Write a letter to your friend about the important places of your town. [তােমার শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলির ব্যাপারে বন্ধুকে চিঠি লেখাে।]
Points: Some places of historical and scientific importance—why famous-Foreigners and Indian nationals always visit-a brief chalk out of your plan to be there
Ans:-
Murshidabad
Pin Code: 742149
10 May 2017
My dear Rubina, I am happy to know that you are coming to visit our Murshidabad in December. If you come here, we will visit the nearby historical places, namely the Hazarduari Palace Museum, the Katra Masjid, the Motijheel Park, the Khosh Bagh, the Imambara, the tomb of Siraj-udDaulah and the like. The Hazarduari Palace has about one thousand doors. It is only a kilometer away from the centre of the town. It was the fortress of the Nawabs. Then we will visit the Imambara. Nawab Siraj-ud-Daulah built it. Later it was burnt. The present Imambara was built in 1847. The Katra Masjid is a mosque and the tomb of Nawab Murshid Quli Khan. The town of Murshidabad was named after that Nawab. The Motijheel Park is a well-maintained and well decorated park. The garden has a legacy of pre-colonial history of Bengal. All these places are frequently visited by tourists from the country and abroad. Hopefully, within two or three days we can visit all such places. I am keenly awaiting to enjoy the history of Bengal with you.
Yours ever,
Animul
STAMP
Rubina Khatoon
C/O Sk. Rahaman
17 Dilkhusa Street,
Kolkata – 700017
আমার প্রিয় রুবিনা, আমি এটা জেনে খুশি হলাম যে তুই ডিসেম্বরে আমাদের মুরশিদাবাদে ঘুরতে আসছিস। তুই এখানে এলে আমরা হাজারদুয়ারি প্রাসাদ মিউজিয়াম, কাটরা মসজিদ, মােতিঝিল উদ্যান, খােশ বাগ, ইমামবারা, সিরাজউদদৌলার সমাধিস্তম্ভের মতাে কাছেপিঠের ঐতিহাসিক জায়গায় ঘুরতে যাব। হাজারদুয়ারি প্রাসাদে প্রায় হাজারটা দরজা আছে। এটা শহরের কেন্দ্রবিন্দু থেকে মাত্র এক কিলােমিটার দূরে। এটা নবাবদের দূর্গ ছিল। তারপর আমরা ইমামবারায় ঘুরতে যাব। নবাব সিরাজউদৌলা এটা নির্মাণ করেছেন। পরে এটাকে পুড়িয়ে দেওয়া হয়। বর্তমান ইমামবারাটি নির্মিত হয় ১৮৪৭ খ্রিস্টাব্দে। কাটরা মসজিদ একটা মসজিদ ও নবাব মুরশিদ কুলি খাঁর সমাধিস্তম্ভ। মুরশিদাবাদ শহরটির নামকরণ এই নবাবের নামানুসারে করা হয়। মােতিঝিল উদ্যানে রক্ষণাবেক্ষণ খুবই ভালাে এবং এটি সুন্দরভাবে সাজানাে। বাগানটি বাংলার প্রাক্-ঔপনিবেশিক ইতিহাসের চিহ্ন বহন করেছে। দেশবিদেশ থেকে প্রায়ই পর্যটকরা এই সমস্ত জায়গায় ঘুরতে আসে। আশাকরি দু-তিন দিনের মধ্যে আমরাও এই সমস্ত জায়গা ঘুরে নিতে পারব। আমি আগ্রহভরে এই অপেক্ষায় আছি তাের সাথে বাংলার ইতিহাস উপভােগ করব। ভালােবাসা-সহ,
তাের চিরদিনের,
আনিমূল
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।