সন্ন্যাসী-ফকির বিদ্রোহের ব্যর্থতার কারণগুলি কী কী?

সন্ন্যাসী-ফকির বিদ্রোহের ব্যর্থতার কারণগুলি কী কী?  4 Marks/Class 10

উত্তর:

ভূমিকা : ১৭৬৩ খ্রিস্টাব্দ থেকে ১৮০০ খ্রিস্টাব্দ পর্যন্ত সন্ন্যাসী-ফকিররা গেরিলাযুদ্ধের মাধ্যমে ইংরেজ সেনাদের বারংবার বিপর্যস্ত করে তুললেও শেষ পর্যন্ত তারা লক্ষ্যে পৌছাতে ব্যর্থ হয়। 

ব্যর্থতার কারণ : সন্ন্যাসী-ফকির বিদ্রোহের ব্যর্থতার উল্লেখযােগ্য কারণগুলি হল— 

১) নেতৃত্বের দুর্বলতা : সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের উল্লেখযােগ্য কিছু নেতৃত্ব থাকলেও ভবানী পাঠক ও মজনু শাহের মৃত্যুর পর যােগ্য নেতৃত্বের অভাবে এই বিদ্রোহ দুর্বল হয়ে পড়ে। 

২) সঠিক পরিকল্পনার অভাব : সন্ন্যাসী ও ফকির বিদ্রোহে উত্তরবঙ্গ ও অন্যান্য জায়গায় সঠিক পরিকল্পনা গৃহীত হয়নি। 

৩) সুনির্দিষ্ট লক্ষ্যের অভাব : বিদ্রোহের উদ্দেশ্য কী ছিল সে বিষয়ে বিদ্রোহীদেরই অনেকের কোনাে ধারণা না থাকা এই বিদ্রোহের ব্যর্থতার অন্যতম কারণ।

৪) উপযুক্ত সংগঠনের অভাব : সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের ব্যর্থতার অন্যতম কারণ ছিল উপযুক্ত সংগঠনের অভাব। 

৫) উন্নততর অস্ত্র ও রণকৌশলের অভাব : উপযুক্ত ও উন্নততর অস্ত্রশস্ত্রের অভাব, ব্রিটিশ সেনাবাহিনীর সঙ্গে লড়ার মতাে উন্নত রণকৌশলের অভাবে এই বিদ্রোহ শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে যায়। 

৬) অন্যান্য কারণ : সন্ন্যাসী-ফকিরদের মধ্যে আদর্শগত আত্মকলহ ও ব্রিটিশ সেনাবাহিনীর বারংবার আক্রমণের ফলে এই বিদ্রোহের ব্যর্থতা ঘনিয়ে আসে। 

উপসংহার : সন্ন্যাসী-ফকির বিদ্রোহ শেষ পর্যন্ত ব্যর্থ হলেও বিদ্রোহীরা হিন্দু ও মুসলমানদের এক ছাতার তলায় এনে যে নতুন সশস্ত্র বিপ্লবের পথনির্দেশ করেছিল তা পরবর্তী বিদ্রোহকালের বাংলার সশস্ত্র বিপ্লব আন্দোলনের দিক নির্দেশ করেছিল।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment