আদিম মানুষের যাযাবর অবস্থার পরিবর্তন হয়েছিল কেন?

আদিম মানুষের যাযাবর অবস্থার পরিবর্তন হয়েছিল কেন? Mark 5 | Class 6

উত্তর:-

সূচনা: আদিম মানুষ চাষবাসের মাধ্যমে খাদ্যের জোগান সুনিশ্চিত করলে তার যাযাবর অবস্থার পরিবর্তন ঘটে। 

যাযাবর অবস্থার পরিবর্তনের কারণ:- 

[1] খাদ্যের অনিশ্চয়তা: আদিম মানুষ খাদ্যের জন্য শিকারে বের হত। কিন্তু শিকার করে প্রতিদিন খাদ্যের জোগান নিশ্চিত হয়নি। 

[2] পশুপালন: খাদ্যের সুনিশ্চিত জোগানের জন্য মানুষ ধীরে ধীরে পশুপালন শেখে। অসময়ে খাদ্যের জোগানের জন্য আদিম মানুষ মূলত পশুপালন করত। নতুন পাথরের যুগে মেয়েরা বীজ বা গাছের শিকড় পোঁতা শুরু করলে কৃষিকাজ শুরু হয়। 

[3] কৃষিকাজ: কৃষিকাজের মধ্যে দিয়ে মানুষ নিজেদের খাদ্য নিজেরাই উৎপাদন করতে শেখে। কৃষিকাজ খাদ্যের জোগানকে সুনিশ্চিত করলে যাযাবর জীবনের প্রয়ােজনীয়তা ফুরায়।

[4] বাসস্থান: চাষের সঙ্গে যােগ হয় বাস বা থাকা। কৃষিখেত ও কৃষিজ ফসল রক্ষার জন্য খেতের পাশে বসতি বানানাে শুরু হয়। স্থায়ী বসতি আদিম মানুষের যাযাবর অবস্থার পরিবর্তন ঘটায়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment