Write a letter to the editor of a newspaper about the miserable condition of the hospitals you usually see around. You may use the following points: [তুমি চারপাশে হাসপাতালগুলােতে যেরকম দুর্দশা দেখছ, সে বিষয়ে সংবাদপত্র সম্পাদককে একটা চিঠি লেখাে। তুমি নীচের সংকেতগুলাে ব্যবহার করতে পারাে :]
Points: shabby walls and floors—posters and slogans on the walls-dirty beds for the patients—uncleaned and unhygienic toilets-doctors not always availablerude behaviour of the hospital staff-delayed admission process-patients uncared for-dogs and cats roaming around
Ans:-
To
The Editor
The Statesman
4 Chowringhee Square
Kolkata-700001
Sub: Miserable condition of city’s hospitals
Sir,
Please allow me some space in your esteemed daily to express my concern about the miserable condition of the hospitals in our city. Hospitals are supposed to be spick and span. But, contrary to our expectations, the floors and walls of the city’s hospitals are shabby. You may find posters and slogans on these walls. Toilets are not regularly cleaned. People are forced to use such unhygienic toilets. Beds for the patients are equally dirty. Doctors are not always available. But their 24×7 hours service is needed. Instead, you may find dogs and cats here and there. Taking a dying patient to a government hospital may be fatal, because few staff are there to attend to the patient immediately. They behave rudely and dilly-dally while admitting a patient. The government must take immediate steps to improve upon such dismal condition.
Dated: 25.10.19
Yours sincerely,
Sayantika Saha
P-17 Kshirode Vidyavinode Avenue
Kolkata-700003
বিষয়: শহরের হাসপাতালগুলির দুর্দশাগ্রস্ত অবস্থা
মহাশয়,
আমাদের শহরে হাসপাতালগুলাের দুর্দশাগ্রস্ত অবস্থার বিষয়ে উদবেগ প্রকাশ করার জন্য অনুগ্রহ করে আপনার বিখ্যাত সংবাদপত্রে আমাকে কিছুটা জায়গা দিন। হাসপাতালগুলাের ঝাঁ-চকচকে থাকাটাই প্রত্যাশিত। কিন্তু আমাদের প্রত্যাশার বিপরীতে শহরের হাসপাতালগুলাের মেঝে আর দেয়াল নােংরা। এই দেয়ালগুলােতে পােস্টার আর স্লোগান দেখতে পাবেন। শৌচাগারগুলাে নিয়মিত পরিষ্কার করা হয় না। লােকে এরকম অস্বাস্থ্যকর শৌচাগার ব্যবহার করতে বাধ্য হয়। রােগীদের বিছানাগুলােও সমান নােংরা। সবসময় ডাক্তারদের পাওয়া যায় না। কিন্তু তাদের ২৪x৭ পরিসেবার দরকার পড়ে। পরিবর্তে আপনি এখানে-সেখানে কুকুর ও বিড়াল দেখতে পাবেন। সরকারি হাসপাতালে মরণাপন্ন রােগীকে নিয়ে যাওয়াটা মারাত্মক হতে পারে কারণ প্রায় কোনাে হাসপাতাল কর্মী সঙ্গে সঙ্গে রােগীর দেখাশােনা করে না। তারা খারাপ ব্যবহার করে এবং রােগী ভরতির সময় দেরি করে। এরকম বিশ্রী অবস্থার উন্নতি করার জন্য সরকারের অবিলম্বে পদক্ষেপ করা উচিত।
তারিখ: ২৫.১০.১৯
আপনার বিশ্বস্ত,
সায়ন্তিকা সাহা
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।