বিশ্বের ভাষা ও ভাষা পরিবার MCQ প্রশ্ন উত্তর | বাঙ্গালীর ভাষা ও সংস্কৃতি | Class 11 | WBCHSE

প্রিয় ছাত্রছাত্রীরা এই আর্টিকেলে আমরা বিশ্বের ভাষা ও ভাষা পরিবার MCQ প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। তোমাদের Class 11 এর নতুন সিলেবাসে বাঙ্গালীর ভাষা ও সংস্কৃতি বিষয়ের প্রথম অধ্যায় বিশ্বের ভাষা ও ভাষা পরিবার। এখান থেকে সম্ভাব্য সমস্ত MCQ প্রশ্ন উত্তর গুলি আমরা এখানে দিয়ে দিলাম। ধন্যবাদ

বিশ্বের ভাষা ও ভাষা পরিবার

প্রথম অধ্যায়


বিশ্বের ভাষা ও ভাষা পরিবার MCQ প্রশ্ন উত্তর

১. ইজরায়েল দেশের সরকারি ভাষা—
(ক) আধুনিক ফরাসি
(খ) আধুনিক আরবি
(গ) আধুনিক হিব্রু
(ঘ) আধুনিক ইংরেজি
উত্তর: (গ) আধুনিক হিব্রু

২. ইংরেজি ভাষা যে শাখার অন্তর্গত—
(ক) ইতালীয়
(খ) কেলটিক
(গ) তোখারীয়
(ঘ) জার্মানিক
উত্তর: (ঘ) জার্মানিক

৩. তুর্কি ভাষা যে বর্গের অন্তর্গত—
(ক) অনন্বয়ী
(খ) মুক্তান্বয়ী
(গ) অত্যন্বয়ী
(ঘ) সমন্বয়ী
উত্তর: (খ) মুক্তান্বয়ী

৪. মজর ভাষা যে দেশের প্রধান ভাষা, সেই দেশটি হল—
(ক) ফিনল্যান্ড
(খ) এস্থেনিয়া
(গ) উজবেকিস্তান
(ঘ) হাঙ্গেরি
উত্তর: (ঘ) হাঙ্গেরি

৫. আরবি ভাষা যে ভাষাপরিবারের অন্তর্গত, তা হল—
(ক) সেমিটিক
(খ) হ্যামিটিক
(গ) মাঞ্জু
(ঘ) ককেশীয়
উত্তর: (ক) সেমিটিক

৬. সাময়েদ ভাষা প্রচলিত—
(ক) ফিনল্যান্ডে
(খ) সাইবেরিয়ায়
(গ) হাঙ্গেরিতে
(ঘ) তুরস্কে
উত্তর: (খ) সাইবেরিয়ায়

৭. জর্জীয় ভাষা যে ভাষাবংশের অন্তর্গত তা হল—
(ক) সেমীয় ও হামীয়
(খ) আলতাইক
(গ) উরালীয়
(ঘ) ককেশীয়
উত্তর: (ঘ) ককেশীয়

৮. কলকাতার রয়্যাল সোসাইটির অধিবেশনে উইলিয়াম জোনস বক্তৃতা দেন—
(ক) ১৮৬৭ খ্রি.
(খ) ১৭৮৬ খ্রি.
(গ) ১৬৭৮ খ্রি.
(ঘ) ১৮৭৬ খ্রি.
উত্তর: (খ) ১৭৮৬ খ্রি.

৯. ক্রিট দ্বীপে প্রান্ত গ্রিক ভাষার নিদর্শনটি আনুমানিক কত খ্রিস্টপূর্বাব্দের ?
(ক) ১০৫০ খ্রিস্টপূর্বাব্দে
(খ) ১৫৪০ খ্রিস্টপূর্বাব্দে
(গ) ১৪৫০ খ্রিস্টপূর্বাব্দে
(ঘ) ১১৪০ খ্রিস্টপূর্বাব্দে
উত্তর: (গ) ১৪৫০ খ্রিস্টপূর্বাব্দে

১০. ওল্ড টেস্টামেন্ট-এর মূল ভাষা হল—
(ক) আরবি
(খ) আমহারিক
(গ) লাতিন
(ঘ) হিব্রু
উত্তর: (ঘ) হিব্রু

১১. পোর্তুগিজ ভাষা যে শাখার অন্তর্গত—
(ক) ইতালীয়
(খ) কেলটিক
(গ) তোখারীয়
(ঘ) জার্মানিক
উত্তর: (ক) ইতালীয়

১২. গ্রিনল্যান্ডে কোন্ ভাষাবংশের ভাষা প্রচলিত?
(ক) ককেশীয়
(খ) এস্কিমো
(গ) উত্তর-পূর্ব সীমান্তীয়
(ঘ) দ্রাবিড়
উত্তর: (ঘ) দ্রাবিড়

১৩. শ্যামদেশের বর্তমান নাম—
(ক) সিংহল
(খ) মায়ানমার
(গ) তিব্বত
(ঘ) থাইল্যান্ড
উত্তর: (ক) সিংহল

১৪. ফারসি ভাষার জন্ম হয় যে ভাষা থেকে, তা হল—
(ক) প্রাচীন পারসিক
(খ) আবেস্তীয়
(গ) আরবি
(ঘ) হিব্রু
উত্তর: (খ) আবেস্তীয়

১৫. আফ্রিকার দক্ষিণ-পশ্চিমাংশে পিগমিদের ভাষাগুলি—
(ক) সেমীয়-হামীয় ভাষাবংশের অন্তর্গত
(খ) হটেনটট্-বুশম্যন ভাষাবংশের অন্তর্গত
(গ) আলবেনীয় ভাষাবংশের অন্তর্গত
(ঘ) দ্রাবিড় ভাষাবংশের অন্তর্গত
উত্তর: (ক) সেমীয়-হামীয় ভাষাবংশের অন্তর্গত

১৬. ফ্রান্স ও স্পেনে স্বল্প-প্রচলিত ভাষাটি হল—
(ক) বাস্ক
(খ) খজুনা
(গ) কুর্দ
(ঘ) তম শেক্‌
উত্তর: (খ) খজুনা

১৭. চিন ও জাপানে প্রচলিত ছিল—
(ক) বিচ-লা-মার
(খ) পিজিন-ইংরেজি
(গ) মরিশাস ক্রেয়ল
(ঘ) চিনুক
উত্তর: (খ) পিজিন-ইংরেজি

১৮. ভাষাপরিবার হল —
(ক) ধ্বনি, রূপতত্ত্ব, বাক্যগঠনরীতি ইত্যাদির সাদৃশ্যের ভিত্তিতে তৈরি হওয়া বিভিন্ন ভাষাগোষ্ঠী
(খ) একই ভাষা ব্যবহার করা পরিবারের মানুষেরা
(গ) একই ভাষা ব্যবহার করা কয়েকটি পরিবার
(ঘ) পারস্পরিক ভাষাগত আদানপ্রদান হয় যে পরিবারগুলির মধ্যে
উত্তর: (ক) ধ্বনি, রূপতত্ত্ব, বাক্যগঠনরীতি ইত্যাদির সাদৃশ্যের ভিত্তিতে তৈরি হওয়া বিভিন্ন ভাষাগোষ্ঠী

১৯. গ্রিক, টিউটানিক, কেলটিক ইত্যাদি ভাষা শাখাগুলি হল—
(ক) সেমীয় ভাষাপরিবারের অন্তর্গত
(খ) কেন্তুম্ ভাষাবর্গের অন্তর্গত
(গ) তুর্ক ভাষাবর্গের অন্তর্গত
(ঘ) অস্ট্রো-এশিয়াটিক ভাষাবর্গের অন্তর্গত
উত্তর: (ক) সেমীয় ভাষাপরিবারের অন্তর্গত

২০. সেমীয় ভাষাভাষীদের আদি বাসস্থান ছিল—
(ক) উত্তর আমেরিকা এবং রাশিয়া
(খ) উত্তমাশা অন্তরীপের উত্তর-পশ্চিমাংশ
(গ) উত্তর আফ্রিকা এবং এশিয়ার আরবীয় উপদ্বীপ অঞ্চল
(ঘ) মধ্য ও দক্ষিণ আফ্রিকা
উত্তর: (ঘ) মধ্য ও দক্ষিণ আফ্রিকা

২১. আরবি ভাষা বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ—
(ক) এটি এশিয়ার প্রাচীনতম ভাষা
(খ) মুসলিম সম্প্রদায়ের পবিত্র কোরান এই ভাষায় লেখা
(গ) এটি মিশরের আদি ভাষা
(ঘ) আরবি ভাষায় ওল্ড টেস্টামেন্ট রচিত হয়
উত্তর: (ক) এটি এশিয়ার প্রাচীনতম ভাষা

