সন্ন্যাসী-ফকির বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করাে। 

সন্ন্যাসী-ফকির বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করাে।   4 Marks/Class 10

উত্তর:

ভূমিকা : ইংরেজ শাসনের প্রাথমিক পর্বে যে বিদ্রোহ ইংরেজ কোম্পানিকে ব্যতিব্যস্ত রাখে তা হল হিন্দু সন্ন্যাসী ও মুসলমান ফকিরদের বিদ্রোহ (১৭৬৩-১৮০০ খ্রিস্টাব্দ)।  

প্রকৃতি : সন্ন্যাসী ফকির বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করলে দেখা যায় যে —

১) সন্ন্যাসী-ফকির বিদ্রোহ : এই বিদ্রোহ ছিল ‘গিরি ও দশনামী’ সম্প্রদায়ভুক্ত সন্ন্যাসী ও ‘মাদারী’সম্প্রদায়ভুক্ত ফকিরদের আন্দোলন। 

২) পেশাদার ডাকাতদের বিদ্রোহ : যেহেতু এইসব ধর্মাশ্রয়ী বিদ্রোহীরা ইংরেজ কুশাসনের বিরুদ্ধে প্রবল প্রতিরােধ গড়ে তুলেছিলেন, সেহেতু উইলিয়ম হান্টার প্রমুখ ইংরেজ ঐতিহাসিক এদের ‘দস্যু’ বা ‘ডাকাত’ বলে অভিহিত করেছেন। 

৩) কৃষক বিদ্রোহ : বাংলার স্থানীয় জমিদার ও প্রজাদের সমর্থনপুষ্ট এই সন্ন্যাসী ও ফকিররা ছিলেন মূলত কৃষিজীবী মানুষের দল। এঁদের রীতিমতাে একটি সংগঠন ছিল এবং প্রায় ২০-৩০ হাজার মানুষ ছিলেন এঁদের সমর্থনে। এঁরা বিদ্রোহী হলেও এদের মূল উদ্দেশ্য ছিল কৃষকদের স্বার্থরক্ষা করা। 

৪) সাম্প্রদায়িক ঐক্য : এই আন্দোলনে হিন্দু ও মুসলিম কৃষক এবং সন্ন্যাসী-ফকিরদের যৌথ অংশগ্রহণ সাম্প্রদায়িক ঐক্য প্রতিষ্ঠা করেছিল। বঙ্কিমচন্দ্রের ‘আনন্দমঠ’ ‘দেবী চৌধুরাণী’ উপন্যাসে এই বিদ্রোহের কথা আছে। দেবী চৌধুরাণী, ভবানী পাঠক, মজনু শাহ, চিরাগ আলি ও মুশা শাহ ছিলেন এই বিদ্রোহের নেতা।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment