Class 10 আধুনিক ভারতের ইতিহাসচর্চায় ফোটোগ্রাফের ব্যবহার কীভাবে করা হয় সে সম্পর্কে বিশ্লেষণ করাে।

আধুনিক ভারতের ইতিহাসচর্চায় ফোটোগ্রাফের ব্যবহার কীভাবে করা হয় সে সম্পর্কে বিশ্লেষণ করাে।

আধুনিক ভারতের ইতিহাসচর্চায় ফোটোগ্রাফের ব্যবহার কীভাবে করা হয় সে সম্পর্কে বিশ্লেষণ করাে। Mark 4 | Class 10

উত্তর:-

ভূমিকা : ১৮৫০-র দশকে ভারতে ফোটোগ্রাফি বা ক্যামেরায় ছবি তােলা শুরু হলে আধুনিক ভারতের ইতিহাসচর্চায় ‘ফোটোগ্রাফের ব্যবহার’ এক ধরনের নতুন ঐতিহাসিক উপাদান হয়ে ওঠে।

উপাদান : ফোটোগ্রাফি আলােকচিত্র থেকে ভারতের  ইতিহাসের যে-সমস্ত উপাদান পাওয়া যায় সেগুলি হল-

১) স্থাপত্য ও প্রত্নক্ষেত্র সংরক্ষণ : ভারতে ফোটোগ্রাফির ব্যবহার শুরু হলে ভারতের স্থাপত্য ও প্রত্নক্ষেত্রগুলিকে ফোটোগ্রাফির মাধ্যমে সংরক্ষণের নির্দেশ দেওয়া হয় এবং সংরক্ষিত প্রত্নক্ষেত্রগুলির ফোটোগ্রাফি সংরক্ষণ ইতিহাসে গুরুত্বপূর্ণ উপাদান হয়ে ওঠে। 

২) ১৮৫৭-র বিদ্রোহ : উনিশ শতকে ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকালের বিভিন্ন মুহূর্তকে ধরে রাখতে ফোটোগ্রাফির সাহায্য নেওয়া হয়। কলকাতা, বােম্বাই, লক্ষৌ প্রভৃতি স্থানের বিদ্রোহের ছবি এই বিদ্রোহের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উপাদান।

৩) রাজকীয় অনুষ্ঠানের ছবি : উনিশ শতকের দ্বিতীয়ার্ধে ‘দিল্লি দরবার’, কলকাতায় ইংল্যান্ডের রাজপরিবার সদস্যদের আগমন বা বিভিন্ন ভাইসরয়ের কার্যগ্রহণের দিন ও অবসরগ্রহণের দিন বা বিভিন্ন ঘটনার ছবি তুলে রাখা হয়, যার মাধ্যমে ভারতে ব্রিটিশ প্রশাসন ও ইংল্যান্ডের রাজপরিবারের সঙ্গে ভারতের যােগসূত্র ফুটে ওঠে।

উপসংহার : ইতিহাসের উপাদানরূপে ফোটোগ্রাফি এক মূল্যবান আকরসূত্র। এগুলি বাস্তবসম্মত কেননা কোনাে ব্যক্তি ও ঘটনার আলােকচিত্রের সত্যতা অস্বীকার করা যায় না।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment