দশম শ্রেনী (মাধ্যমিক) দেশীয় রাজ্য বলতে কী বােঝায়?

দেশীয় রাজ্য বলতে কী বােঝায়? 

দেশীয় রাজ্য বলতে কী বােঝায়?    4 Marks/Class 10

উত্তর:- ঔপনিবেশিক ভারতে প্রত্যক্ষভাবে ব্রিটিশ শাসিত এলাকা ছড়াও এদেশীয় রাজা বা শাসাক দ্বারা স্বায়ত্তশাসিত রাজ্যের অস্তিত্ব ছিল। এই রাজ্যগুলিই দেশীয় রাজ্য নামে পরিচিত ছিল, যেমন হায়দরাবাদ, কাশ্মীর, জুনাগড়, মহীশূর, বরােদা রাজ্য।

বৈশিষ্ট্য : দেশীয় রাজ্যগুলির কয়েকটি বৈশিষ্ট্য ছিল, যেমন— 

১. স্বৈরাচারী শাসন : এই রাজ্যগুলিতে বিভিন্ন ধর্মী উপাধিধারী শাসকদের (নিজাম’ বা ‘রাজা’ বা ‘নবাব’ বা ‘মহারাজা’ বা ‘ঠাকুর) স্বৈরশাসন ছিল এবং ব্রিটিশ সরকার দ্বারা এইসব শাসকরা ‘প্রিন্স’ বা রাজকুমার’ নামে অভিহিত হতেন। 

২. আয়তনগত দিক : দেশীয় রাজ্যগুলির আকার ছিল ছােটো, বড়াে, মাঝারি বা বিভিন্ন ধরনের এবং এগুলির মধ্যে সর্ববৃহৎ ছিল হায়দরাবাদ।

৩. তােপধ্বনি : দেশীয় রাজ্যগুলির মধ্যে ১২০টি রাজ্যের জন্য ‘তােপধ্বনি’ বা ‘গান-স্যালুট’-এর ব্যবস্থা ছিল এবং সাধারণত ৩ থেকে ২১টির মধ্যে যে-কোনাে বিজোড় সংখ্যক তােপধ্বনি দ্বারা দেশীয় রাজা সম্মানিত হতেন।

৪. পরিসেবা দান : দেশীয় রাজ্যগুলির অধিকাংশ রাজ্য ব্রিটিশ সেনাদল, ভারতীয় সেনাদল অথবা আঞ্চলিক পুলিশ বাহিনীতে পরিসেবা দান করত এবং এর পরিবর্তে দেশীয় রাজ্যের শাসকরা ব্রিটিশ সেনাবাহিনীতে সাম্মানিক পদলাভ করত। 

৫. অনগ্রসরতা : বেশিরভাগ দেশীয় রাজ্য অর্থনৈতিক দিক দিয়ে ছিল পশ্চাদপদ এবং অধীনস্থ প্রজাদের ওপর ছিল করের বােঝা।

৬. ব্রিটিশ অনুগামী গােষ্ঠী : দেশীয় রাজ্যগুলির অধিকাংশই ছিল ব্রিটিশ সরকারের অনুগত এবং স্বাভাবিক কারণেই ব্রিটিশ সরকার এদের স্বার্থ রক্ষায় যত্নবান ছিল।

উপসংহার : ভারতের স্বাধীনতার প্রাক্কালে ভারতীয় সীমানার মধ্যে অবস্থিত দেশীয় রাজ্যগুলিকে ভারত অথবা পাকিস্তানের সঙ্গে যােগ দেওয়া বা স্বাধীন রাখার ব্যবস্থা করা হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!