বঙ্গভঙ্গ-বিরােধী আন্দোলনে ছাত্রসমাজের ভূমিকা কী ছিল? 4 Marks/Class 10
উত্তর:-
ভূমিকা : উনিশ শতকের শেষে ছাত্রসমাজ বিবেকানন্দের ‘জাতীয়তাবাদী আদর্শ ও বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম’ মন্ত্র দ্বারা উদ্বুদ্ধ হয়েছিল এবং বিশ শতকের প্রথমে বঙ্গভঙ্গ-বিরােধী আন্দোলনে অংশগ্রহণ করেছিল।
ছাত্রদের ভূমিকা : বঙ্গভঙ্গ-বিরােধী আন্দোলনে ছাত্রদের অংশগ্রহণের বিভিন্ন দিক হল—
১. বয়কট আদর্শ প্রচার : বিদেশি দ্রব্যসামগ্রী ও স্কুল-কলেজ বর্জন করে বাংলার ছাত্ররা বঙ্গভঙ্গ-বিরােধী আন্দোলনের অন্যতম আদর্শ ‘বয়কট’ বা বিদেশি দ্রব্য বর্জনের আদর্শ প্রচার ও প্রসারে এবং জনমত গঠনে বিশেষভাবে সাহায্য করেছিল।
2. সভাসমিতি : বঙ্গভঙ্গকালে ছাত্ররা বিভিন্ন সভাসমিতিতে যােগদান করে এ প্রসঙ্গে ১৯০৫ খ্রিস্টাব্দের ১৭ ও ১৮ জুলাই রিপন কলেজের ছাত্র সমাবেশ এবং ৩১ জুলাই কলকাতার সব কলেজগুলির ছাত্র সমাবেশের কথা বলা যায়।
৩. স্বদেশি দ্রব্য বিক্রয় : স্বদেশি আদর্শ প্রচারের পাশাপাশি ছাত্ররা বাংলার বিভিন্ন স্থানে ৭৫টি শাখার মাধ্যমে দেশীয় পণ্যসামগ্রী বিক্রয় করত এবং বিদেশি দ্রব্যের দোকানের সামনে পিকেটিং করত।
৪. অ্যান্টি সার্কুলার সােসাইটি : বঙ্গভঙ্গ-বিরােধী আন্দোলন থেকে স্কুল-কলেজের ছাত্রদের দূরে রাখতে কার্লাইল সার্কুলার (১০ অক্টোবর, ১৯০৫ খ্রি.), পেডলার সার্কুলার (২১ অক্টোবর ১৯০৫ খ্রি.), লিয়ন সার্কুলার (১৬ অক্টোবর, ১৯০৫ খ্রি.) জারি করা হলে তার প্রতিবাদে বিপ্লবী ছাত্র-শচীন্দ্রপ্রসাদ বসু ‘অ্যান্টি সাকুল সােসাইটি’ প্রতিষ্ঠা করেন (৪ নভেম্বর, ১৯০৫ খ্রি.), যার প্রধান লক্ষ্য ছিল শাস্তিপ্রাপ্ত ও বহিষ্কৃত ছাত্রদের শিক্ষার ব্যবস্থা করা।
উপসংহার : বঙ্গভঙ্গ-বিরােধী আন্দোলনে ছাত্রদের যােগদান ছিল বাংলাকেন্দ্রিক। বাংলার বাইরের ছাত্ররা এই আন্দোলনে যােগ দেয়নি। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মতে, এই আন্দোলনকা ছাত্ররা ‘স্বনিয়ােজিত প্রচারক’-এর ভূমিকা পালন করেছিল।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।
 
					
Sir apner aii note ta khub valo. Thanks
Good wedsite learn and write important questions and answers .
Thank you.