Write a letter to the editor of an English daily expressing your concern about the harm caused to the environment by the use of plastic bags and cups

Write a letter to the editor of an English daily expressing your concern about the harm caused to the environment by the use of plastic bags and cups. [প্লাস্টিকের ব্যাগ এবং কাপের ব্যবহার পরিবেশের যে ক্ষতি করে সে বিষয়ে তােমার উদবেগ প্রকাশ করে একটি ইংরেজি দৈনিকের সম্পাদককে চিঠি লেখাে।]

Ans:-

To
The Editor
The Telegraph
6 Prafulla Sarkar Street
Kolkata-700001

Sub: Environmental pollution caused by the use of plastic bags and cups 

Sir, Please allow me some space in your esteemed daily to express my concern about the use of plastic bags and cups. These bags and cups are often found littered on the roadside. These are non-biodegradable commodities. As a result, they choke the drains and cause sewage problems. If burnt, they emit toxic gases causing air pollution. Thus the more we use these things the more serious becomes our danger. Our environment will be more polluted. Our planet will be less worthy of living. So, to save ourselves from such imminent danger, the use of plastic bags and plastic cups must be banned. In some reports, it is said that food or beverage put in such bags and cups becomes contaminated. Consumption of these things are injurious to health. People should be made more aware of all this. Your editorial column may be used for this purpose. 

Dated: 14.12.19

Yours sincerely,
Pratik Sharma
30C Jamir Lane Ballygunge
Kolkata-700019

বিষয়: প্লাস্টিকের ব্যাগ এবং কাপ ব্যবহারের কারণে পরিবেশ দূষণ

মহাশয়, 
প্লাস্টিকের কাপ এবং ব্যাগ ব্যবহারের বিষয়ে আমার উদবেগ প্রকাশ করার জন্য অনুগ্রহ করে আপনার সংবাদপত্রে আমাকে কিছুটা জায়গা দিন। এই ব্যাগ আর কাপগুলােকে প্রায়ই রাস্তার পাশে জমে থাকতে দেখা যায়। এগুলাে জৈব প্রক্রিয়ায় নষ্ট হয় না। ফলে তারা নর্দমা বুজিয়ে দেয় এবং নিকাশি ব্যবস্থায় সমস্যা তৈরি করে। যদি পােড়ানাে হয়, সেগুলাে বিষাক্ত গ্যাস বের করে পরিবেশ দূষণের কারণ হয়। এভাবে আমরা যত এই জিনিসগুলাে ব্যবহার করব তত আমাদের বিপদ বাড়বে। আমাদের পরিবেশ আরও দূষিত হবে। আমাদের গ্রহ বসবাসের পক্ষে আরও অনুপযুক্ত হবে। তাই এরকম আসন্ন বিপদ থেকে নিজেদের বাঁচানাের জন্য প্লাস্টিক ব্যাগ এবং প্লাস্টিক কাপের ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা উচিত। কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে যে এরকম ব্যাগ আর কাপে খাদ্য বা পানীয় রাখলে সেগুলাে দূষিত হয়ে যায়। এরকম জিনিস খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। লােককে এ বিষয়ে আরও সচেতন করা উচিত। আপনার সম্পাদকীয় স্তম্ভকে এই উদ্দেশ্যে ব্যবহার করা যায়। 

তারিখ: ১৪.১২.১৯

আপনার বিশ্বস্ত,
প্রতীক শর্মা

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment