Class 6 Class 6 History আদিম মানুষের যুগ থেকে ইতিহাস এসে পড়ল সভ্যতার যুগে—বিশ্লেষণ করাে।

আদিম মানুষের যুগ থেকে ইতিহাস এসে পড়ল সভ্যতার যুগে—বিশ্লেষণ করাে। 

আদিম মানুষের যুগ থেকে ইতিহাস এসে পড়ল সভ্যতার যুগে—বিশ্লেষণ করাে। 

উত্তর:

আদিম মানুষ যেদিন থেকে জোট বেঁধে বাস করতে শুরু করে, সেদিন থেকেই সভ্যতার সূচনা হয়। এরপর ধীরে ধীরে গড়ে ওঠে সমাজ। কৃষি, পশুপালন ও বাণিজ্য—এমনই বিভিন্ন ধরনের জীবিকার সাহায্যে মানুষ উপার্জন করা শুরু করে। উন্নত হয় মানুষের জীবনযাত্রা। এরপর ক্রমে তারা লিখতে শেখে, গড়ে ওঠে গ্রাম ও নগর। এভাবেই তৈরি হয় সভ্যতা ও সংস্কৃতি এবং আদিম মানুষ হয়ে ওঠে সভ্যতারই অগ্রদূত।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!