Write a paragraph on your aim in life with the help of the following point: [নীচের সূত্রগুলির সাহায্যে তােমার জীবনের লক্ষ্য বিষয়ে একটি অনুচ্ছেদ রচনা করো:]
Points: What you wish to be-reasons for your choice how it will benefit your society-source of inspiration for your choice
Ans:-
MY AIM IN LIFE
An aimless person is like a ship without a rudder. I have already fixed my aim in life. I wish to become a teacher. The motto ‘plain living and high thinking’ inspires me to take up this noble profession. I want to be a teacher like my father. I am inspired by his way of spreading education sincerely. I am fully aware of the hardships of a teacher’s life. Still I want to be a teacher. I want to nurture the tender minds of the pupils. As a teacher I can help in widening their outlook on life. I will get immense satisfaction for doing valuable service to the country by producing better citizens. The company of young and unpolluted minds can even keep me ever-youthful. I know my profession is dignified and it will help me to get peace and contentment in life. I am studying hard to fulfil my dream.
আমার জীবনের লক্ষ্য
লক্ষ্যহীন ব্যক্তি হল হালহীন জাহজের মতাে। আমি আমার জীবনের লক্ষ্য ইতিমধ্যেই স্থির করে ফেলেছি। আমি একজন শিক্ষক হতে চাই। অনাড়ম্বর জীবন আর মহান চিন্তাভাবনা’র আদর্শ আমাকে এই মহৎ পেশা গ্রহণ করতে উৎসাহিত করে। আমার বাবার মতাে আমিও একজন শিক্ষক হতে চাই। তিনি যেভাবে আন্তরিকতার সঙ্গে শিক্ষার বিস্তার ঘটান তা আমায় অনুপ্রাণিত করেছে। একজন শিক্ষকের জীবনের কষ্ট আমার ভালাে করেই জানা আছে। তবু আমি একজন শিক্ষক হতে চাই। ছাত্রছাত্রীদের কচি মনগুলােকে সযত্নে লালনপালন করতে চাই। শিক্ষক হিসেবে আমি জীবন সম্বন্ধে তাদের দৃষ্টিভঙ্গি আরও বিস্তৃত করতে সাহায্য করব। সুনাগরিক গড়ে তুলে দেশকে মূল্যবান সেবা দেওয়ার মাধ্যমে আমি সীমাহীন তৃপ্তি লাভ করব। কচিকাচা দুষণহীন মনগুলাের সংস্পর্শ আমাকেও চিরনবীন রাখতে পারবে। আমি জানি এই পেশা বেশ মর্যাদাপূর্ণ এবং তা আমাকে জীবনে শান্তি ও পরিতৃপ্তি লাভে সাহায্য করবে। আমার এই স্বপ্ন পূরণের জন্য আমি জোর পড়াশােনা চালাচ্ছি।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।