আদিম মানুষের সভ্যতা ও সংস্কৃতি সম্বন্ধে উল্লেখ করাে।
অথবা,
আদিম মানুষের জীবনযাত্রার মান ধীরে ধীরে কীভাবে উন্নত হয়েছিল? Mark 5 | Class 6
উত্তর:-
সূচনা: পাথরের যুগ থেকে আদিম মানুষের জীবনযাত্রার প্রণালী ধীরে ধীরে উন্নত হয়ে ওঠে।
আদিম মানুষের সভ্যতা ও সংস্কৃতি
আদিম মানুষের সভ্যতা ও সংস্কৃতি নতুন পাথরের যুগে এসে আদিম মানুষ উন্নত হাতিয়ার, পশুপালন ও কৃষিকাজ, স্থায়ী বসতি প্রভৃতি বানাতে শেখে। এইভাবেই আদিম মানুষ সভ্যতার সূচনা ঘটায়। সভ্যতার সঙ্গেই গড়ে ওঠে আদিম মানুষের সংস্কৃতি। নতুন পাথরের যুগে যাযাবর জীবন ছেড়ে মানুষ কৃষিকাজে অভ্যস্ত হয়। চাষের জমিকে কেন্দ্র করে স্থায়ী বসতি স্থাপিত হয়। জীবনধারণের পাশাপাশি মানুষ যে সমস্ত কাজকর্ম করতে শেখে সেগুলি হয়ে ওঠে তার সংস্কৃতির অংশ। প্রকৃতি ও পরিবেশকে নিজের মতাে করে মানুষ ব্যবহার করতে শেখে। ঠান্ডা থেকে বাঁচার জন্য আদিম মানুষ গাছের ছাল বা মরা পশুর চামড়া পরতে শেখে। এইভাবে আদিম মানুষ ঠান্ডা থেকে বাঁচার যে উপায় বের করে তা ক্রমে তার সংস্কৃতির অংশ হয়ে ওঠে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।