মেহেরগড় সভ্যতার দ্বিতীয় পর্যায়টি সংক্ষেপে লেখাে। 

মেহেরগড় সভ্যতার দ্বিতীয় পর্যায়টি সংক্ষেপে লেখাে। 
অথবা, মেহেরগড় সভ্যতার দ্বিতীয় পর্ব সম্পর্কে সংক্ষেপে লেখাে।

উত্তর:

সূচনা : মেহেরগড় সভ্যতা ছিল তামা ও পাথরের যুগের সভ্যতা। 

মেহেরগড় সভ্যতার দ্বিতীয় পর্ব — 

[1] সময়কাল : মেহেরগড় সভ্যতার দ্বিতীয় পর্বের সময়কাল হল আনুমানিক খ্রিস্টপূর্ব ৫০০০ থেকে খ্রিস্টপূর্ব ৪০০০ অব্দ পর্যন্ত। 

[2] কৃষিকাজ : মেহেরগড় সভ্যতার দ্বিতীয় পর্বে কৃষিকাজের ক্ষেত্রে গম ও যবের পাশাপাশি কার্পাস চাষেরও প্রমাণ মিলেছে। 

[3] কাস্তের ব্যবহার :  মেহেরগড় সভ্যতার দ্বিতীয় পর্বে কাস্তের ব্যবহার হত বলে জানা গেছে।

[4] মাটির পাত্র : মেহেরগড়বাসীরা মাটির পাত্র তৈরি করতে জানলেও তখনও কুমােরের চাকার ব্যবহার শুরু হয়নি। তাই এই পর্বের প্রথম দিকে মাটির পাত্রগুলি হাতে করে তৈরি করা হত। দ্বিতীয় পর্বের একেবারে শেষের দিকে কুমােরের চাকার ব্যবহার শুরু হলে তাতে মাটির পাত্র তৈরি হতে থাকে। 

[5] অলংকার : এই পর্বে মেহেরগড়বাসী বিভিন্ন রকম পাথর ও শাঁখ দিয়ে গয়না তৈরি করতে শিখেছিল।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment