জেটপ্লেনগুলি ওজোন স্তর ধ্বংসের জন্য কীভাবে দায়ী?
অথবা, ওজোন স্তর ধ্বংসে নাইট্রোজেনের অক্সাইডগুলির ভূমিকা উল্লেখ করাে।
উত্তর:- স্ট্র্যাটোস্ফিয়ারে বায়ুর ঘনত্ব কম। এ কারণে জেটপ্লেনগুলি স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের মধ্য দিয়ে প্রায় বিনা বাধায় চলাচল করে। জেট বিমানগুলি প্রচুর পরিমাণে নাইট্রিক অক্সাইড (NO) গ্যাস নির্গত করে। এই নির্গত NO-এর সাথে স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোন গ্যাসের বিক্রিয়ায় NO2 (নাইট্রোজেন ডাইঅক্সাইড) ও O2 উৎপন্ন হয়। আবার স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে অতিবেগুনি রশ্মির প্রভাবে O3 ও O2 -এর বিয়ােজন ঘটে সর্বদা অক্সিজেন পরমাণু সৃষ্টি হয়। এই অক্সিজেন পরমাণুর সাথে উৎপন্ন NO2 অণু বিক্রিয়া করে পুনরায় NO-তে। রূপান্তরিত হয়।
NO + O3 → NO2 + O2, NO2 + O → NO + O2
এভাবে জেট বিমানগুলি থেকে নির্গত নাইট্রোজেন অক্সাইডের দ্বারা ওজোন স্তরের ক্ষয় ঘটে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।