Write a paragraph on the value of time with the help of the following points: [নীচের সূত্রগুলির সাহায্যে সময়ের মূল্য বিষয়ে একটি অনুচ্ছেদ রচনা করাে:]
Points: Proverbs for value of time why time is important-health and wealth can be regained but not time-punctuality, a great virtue-value of time in student’s life
Ans:-
VALUE OF TIME
Time and tide wait for none. It is a very popular proverb. Indeed time is fleeting. Time never stands still to oblige even the most powerful dictator on earth. So we must utilise every moment of life to make it fruitful. Losing precious hours of life’s formative years will lead to future repentance. Time is more valuable than health and wealth. We can regain our lost health and wealth but time once lost is lost forever. Work should be done at the earliest opportunity. A stitch in time saves nine. Punctuality is a virtue which makes one time-conscious, All successful persons are very conscious about time. Students must be time-conscious. A disciplined lifestyle helps in forming character. So we should all make the best use of time in our life.
সময়ের মূল্য
সময় আর নদীর স্রোত কারাের জন্য অপেক্ষা করে না। এটি একটি জনপ্রিয় প্রবাদ। সময় স্বল্পস্থায়ী এ কথা সত্যি। পৃথিবীর সবচেয়ে স্বৈরাচারী শাসককে খুশি রাখতেও সময় কখনও থেমে থাকে না। তাই জীবন সফল করতে আমাদের উচিত জীবনের প্রতিটা মুহূর্তকে কাজে লাগানাে। জীবন গড়ে তােলার দিনগুলাের মূল্যবান সময় নষ্ট করলে ভবিষ্যতে অনুশােচনা করতে হবে। স্বাস্থ্য ও সম্পদ অপেক্ষাও সময় অনেক বেশি মূল্যবান। আমরা আমাদের হারানাে স্বাস্থ্য ও সম্পদ আবার ফিরে পেতে পারি কিন্তু যে সময় একবার হারাই তা বরাবরের জন্য হারিয়ে ফেলি। জীবনের প্রথম সুযােগেই যে-কোনাে কাজ করা উচিত। সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড়। সময়ানুবর্তিতা হল এমন একটি গুণ যা ব্যক্তিকে সময়সচেতন করে তােলে। যে-কোনাে সফল ব্যক্তিমাত্রই সময় সম্পর্কে অত্যন্ত সচেতন। ছাত্রছাত্রীদেরও সময় সম্পর্কে সচেতন হওয়া উচিত। নিয়মানুবর্তী জীবন শৈলী চরিত্র গঠনে সাহায্য করে। তাই আমাদের সকলেরই উচিত আমাদের জীবনে সময়কে ভালােভাবে কাজে লাগানাে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।