ভারতের প্রথম মহিলা শহিদ হিসেবে প্রীতিলতা ওয়াদ্দেদারের কী ভূমিকা ছিল? 4 Marks/Class 10
উত্তর:-
ভূমিকা : বাংলা তথা ভারতবর্ষের প্রথম মহিলা শহিদ ছিলেন বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদার। প্রীতিলতা চট্টগ্রাম খাস্তগীর স্কুলে তার ছাত্রীজীবন শুরু করেন এবং এই সময়েই তার মনে বিপ্লবী চেতনার উদ্ভব ঘটে। তার শিক্ষিকাদের পাঠদান তার চেতনাকে প্রভাবিত করেছিল তার ভূমিকা হল নিম্নরূপ —
১. দীপালি সংঘের সদস্যা : তিনি ঢাকার নারী আন্দোলনের পথিকৃৎ ও দীপালি সংঘের প্রতিষ্ঠাতা লীলা নাগের সংস্পর্শে আসেন ও দীপালি সংঘের সদস্যা হন।
২. বৈপ্লবিক কাজকর্মের দায়িত্ব : তিনি চট্টগ্রামের সূর্যসেনের সঙ্গে পরিচিত হন এবং মাস্টারদা’ তাঁকে কলকাতায় বৈপ্লবিক কাজকর্ম পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্ব দেন।
৩.পাহাড়তলি ক্লাব আক্রমণ : প্রীতিলতা বিপ্লবী কার্যক্রমে ব্যর্থ হলে সূর্যসেন দ্বিতীয়বারের জন্য পাহাড়তলির ইউরােপিয়ান ক্লাব আক্রমণের রণকৌশল নির্ধারণ করে দেন। এই অভিযানে প্রীতিলতাই নেতৃত্ব দেন। প্রীতিলতার অভিযানে (২৪ সেপ্টেম্বর ১৯৩২ খ্রিস্টাব্দ, সময় রাত ১০টা ৪৫ মিনিট) ছিলেন মােট ১৫ জন বিপ্লবী এবং তাদের আক্রমণে পাহাড়তলি ক্লাবে উপস্থিত ৪০ জন ইউরােপীয়র মধ্যে ১ জন নিহত ও ১১ জন আহত হয়।
উপসংহার : পুলিশের সাথে গুলি বিনিময়ে আহত প্রীতিলতা নিজের বন্দুক অপরের হাতে তুলে দিয়ে বিষপান করে আত্মহত্যা করেন।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।