টীকা লেখাে : মাতঙ্গিনী হাজরা 

টীকা লেখাে : মাতঙ্গিনী হাজরা    4 Marks/Class 10

উত্তর:-

ভূমিকা : বাংলা তথা ভারতের জাতীয় আন্দোলনের ইতিহাসে যে সমস্ত নারী যােগদান করেছিলেন তাদের মধ্যে বিশেষ উল্লেখযােগ্য ছিলেন ‘গান্ধিবুড়ি’ নামে পরিচিত মাতঙ্গিনী হাজরা।

পরিচিতি : মাতঙ্গিনী হাজরা ১৮৭০ খ্রিস্টাব্দে মেদিনীপুরের হােগলা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি যখন ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশ নেন তখন তাঁর বয়স ছিল ৬২। তিনি বহুদিন থেকেই কংগ্রেসি ভাবধারার সঙ্গে যুক্ত ছিলেন। 

জাতীয় আন্দোলনে অংশগ্রহণ : মাতঙ্গিনী হাজরা যেভাবে জাতীয় আন্দোলনে অংশগ্রহণ করেন তা হল —

১. লবণ আইন অমান্য : তিনি আইন অমান্য আন্দোলনে অংশ নেন এবং লবণ আইন অমান্য করে গ্রেফতার বরণ করেন। 

২. জেলবন্দি : তিনি সরকার-বিরােধী ধ্বনি দেওয়ার কারণে, কিছুদিন বহরমপুর জেলে বন্দি থাকেন। 

৩. তমলুক থানা অভিযান : ১৯৪২ খ্রিস্টাব্দের ২৯ সেপ্টেম্বর একদল স্বেচ্ছাসেবক নিয়ে তিনি তমলুক থানা দখল করতে গেলে সৈন্যদলগুলি চালায়। ফলে স্বেচ্ছাসেবকরা ছত্রভঙ্গ হয়ে পড়লে জাতীয় পতাকা হাতে নিয়ে সবার সামনে এগিয়ে আসেন ৭২ বছরের বৃদ্ধা মাতঙ্গিনী হাজরা। পুলিশ পরপর তিনটি গুলি চালিয়ে তাকে হত্যা করে। 

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment