গ্রিনহাউস গ্যাসের উৎপাদন ও বিশ্বউষ্ণায়ন একে অপরকে ত্বরান্বিত করে কীভাবে

গ্রিনহাউস গ্যাসের উৎপাদন ও বিশ্বউষ্ণায়ন একে অপরকে ত্বরান্বিত করে কীভাবে?
অথবা, গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি বিশ্বউষ্ণায়নকে এবং বিশ্বউষ্ণায়ন গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধিকে ত্বরান্বিত করে – ব্যাখ্যা করাে। Class 10 | Physical Science | পরিবেশের জন্য ভাবনা

উত্তর:- বায়ুতে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি পেলে ভূপৃষ্ঠ থেকে বিকিরিত তাপের প্রায় সমস্ত অংশই ভূপৃষ্ঠে ফিরে আসে ও ফলস্বরূপ বিশ্বউষ্ণা়য়ন বৃদ্ধি পায়। বিশ্বউষ্ণায়নের  ফলে পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পেলে 1) জলাশয়ের জল অধিক পরিমাণে বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প মুক্ত করবে। 2) রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার ইত্যাদির ব্যবহার বৃদ্ধি পাবে যার দরুন বায়ুতে প্রচুর পরিমাণে CFC মুক্ত হবে। 3) দাবানলের সম্ভাবনা বৃদ্ধি পাবে যার দরুন বহুল পরিমাণ CO2 বায়ুতে মিশবে। এইভাবে বিশ্বউষ্ণায়নের প্রভাবে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাবে যা পুনরায় বিশ্বায়নের পথকে প্রশস্ত করবে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment