সন্ন্যাসী-ফকির বিদ্রোহের কারণগুলি উল্লেখ করাে। 4 Marks/Class 10
উত্তর:–
ভূমিকা : ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ও শােষণের বিরুদ্ধে বাংলায় সর্বপ্রথম সংগঠিত প্রতিরােধ আন্দোলন ছিল সন্ন্যাসী-ফকির বিদ্রোহ। কৃষিজীবী হিন্দু সন্ন্যাসী ও মুসলমান ফকিরদের নেতৃত্বে দীর্ঘদিন (১৭৬৩-১৮০০ খ্রিস্টাব্দ) ধরে এই বিদ্রোহ চলেছিল।
বিদ্রোহের কারণ : এই বিদ্রোহের কারণগুলি বিশ্লেষণ করলে দেখা যায় যে—
১) রাজস্ব বৃদ্ধি : ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অত্যধিক রাজস্ব বৃদ্ধি কৃষিজীবী সন্ন্যাসী ও ফকিরদের ক্ষুব্ধ করে তােলে।
২) তীর্থকর : বিভিন্ন তীর্থক্ষেত্রে যাওয়ার জন্য সরকার থেকে সন্ন্যাসী ও ফকিরদের ওপর তীর্থকর আদায় করা শুরু করলে সন্ন্যাসী ও ফকিররা ক্ষুব্ধ হয়ে ওঠে।
৩) কোম্পানির কর্মচারীদের জুলুম : ফকির ও সন্ন্যাসীদের মধ্যে অনেকেই রেশম ব্যাবসার সঙ্গে যুক্ত ছিল। কোম্পানির কর্মচারীরা তাদের এই ব্যাবসাতে নানাভাবে জুলুম ও বাধা প্রদান করত।
৪) মধ্যস্বত্বভােগীদের শােষণ ও অত্যাচার : কোম্পানির কর্মচারী ছাড়াও ইজারাদার, পত্তনিদার প্রভৃতি মধ্যস্বত্বভােগীদের শােষণ-অত্যাচার সন্ন্যাসী-ফকির বিদ্রোহের অন্যতম কারণ।
৫) নিষেধাজ্ঞা : ফকিরদের নিয়ন্ত্রণের উদ্দেশ্যে কোম্পানি তাদের দরগায় যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করলে ফকিররা ক্ষিপ্ত হয়ে ওঠে।
৬) মন্বন্তর : ছিয়াত্তরের মন্বন্তরের সময়ে (১৭৭০ খ্রিস্টাব্দে) বহু মানুষের মৃত্যু হলেও সরকার দুর্ভিক্ষপীড়িত মানুষের পাশে না দাঁড়িয়ে কৃষকদের ওপর রাজস্বের চাপ সৃষ্টি করলে সন্ন্যাসী ও ফকির ক্ষিপ্ত হয়ে উঠে।
মূল্যায়ন : ওয়ারেন হেস্টিংস এই বিদ্রোহকে পেশাদারি ডাকাতদের উপদ্রব বলে অভিহিত করলেও উইলিয়ম হান্টার সর্বপ্রথম সন্ন্যাসী বিদ্রোহকে ‘কৃষক বিদ্রোহ’বলে অভিহিত করেছেন।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।