দশম শ্রেনী (মাধ্যমিক) বিদ্রোহ এবং বিপ্লব বলতে কী বােঝ?

বিদ্রোহ এবং বিপ্লব বলতে কী বােঝ?

বিদ্রোহ এবং বিপ্লব বলতে কী বােঝ?
অথবা,বিদ্রোহ ও বিপ্লবের মধ্যে পার্থক্য কী?  4 Marks/Class 10

উত্তর:

বিদ্রোহ বলতে বােঝায়—

প্রথমত, কোনাে নির্দিষ্ট অঞ্চলে প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশের ঘটনা অথবা নির্দিষ্ট কিছু মানুষের স্বার্থে নির্দিষ্ট সহিংস প্রতিবাদের মাধ্যমে দাবি আদায়ের চেষ্টাই হল বিদ্রোহ।

দ্বিতীয়ত, বিদ্রোহের উদ্দেশ্য সীমিত থাকার কারণে তা ক্ষণস্থায়ী হয় এবং আমূল পরিবর্তন আনতে ব্যর্থ হয়। 

তৃতীয়ত, ইংরেজ শাসন-শােষণ ও অত্যাচারই ছিল ভারতে সংঘটিত আদিবাসী বিদ্রোহ, কৃষক বিদ্রোহ ও সিপাহি বিদ্রোহের সাধারণ কারণ। 

বিপ্লব বলতে বােঝায়—

প্রথমত, এটি এমন এক দীর্ঘস্থায়ী। প্রক্রিয়া যা পুরােনাে অর্থনৈতিক, সামাজিক বা রাজনৈতিক ব্যবস্থার ওপর আঘাত হেনে তার আমূল পরিবর্তন ঘটায়। 

দ্বিতীয়ত, একটি সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে এই পরিবর্তন সংঘটিত হয়।

তৃতীয়ত, বিপ্লবের উদাহরণগুলি হল—আমেরিকার স্বাধীনতা বিপ্লব, ফরাসি বিপ্লব, শিল্পবিপ্লব, চিনের সাংস্কৃতিক বিপ্লব। 

বিদ্রোহ ও বিপ্লবের মধ্যে পার্থক্য : বিদ্রোহের উদ্দেশ্য সীমিত থাকার কারণে তা ক্ষণস্থায়ী এবং আমূল পরিবর্তন আনতে ব্যর্থ হয়। অন্যদিকে বিপ্লব হল এমন এক দীর্ঘস্থায়ী প্রক্রিয়া, যা পুরােনাে অর্থনৈতিক, সামাজিক বা রাজনৈতিক ব্যবস্থার ওপর আঘাত হেনে তার আমূল পরিবর্তন ঘটায়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!