দশম শ্রেনী (মাধ্যমিক) চুয়াড় বিদ্রোহের কারণ ?

চুয়াড় বিদ্রোহের কারণ ?

টীকা লেখাে : চুয়াড় বিদ্রোহ।
অথবা, চুয়াড় বিদ্রোহের কারণ ?

অথবা, চুয়াড় বিদ্রোহ সম্বন্ধে যা জানো লেখ।  4 Marks/Class 10

উত্তর:

ভূমিকা : ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর কোম্পানির সীমাহীন অর্থনৈতিক শােষণ, অত্যাচার, নিপীড়নে অতিষ্ঠ হয়ে মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, ঘাটশিলায় চুয়াড় উপজাতির কৃষককেরা ১৭৬৮ থেকে ১৮৩২ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় সাতবার যে বিদ্রোহ করেছিল, তা চুয়াড় বিদ্রোহ নামে পরিচিত।

চুয়াড় কারা? : বাঁকুড়া জেলার দক্ষিণ-পশ্চিম অঞ্চল, মানভূম জেলার উত্তর-পূর্বাঞল ও মেদিনীপুরের জঙ্গলমহলের অধিবাসী চুয়াড়রা ছিল এক উপজাতি। কৃষিকাজ ও পশুপালনের পাশাপাশি মেদিনীপুর, বাঁকুড়া ও ধলভূমের জমিদারদের অধীনে এরা ‘পাইক’ হিসেবে রক্ষীবাহিনীর কাজ করত এবং তাদের পরিসেবার বিনিময়ে পাইকান জমি ভােগ করত। 

চুয়াড় বিদ্রোহের কারণ : চুয়াড় বিদ্রোহের কারণগুলি হল—

প্রথমত, ব্রিটিশ শাসনের গােড়ার দিকে চুয়াড় অধ্যুষিত অঞলে কোম্পানির সরকার তাদের ওপরে চড়া হারে রাজস্ব ধার্য করে, যা তাদের পক্ষে দেওয়া অসম্ভব ছিল।

দ্বিতীয়ত, চুয়াড়রা এই ভেবে ভীত হয় যে, কোম্পানি হয়তাে একদিন জমিদারদের সব জমিই বাজেয়াপ্ত করে নেবে এবং চুয়াড়দের ‘পাইকান’ জমিগুলি তাদের হস্তচ্যুত হবে। এই ভয়ে চুয়াড়রা বিদ্রোহ করে (১৭৬৭ খ্রিস্টাব্দ)।

উপসংহার : চুয়াড়দের শেষ রাজা দুর্জন সিংহ ইংরেজদের হাতে পরাজিত হলে চুয়াড় বিদ্রোহ চূড়ান্তভাবে দমিত হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!