“কেননা ওঝাকেই আগেভাগে ভূতে পেয়ে বসেছে।” ওঝাকে ভূতে পেলে কী ক্ষতি হওয়ার কথা লেখক বলেছেন? Mark 5 | Class 11
উত্তর:- রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কর্তার ভূত’ রচনায় দেশের মানুষকে যখন ভূতে পায় তখন তাদেরকে ভূত ছাড়ানাের প্রসঙ্গে ওঝার কথা এনেছেন। লেখকের মতে আমাদের দেশের বেশিরভাগ মানুষই প্রাচীনপন্থী। অতীতের জরাজীর্ণ সংস্কার নিয়ে বেঁচে থাকতেই তারা বেশি ভালােবাসে। কাউকে ভূতে পেলে ওঝা তুকতাক মন্ত্র আউড়ে, ঝাঁটা-জুতাে দিয়ে মেরে ভূতে পাওয়া মানুষের ঘাড় থেকে ভূত নামায়। তাই দেশে ভূতের বাড়াবাড়ি ঘটলে ওঝার খোঁজ পড়ে। ভালাে ওঝা ভূতের প্রভাব দূর করে। মানুষকে বাস্তব-চেতনা দান করতে পারে। মানুষকে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার শিক্ষা দেয় সে। দেশের অগ্রগতিতে তাই ওঝার একটা গুরুত্ব থেকেই যায়। কিন্তু এদেশে সে পথ বন্ধ। কারণ এদেশে ওঝাকেই আগেভাগে ভূতে পেয়েছে।
এদেশের ওঝা নিজেই অন্ধ কুসংস্কারে আচ্ছন্ন। সে অতীত সংস্কারগ্রস্ত। অতীতের নিয়মনীতি, ভাবনা বাদ দিয়ে এক পা-ও চলতে পারে না। ওঝা নিজে ভূতগ্রস্ত হয়েই ভূতের চিকিৎসা করে বলে কোনাে ফল পাওয়া যায় না। তাই কর্তার ভূত এদেশের মানুষকে ছেড়ে যায় না। ভুতুড়ে জেলখানায় এদেশের মানুষ বন্দি। তারা দিবারাত্র ঘানি টেনে চলে কিন্তু তেল বেরােয় না। তাই দেশ ক্রমশ পিছিয়ে পড়ছে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।