Write a paragraph (within 100 words) on the changes that you see in nature when spring comes after winter. You may use the following points

Write a paragraph (within 100 words) on the changes that you see in nature when spring comes after winter. You may use the following points: [শীতের পরে বসন্ত এলে প্রকৃতিতে কী কী পরিবর্তন দেখতে পাও সেই বিষয়ে (১০০ শব্দের মধ্যে) একটি অনুচ্ছেদ রচনা করাে। নীচের সূত্রগুলি ব্যবহার করতে পারো:]

Points: The dry, drab winter goes—the biting cold, the indolence, all disappear—instead comes a sniff of fresh air—warm and charming—flowers toss heads as if in dance—the bees fly from flower to flower-nature gets back its colour, its smile-birds sing in joy—the bright sun illumines every speck of earth

Ans:-

CHANGES IN NATURE WITH THE ARRIVAL OF SPRING 

Shelley aptly says, “When winter comes can spring be far behind?” In fact during the last spell of winter, spring crawls in. The dry, drab surroundings become lively and colourful. The biting cold wind is replaced with charming zephyr. Flowers start dancing by tossing their heads. Bees fly from flower to flower for imbibing nectar. Birds start flying across the bright azure sky. In a way, the entire Nature celebrates her rejuvenation with colour and warmth, brightness and smile. As earth gets revitalized, the bright sun illumines every speck of earth. Spring is truly the king of all the six seasons.

বসন্তের আগমনে প্রকৃতিতে পরিবর্তন

শেলি যথার্থই বলেছেন, “যখন শীত এসে যায় বসন্ত কি আর বেশি দূরে থাকতে পারে ?” সত্যি কথা বলতে কী, শীতের শেষ পর্বে বসন্ত হামাগুড়ি দিয়ে ঢুকে পড়ে। শুকনাে, বিবর্ণ চারপাশটা সতেজ আর রঙিন হয়ে ওঠে। কামড় দেওয়া ঠান্ডা বাতাস ফুরফুরে মিঠে হাওয়ায় বদলে যায়। ফুলেরা তাদের মাথা দুলিয়ে নাচতে শুরু করে। ফুলে ফুলে মধু খাওয়ার জন্য মৌমাছিরা ওড়ে। উজ্জ্বল নীল আকাশে পাখিরা উড়তে শুরু করে। বলা যেতে পারে, সমগ্র প্রকৃতি রঙে আর উষ্ণতায়, উজ্জ্বলতায় আর হাসিতে তার পুনরুজ্জীবন উদযাপন করে। যখন পৃথিবী প্রাণশক্তি ফিরে পায় তখন উজ্জ্বল সুর্য তার প্রতিটি ধূলিকণাকে আলােকিত করে। বসন্ত সত্যিই ষড়ঋতুর রাজা।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment