Write a paragraph on the usefulness of trees with the help of the following points

Write a paragraph on the usefulness of trees with the help of the following points; (নীচের সূত্রগুলির সাহায্যে গাছের উপযােগিতা বিষয়ে একটি অনুচ্ছেদ রচনা করাে:] 

Points: Role of trees-gift of nature give oxygen and purity air provide food, shelter, flowers and fruits —- materials for medicine, fuel, furniture-bring rain thoughtless cutting leading to destruction-need to plant more trees

Ans:-

USEFULNESS OF TREES 

Trees play a very important role in man’s existence earth. They give us oxygen to breathe. They have ale given us many more things without which we would have been unable to survive. Trees provide us with food shelter. medicines, fuel-things men need for survival Without trees flood, drought and soil erosion will increase. Trees check environmental pollution and maintain the ecological balance of nature. But with thoughtless greed we have cut trees indiscriminately, This will lead to a perilous situation in the future. Afforestation is the need of the hour. ‘Each one, plant one’ programme aims at making the planet greener and purer for posterity.

গাছপালার উপযােগিতা 

পৃথিবীতে মানুষের অস্তিত্বের পেছনে গাছপালার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারা আমাদের শ্বাসপ্রশ্বাস চালানাের অক্সিজেন দেয়। এছাড়া তারা আরও অনেক কিছু দিয়ে এসেছে যেগুলি ছাড়া আমাদের পক্ষে বেঁচে থাকাটাই অসম্ভব হয়ে উঠত। খাদ্য, আশ্রয়, ওষুধপত্র, জ্বালানি—মানুষের বেঁচে থাকার জন্য যা যা দরকার গাছ আমাদের দেয়। গাছ না থাকলে বন্যা, খরা আর ভূমিক্ষয় বাড়বে। গাছপালা পরিবেশের দূষণ রােধ করে এবং প্রকৃতির বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষা করে। কিন্তু আমাদের অপরিণামদর্শী লােভের কারণে আমরা নির্বিচারে গাছপালা কেটে ফেলছি। এটি আমাদের ভয়ংকর ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে। বর্তমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়ােজন হল বনসৃজন। ‘এক ব্যক্তি, একটি গাছ’ অনুষ্ঠানের লক্ষ্য হল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই গ্রহকে সবুজতর ও নির্মলতর করে রাখা।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment