উন্নতির সাথে সাথে আদিম মানুষের সমাজ কীভাবে ক্রমশ জটিল হয়ে উঠল তা বুঝিয়ে লেখাে। 

উন্নতির সাথে সাথে আদিম মানুষের সমাজ কীভাবে ক্রমশ জটিল হয়ে উঠল তা বুঝিয়ে লেখাে। Mark 5 | Class 6

উত্তর:-

সূচনা: উন্নতির সাথে সাথে আদিম মানুষের জীবন ও সমাজ ক্রমশ জটিল হয়ে ওঠে।

উন্নতির সাথে আদিম মানুষের সমাজে পরিবর্তন

উন্নতির সাথে আদিম মানুষের সমাজে পরিবর্তন পুরােনাে পাথরের যুগে মানুষ শিকার করে খাদ্যসংগ্রহ করত। ধীরে ধীরে তারা পশুপালনও করতে শেখে। শিকার ও পশুপালন করে যা জোগাড় হত, তা গােষ্ঠীর সকলের মধ্যে ভাগ করে দেওয়া হত। তাই সেই সময় সমাজে বিশেষ ভেদাভেদ ছিল না। পরে নতুন পাথরের যুগে কৃষিকাজ শুরু হলে খাদ্যসংস্থান নিশ্চিত হয়। কিন্তু এর ফলে জটিল কৃষিসমাজের সৃষ্টি হয়। কৃষিসমাজে জমি ও ফসলের সমান ভাগাভাগি হত না। কৃষিজমিতে অনেকসময় বাড়তি ফসল ফলত সেজন্য সবাইকে নিজেদের খাদ্যসংস্থানের জন্য কাজ করতে হত না। তাই কৃষির বদলে অনেকেই কারিগরি বা অন্যান্য কাজে যুক্ত হত। ফলস্বরূপ মানবসমাজ ধীরে ধীরে জটিল হয়ে ওঠে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment