অসহযােগ আন্দোলনে ছাত্রদের অংশগ্রহণকে তুমি কীভাবে বিশ্লেষণ করবে?

অসহযােগ আন্দোলনে ছাত্রদের অংশগ্রহণকে তুমি কীভাবে বিশ্লেষণ করবে?    4 Marks/Class 10

উত্তর:-

ভূমিকা : ভারতের জাতীয় আন্দোলনের ইতিহাসে প্রথম সর্বভারতীয় অসহযােগ আন্দোলনে ছাত্রদের যােগদান ছিল ব্যাপক। 

ছাত্রদের অংশগ্রহণ : অসহযােগ আন্দোলনকালে —
প্রথমত, স্থানীয় নেতাদের উদ্যোগে বয়কট কর্মসূচিকে সফল করতে উত্তরপ্রদেশ, বিহার, উড়িষ্যা ও আসামে ছাত্ররা শিক্ষা প্রতিষ্ঠান ও বিদেশি দ্রব্য বয়কট করে l
দ্বিতীয়ত, ছাত্রদের অনেকে কংগ্রেস ও খিলাফৎ স্বেচ্ছাসেবকরূপে চাঁদা সংগ্রহ, গঠনমূলক কাজ ও চরকা ব্যবহারের কর্মসূচি প্রচার করে।
তৃতীয়ত, বিকল্প জাতীয় শিক্ষার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত শিক্ষায়তনগুলিতে ছাত্ররা যােগদানের কর্মসূচিও গ্রহণ করে। এই উদ্দেশ্যে ১৯২১ খ্রিস্টাব্দের ১৬ জানুয়ারি কলকাতার শ্রদ্ধানন্দ পার্কে ছাত্ররা সমবেত হয়। বক্তব্য রাখেন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ, শ্যামসুন্দর চক্রবর্তী ও ওয়ালিদ হাসান।

সীমাবদ্ধতা : অসহযােগ আন্দোলনে ছাত্রদের যােগদানের ক্ষেত্রে কয়েকটি সীমাবদ্ধতাকে চিহ্নিত করা যায়, যেমন—
প্রথমত, বাংলা ও পাঞ্জাব ছাড়া অন্য কোথাও স্কুল-কলেজ সংক্রান্ত বয়কট প্রস্তাব তেমনভাবে কার্যকরী হয়নি; 
দ্বিতীয়ত, ছাত্ররা অসহযােগ আন্দোলনে যােগ দিয়ে শপথ নিয়েছিল যে, স্বরাজ অর্জন না করে তারা তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যাবে না। কিন্তু চৌরিচৌরায় হিংসার অজুহাতে অসহযােগ আন্দোলন প্রত্যাহার করা হলে ছাত্রদের মধ্যে বেশ হতাশা দেখা যায় এবং গান্ধিজির আন্দোলনে তাদের আস্থা কমে আসে।
তৃতীয়ত, এর ফলে বিপ্লবী আন্দোলনের প্রতি তাদের আগ্রহ বাড়ে এবং সেইসঙ্গে বাংলাদেশে বামপন্থী জঙ্গি আন্দোলনও তাদের মধ্যে ঘাঁটি গড়তে থাকে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment