা মুসা
(খ) মেষের রাখাল
(গ) কালের রাখাল
(ঘ) মহম্মদ
উত্তর: (খ) মেষের রাখাল

৩০. শাক্যমুনি হলেন-
(ক) বশিষ্ঠ
(খ) বিশ্বামিত্ৰ
(গ) বুদ্ধদেব
(ঘ) মহাবীর
উত্তর: (গ) বুদ্ধদেব

৩১. শাক্যমুনি যেখানে বসেছিলেন—
(ক) হৃদয়ের ধ্যানগুহায়
(খ) বোধিবৃক্ষের তলায়
(গ) নির্জন প্রান্তরে
(ঘ) উপাসনা গৃহে
উত্তর: (ক) হৃদয়ের ধ্যানগুহায়

৩২. ‘কন্দর’ শব্দের অর্থ—
(ক) গৃহ
(খ) আশ্রয়
(গ) গুহা
(ঘ) গাছপালা
উত্তর: (গ) গুহা

৩৩. ‘আরব-দুলাল’ বলতে যাকে বোঝানো হয়েছে –
(ক) হায়দার আলি
(খ) হযরত মহম্মদ
(গ) খোদা
(ঘ) আল্লা
উত্তর: (গ) খোদা

৩৪. “এইখানে বসি গাহিলেন তিনি…” – যা গাওয়ার কথা বলা হয়েছে—
(ক) ময়মনসিংহের গান
(খ) গ্রন্থসাহেব
(গ) উপনিষদের গান
(ঘ) কোরানের সাম-গান
উত্তর: (ঘ) কোরানের সাম-গান

৩৫. কোরানের গান কবির কাছে —
(ক) ধর্মের গান
(খ) সাম্যের গান
(গ) দেশের গান
(ঘ) শান্তির গান
উত্তর: (খ) সাম্যের গান

৩৬. সব থেকে বড়ো মন্দির-কাবার নাম হল-
(ক) হৃদয়
(খ) মদিনা
(গ) আঙ্কোরভাট
(ঘ) সুলেমান মসজিদ
উত্তর: (ক) হৃদয়

১. যেখানে মিশেছে হিন্দু ________ -মুসলিম-ক্রিশ্চান।
(ক) জৈন
(খ) পারসিক
(গ) শিখ
(ঘ) বৌদ্ধ
উত্তর: (ঘ) বৌদ্ধ

২. কে তুমি, পার্সি, ________ ? ইহুদী?
(ক) বৌদ্ধ
(খ) জৈন
(গ) ভিল
(ঘ) গারো
উত্তর: (খ) জৈন

৩. জেন্দাবেস্তা ________ পড়ে যাও যত শখ ।
(ক) বেদান্ত
(খ) গ্রন্থসাহেব
(গ) বাইবেল
(ঘ) ত্রিপিটক
উত্তর: (খ) গ্রন্থসাহেব

৪. কিন্তু কেন এ ________ ?
(ক) পণ্ডশ্রম
(খ) ব্যর্থশ্ৰম
(গ) স্বেচ্ছাশ্রম
(ঘ) পরিশ্রম
উত্তর: (ক) পণ্ডশ্রম

৫. তোমাতে রয়েছে সকল ________
(ক) কাবা
(খ) ঠাকুর
(গ) কেতাব
(ঘ) আধার
উত্তর: (গ) কেতাব

৬. তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল ________
(ক) তীর্থ
(খ) শাস্ত্র
(গ) ঠাকুর
(ঘ) যুগাবতার
উত্তর: (ঘ) যুগাবতার

৭. তোমার ________ বিশ্বদেউল সকলের দেবতার ।
(ক) আবাস
(খ) নিলয়
(গ) হৃদয়
(ঘ) গৃহ
উত্তর: (গ) হৃদয়

৮. কেন খুঁজে ফেরো ________ মৃত-পুঁথি-কঙ্কালে?
(ক) মনের মানুষ
(খ) আপন নিবাস
(গ) জ্ঞানের আলো
(ঘ) দেবতা-ঠাকুর
উত্তর: (ঘ) দেবতা-ঠাকুর

৯. বন্ধু, বলিনি ________
(ক) ঝুট
(খ) মিছা
(গ) কথা
(ঘ) সত্য
উত্তর: (ক) ঝুট

১০. এইখানে এসে লুটাইয়া পড়ে সকল ________
(ক) ধর্মভীরু
(খ) মানবশিশু
(গ) রাজমুকুট
(ঘ) ভক্তকুল
উত্তর: (গ) রাজমুকুট

১১. এই ________ বাঁশির কিশোর গাহিলেন মহা গীতা।
(ক) প্রান্তরে
(খ) রণভূমে
(গ) গাছতলে
(ঘ) বাংলায়
উত্তর: (খ) রণভূমে

১২. এই হৃদয়ের ধ্যান-গুহা মাঝে বসিয়া ________
(ক) কণ্বমুনি
(খ) জহ্নুমুনি
(গ) শাক্যমুনি
(ঘ) বশিষ্ঠ মুনি
উত্তর: (গ) শাক্যমুনি

Read Also

পুঁইমাচা গল্পের প্রশ্ন উত্তর | বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

বিড়াল প্রবন্ধের MCQ প্রশ্ন উত্তর | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার প্রশ্ন উত্তর MCQ | মাইকেল মধুসূদন দত্ত

সাম্যবাদী কবিতার প্রশ্ন উত্তর MCQ | কাজী নজরুল ইসলাম

চারণ কবি MCQ প্রশ্ন উত্তর | ভারভারা রাও

বিশ্বের ভাষা ও ভাষা পরিবার MCQ প্রশ্ন উত্তর | বাঙ্গালীর ভাষা ও সংস্কৃতি

বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো MCQ | গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!