ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে বিভিন্ন উপজাতি বিদ্রোহের সংক্ষিপ্ত ইতিহাস আলােচনা করাে। 8 Marks | Class 10
ভূমিকা : ভারতে ব্রিটিশ শাসনের প্রথম একশাে বছরে নানা প্রতিবাদ, প্রতিরােধ ও বিদ্রোহের সম্মুখীন হতে হয়েছে কোম্পানির সরকারকে। কোম্পানির শাসনের বিরুদ্ধে চুয়াড়, কোল, ভিল, মুন্ডা, ওঁরাও, সাঁওতাল, হো প্রভৃতি উপজাতিদের বিক্ষিপ্ত বিদ্রোহগুলি ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ।
বিভিন্ন উপজাতি বিদ্রোহ : ঔপনিবেশিক ভূমিরাজস্ব ব্যবস্থা, মহাজন, বণিক, জমিদার ও মধ্যস্বত্বভােগী গােষ্ঠীর শােষণ, কোম্পানি কর্তৃক সমস্ত বনাঞলকে খাস জমিতে পরিণত করে বন্যসম্পদের ওপর কঠোর নিয়ন্ত্রণ প্রভৃতি কারণে উপজাতিদের মধ্যে গভীর অসন্তোষের সৃষ্টি হয়, যার বহিঃপ্রকাশ ঘটে বিদ্রোহের মাধ্যমে। উপজাতি বিদ্রোহগুলির মধ্যে চুয়াড়, কোল, সাঁওতাল ও মুন্ডা বিদ্রোহ ছিল উল্লেখযােগ্য।
১) চুয়াড় বিদ্রোহ : ব্রিটিশ কোম্পানির সীমাহীন অর্থনৈতিক, শােষণ-অত্যাচার ও নিপীড়নে অতিষ্ঠ হয়ে মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম জেলার চুয়াড়রা যে বিদ্রোহের সূচনা করে, তা চুয়াড় বিদ্রোহ নামে পরিচিত। প্রায় ত্রিশ বছর ধরে চলা এই বিদ্রোহে বিভিন্ন সময়ে নেতৃত্ব প্রদান করেন জগন্নাথ ধল, ধাদকার শ্যামগঞ্জন, মাধব সিংহ, দুর্জন সিংহ প্রমুখ। কোম্পানির সেনাবাহিনী নির্মম দমননীতির দ্বারা এই বিদ্রোহ দমন করে।
২) কোল বিদ্রোহ : ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যেসব আদিবাসী বিদ্রোহ ঘটে তার অন্যতম ছিল কোল বিদ্রোহ (১৮৩১-৩২ খ্রি.)। রাঁচি, হাজারিবাগ, সিংভূম, পালামৌ প্রভৃতি অঞ্চলে বুধু ভগৎ, জোয়া ভগৎ, ঝিরাই মানকি, সুই মুন্ডার নেততে ১৮৩২ খ্রিস্টাব্দে এই বিদ্রোহ চরম আকার ধারণ করলে ক্যাপটেন উইলকিনসের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী বহু কোল উপজাতি নরনারীদের নিষ্ঠুরভাবে হত্যা করে এই বিদ্রোহ দমন করেন।
৩) সাঁওতাল বিদ্রোহ : কোম্পানির শােষণ ও শাসনের বিবঙ্গ নিজেদের স্বাধীনতা বজায় রাখার জন্য আদিবাসী ও উপজাতিদের দ্বারা সংঘটিত বিদ্রোহগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপজাতি বিদ্রোহ হল ১৮৫৫-৫৬ খ্রিস্টাব্দের সাঁওতাল বিদ্রোহ।
১৮৫৫ খ্রিস্টাব্দে ৩০ জুন প্রায় দশ হাজার সাঁওতাল ভাগনাডিহির। মাঠে জমায়েত হয়ে সিধু-কানহুর নেতৃত্বে স্বাধীন সাঁওতাল রাজ। গঠনের পরিকল্পনা করে। ক্রমশ এই বিদ্রোহ ব্যাপ্তি লাভ করলে। ব্রিটিশ বাহিনী সিধু, কানু-সহ বেশ কয়েকজন নেতাকে গ্রেপ্তার। করে ফাঁসি দেওয়ায় ১৮৫৭ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে এই বিদ্রোহ। স্তিমিত হয়ে পড়ে।।
৪) মুন্ডা বিদ্রোহ : ১৮৯৯ খ্রিস্টাব্দে বীরসা মুন্ডার নেতৃত্বে মুন্ডারা যে বিদ্রোহ করেছিল তা মুন্ডা বিদ্রোহ নামে পরিচিত। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এটিই ছিল শেষ গুরুত্বপূর্ণ উপজাতি বিদ্রোহ। ১৮৯৯-১৯০০ খ্রিস্টাব্দে মুন্ডা বিদ্রোহ, রাঁচি, হাজারিবাগ, সিংভূমের পার্বত্য অঞলে প্রসার লাভ করলে ব্রিটিশ সরকার তীব্র দমননীতি চালিয়ে বীরসা মুন্ডাকে গ্রেপ্তার করে এই বিদ্রোহ দমন করে।
মূল্যায়ন : চুয়াড়, কোল, সাঁওতাল, মুন্ডা এবং অন্য উপজাতি বিদ্রোহগুলি ব্যর্থ হয়ে গেলেও পরবর্তীকালে স্বাধীনতা আন্দোলনের জমি তৈরির ক্ষেত্রে এইসব আন্দোলনের গুরুত্ব অপরিসীম।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।