২২. মিশ্রভাষা চিনুক উদ্ভূত হয়—
(ক) ষোড়শ শতাব্দীতে
(খ) সপ্তদশ শতাব্দীতে
(গ) অষ্টাদশ শতাব্দীতে
(ঘ) ঊনবিংশ শতাব্দীতে
উত্তর: (খ) সপ্তদশ শতাব্দীতে

২৩. আমেরিকার ওরেগন অঞ্চলে উদ্ভূত হয়—
(ক) বিচ-লা-মার
(খ) চিনুক
(গ) পিজিন-ইংরেজি
(ঘ) মরিশাস ক্রেয়ল
উত্তর: (গ) পিজিন-ইংরেজি

২৪. এসপেরান্তো ভাষা সৃষ্টি হয় —
(ক) ১৮৮৭ খ্রি.
(খ) ১৮৭৮ খ্রি.
(গ) ১৭৭৮ খ্রি.
(ঘ) ১৭৮৮ খ্রি.
উত্তর: (খ) ১৮৭৮ খ্রি.

২৫. এসপেরান্তো ভাষার ব্যাকরণে কটি সূত্র রয়েছে?
(ক) ২৩টি
(খ) ৩২টি
(গ) ১৮টি
(ঘ) ১৬টি
উত্তর: (খ) ৩২টি

২৬. পৃথিবীর সমস্ত ভাষাকে কটি ভাষাপরিবারে ভাগ করা হয়েছে?
(ক) তেইশটি
(খ) একুশটি
(গ) কুড়িটি
(ঘ) এগারোটি
উত্তর: (গ) কুড়িটি

২৭. জার্মান ভাষা কার অন্তর্গত ?
(ক) কেন্তুম
(খ) সতম্
(গ) ফিন্নীয়
(ঘ) উগ্ৰীয়
উত্তর: (ঘ) উগ্ৰীয়

২৮. এশিয়ার আরব অঞ্চল কোন্ ভাষার প্রচলনস্থান ?
(ক) সেমীয়
(খ) হামীয়
(গ) ফিনিশীয়
(ঘ) সুদানি
উত্তর: (গ) ফিনিশীয়

২৯. হামীয় শাখার সর্বপ্রধান ভাষা হল—
(ক) সুদানি
(খ) গ্রিক
(গ) মিশরীয়
(ঘ) ইতালিক
উত্তর: (ঘ) ইতালিক

৩০, কোন্ ভাষা বান্টু উপভাষাবংশের অন্তর্গত?
(ক) জুলু
(খ) কপটিক
(গ) হিব্রু
(ঘ) পারসীয়
উত্তর: (খ) কপটিক

৩১. ইসলাম ধর্মের বাহক কোন্ ভাষা ?
(ক) বাংলা
(খ) আরবি
(গ) ফরাসি
(ঘ) উর্দু
উত্তর: (গ) ফরাসি

৩২. বিখ্যাত ভাষাবিজ্ঞানী ওটো ইয়েসপারসন-এর উদ্ভূত কৃত্রিম বিশ্বভাষার নাম—
(ক) Ido
(খ) Occidental
(গ) Novial
(ঘ) Interglossa
উত্তর: (ঘ) Interglossa

৩৩, Sign Language উদ্ভূত হয়—
(ক) ১৮৮৭ খ্রি.
(খ) ১৭৮৮ খ্রি.
(গ) ১৭৫৭ খ্রি.
(ঘ) ১৭৭৫ খ্রি.
উত্তর: (গ) ১৭৫৭ খ্রি.

৩৪. ‘আমের-ইন্দ’ নামক ভাষা প্রচলিত ছিল কোন্ মহাদেশে ?
(ক) আফ্রিকা
(খ) অস্ট্রেলিয়া
(গ) উত্তর আমেরিকা
(ঘ) দক্ষিণ আমেরিকা
উত্তর: (খ) অস্ট্রেলিয়া

৩৫. Sign Language-এর প্রধান পদ্ধতি হল—
(ক) Paget-Gorman
(খ) Finger Spelling
(গ) Dactylology
(ঘ) Rochester
উত্তর: (গ) Dactylology

৩৬. লাতিন ভাষা-উদ্ভূত ভাষা হল—
(ক) ইংরেজি
(খ) জার্মান
(গ) ফরাসি
(ঘ) ওলন্দাজ
উত্তর: (ঘ) ওলন্দাজ

৩৭. নীচের কোনটি কৃত্রিম ভাষার উদাহরণ ?
(ক) হায়ারোগ্লিফিক
(খ) এসপেরান্তো
(গ) ফরাসি পিজিন
(ঘ) পুশতু
উত্তর: (গ) ফরাসি পিজিন

৩৮. জেন্দ আবেস্তা রচিত হয় কোন্ ভাষায় ?
(ক) প্রাচীন পারসিক
(খ) আবেস্তীয়
(গ) গথিক
(ঘ) হিব্রু
উত্তর: (ক) প্রাচীন পারসিক

৩৯. প্রাচীন পারসিক থেকে কোন্ ভাষা জন্ম নেয়?
(ক) পহুবী
(খ) আরবি
(গ) হিব্রু
(ঘ) কপটিক
উত্তর: (ঘ) কপটিক

৪০. পাঠান জাতির ভাষার নাম কী ?
(ক) উর্দু
(খ) বেলুবি
(গ) সিদ্ধি
(ঘ) পুশতু
উত্তর: (গ) সিদ্ধি

৪১. ফারসি ভাষা সৃষ্টি হয় যে ভাষা থেকে, তা–
(ক) গ্রিক
(খ) আরবি
(গ) পহুবী
(ঘ) আবেস্তীয়
উত্তর: (ক) গ্রিক

৪২. ‘পুশতু’ কোন্ দেশের ভাষা ?
(ক) আফগানিস্তানের
(খ) ব্রাজিলের
(গ) বেলুচিস্তানের
(ঘ) ইজরায়েলের
উত্তর: (গ) বেলুচিস্তানের

৪৩. পশ্চিম জার্মানিক ভাষা শাখা থেকে উদ্ভূত হয়েছে—
(ক) গথিক
(খ) সুইডিস
(গ) আইসল্যান্ডিক
(ঘ) ফ্লেমিস্
উত্তর: (ক) গথিক

৪৪. উত্তর জার্মানিক ভাষা শাখা থেকে উদ্ভূত হয়েছে
(ক) সুইডিস
(খ) গথিক
(গ) জার্মান
(ঘ) ওলন্দাজ
উত্তর: (ঘ) ওলন্দাজ

৪৫. পৃথিবীর বৃহত্তম ভাষাবংশ হল—
(ক) ভোট-চিনীয়
(খ) দ্রাবিড়
(গ) অস্ট্রিক
(ঘ) ইন্দো-ইউরোপীয়
উত্তর: (খ) দ্রাবিড়

৪৬. ‘চিনুক’ ভাষাটি যার উদাহরণ—
(ক) আর্মেনীয়
(খ) অবর্গীভূত ভাষা
(গ) কৃত্রিম ভাষা
(ঘ) মিশ্রভাষা
উত্তর: (গ) কৃত্রিম ভাষা

৪৭. ‘ভোলাপুক’ নামক কৃত্রিম ভাষার সঙ্গে যাঁর নাম যুক্ত—
(ক) মার্টিন শ্লেইয়ার
(খ) জামেনহফ
(গ) লরেন্ট ক্লার্ক
(ঘ) রিচার্ড নেমডোট
উত্তর: (ঘ) রিচার্ড নেমডোট

৪৮. Esperanto শব্দটির অর্থ হল—
(ক) Language
(খ) Worldwide
(গ) Brotherhood
(ঘ) Hopeful
উত্তর: (ক) Language

৪৯. আঙুল দিয়ে বানান করে শব্দ বোঝানোর পদ্ধতিকে বলে—
(ক) Demonology
(খ) Dactylology
(গ) Dendrology
(ঘ) Deontology
উত্তর: (গ) Dendrology

৫০. পৃথিবীর বিভিন্ন ভাষাবংশের মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য—
(ক) ককেশীয়
(খ) দ্রাবিড়
(গ) ইন্দো-ইউরোপীয়
(ঘ) সেমীয়-হামীয়
উত্তর: (গ) ইন্দো-ইউরোপীয়

Read Also

পুঁইমাচা গল্পের প্রশ্ন উত্তর | বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

বিড়াল প্রবন্ধের MCQ প্রশ্ন উত্তর | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার প্রশ্ন উত্তর MCQ | মাইকেল মধুসূদন দত্ত

সাম্যবাদী কবিতার প্রশ্ন উত্তর MCQ | কাজী নজরুল ইসলাম

চারণ কবি MCQ প্রশ্ন উত্তর | ভারভারা রাও

বিশ্বের ভাষা ও ভাষা পরিবার MCQ প্রশ্ন উত্তর | বাঙ্গালীর ভাষা ও সংস্কৃতি

বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো MCQ | গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!