Bahuvikalpa Vittik Prashna Parichiti o Anusilon Is The New MCQ (Multi Choice Question) Published by Banglar Shiksha Portal. In This Article We Will Will Discuss About Class 5 Bengali Bahuvikalpa Vittik Prashna Parichiti o Anusilon With Answers.
বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলন হল বাংলার শিক্ষা পোর্টাল এর MCQ (Multi Choice Question) যেগুলো ছাত্রছাত্রীদের সমাধান করে বিদ্যালয়ে জমা দিতে বলা হয়েছে । এই আর্টিকেল এ পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলন উত্তরসহ আলোচনা করা হয়েছে ।
বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি
বাংলা
পঞ্চম শ্রেণি
ভাগ ১ – নীচে দেওয়া অংশটি পড়াে :
প্রৌঢ় বয়সে বিদ্যাসাগর মহাশয় তাঁর নিজের রচিত বাংলা ও সংস্কৃত শেখার জন্য বইগুলি মুদ্রিত ও বিক্রয় করে অনেক টাকা উপার্জন করেন। তাঁর মৃত্যুর পূর্বে প্রায় বিশ বৎসর তিনি বার্ষিক তিরিশ হাজার টাকা আয় করেন এইভাবে। কিন্তু সে টাকা সমস্তই ছেলেমেয়েদের ইস্কুল, মেট্রোপলিটন কলেজ (এখন তার নাম বিদ্যাসাগর কলেজ), সমাজের মঙ্গলের জন্য বিধবাবিবাহ আইন সিদ্ধ করার আন্দোলন, দুর্ভিক্ষ ও মহামারীতে নিজের আহার্য দিয়েও চিকিৎসা করে তােক বাঁচানাে, এই ব্যাপারে খরচ হয়ে যেত। বাড়ির লােকের জন্য ব্যবস্থা ছিল মােটা ভাত মােটা কাপড়ের, যা তিনি নিজেও চিরকাল নিজের জন্য ব্যবস্থা করেছিলেন।
নীচের দেওয়া প্রশ্নগুলির ঠিক উত্তরটিতে গোল দাগ দাও ।
1.বিদ্যাসাগর তার বই বিক্রি করে উপার্জন করেন
A) যুবক বয়সে
B) প্রৌঢ় বয়সে
C) বৃদ্ধ বয়সে
D) অতি বৃদ্ধ বয়সে
উত্তর: B) প্রৌঢ় বয়সে
2. বই বিক্রি করে জীবনের শেষ ভাগে বিদ্যাসাগরের বার্ষিক আয় ছিল
A) দশ হাজার টাকা
B) কুড়ি হাজার টাকা
C) তিরিশ হাজার টাকা
D) চল্লিশ হাজার টাকা
উত্তর: C) তিরিশ হাজার টাকা
3. এখানকার বিদ্যাসাগর কলেজ এর আগের নাম ছিল
A) মেট্রোপলিটন কলেজ
B) সিটি কলেজ
C) রিপন কলেজ
D) সেন্ট স্টিফেন্স কলেজ
উত্তর: A) মেট্রোপলিটন কলেজ
4. বিদ্যাসাগরের নামের সঙ্গে যে সমাজ সংস্কার আন্দোলনে যুক্ত
A) সতীদাহ প্রথা রদ
B) কৃষকদের খাজনা রদ
C) বিধবা বিবাহ আইন নিষিদ্ধ করা
D) পর্দা প্রথার অবসান
উত্তর: C) বিধবা বিবাহ আইন সিদ্ধ করা
5. মোটা ভাত মোটা কাপড় কথাটি যা বোঝায়
A) অত্যন্ত দারিদ্র্য
B) বিলাসীতাহিন জীবন কাটানো
C) অত্যান্ত কৃপণতা
D) অত্যান্ত বঞ্চনা
উত্তর: B) বিলাসীতাহিন জীবন কাটানো
ভাগ ২ -নীচে দেওয়া অংশটি পড়াে :
শুধু দুধ ভাত নয়, মাছে-ভাতে বাঁচার স্বপ্নও বাঙালি দেখেছে তার জীবন-যাপনের গােড়ার দিনটি থেকে। ভাতের সঙ্গে মাছের নানান পদ, নিদেনপক্ষে এক আধ টুকরাে, বাঙালির নিত্য অভ্যাসে। নেমন্তন্নে রুই-কাতলা খাওয়ানাের রেওয়াজ ছিল বাঙালি পরিবারগুলিতে। গােয়াল ভরা গােরু, গােলা ভরা ধান, পুকুর ভরা মাছ—এ সবই এখন বাঙালি জীবনের স্বপ্নে দেখা রূপকথা। তবু মাছ-ভাত আজও প্রায় সর্বস্তরের বাঙালির মূল খাদ্য। সর্ষে বাটা দিয়ে মাখাে মাখাে বােয়াল, ফুলকপি দিয়ে ভেটকি, কই, মৌরলার অম্বল, বাটার পাতলা ঝােল, মুলাে দিয়ে বড় শােল মাছ রান্না যাঁরা আবিষ্কার করেছিলেন, তারা কি এই পৃথিবীর মানুষ ছিলেন? নাকি কোনাে স্বর্গের বাসিন্দা? সন্দেহ জাগে।
6. দুধ-ভাত এর মতই বাঙালি আর যাতে বাঁচার স্বপ্ন দেখেছে
A) ডাল ভাতে
B) হাসি কান্নায়
C) ডালে ফলে
D) মাছে ভাতে
উত্তর: D) মাছে ভাতে
7. নেমন্তন্নে বাঙালি পরিবারের রেওয়াজ ছিল
A) দুধ ঘোল খাওয়ানো
B) রুই-কাতলা খাওয়ানো
C) অতিথিকে পান সুপারি দেওয়া
D) অতিথিকে উপহার দেওয়া
উত্তর: B) রুই-কাতলা খাওয়ানো
8. এখানকার বাঙালি জীবনের স্বপ্ন দেখা রূপকথা
A) গোয়াল ভরা গরু
B) গোলা ভরা ধান
C) পুকুর ভরা মাছ
D) সবকটি
উত্তর: D) সবকটি
9. ফুল কপি দিয়ে রান্না হতো
A) বাটা মাছ
B) মৌরলা মাছ
C) ভেটকি মাছ
D) বোয়াল মাছ
উত্তর: C) ভেটকি মাছ
10. যারা এই পৃথিবীর মানুষ ছিলেন কি না তা নিয়ে সন্দেহ যাদের
A) সেকালের দাপুটে জমিদাররা
B) মাছ ধরা পুকুরের মালিকরা
C) সেকালের মাছের নানা পদের রাধুনীরা
D) অনুষ্ঠান বাড়ির কর্তারা
উত্তর: C) সেকালের মাছের নানা পদের রাধুনীরা
Read Also:
Class 5 Part 8 / Combined Model Activity Task 2021 (কম্বাইন্ড অ্যাক্টিভিটি টাস্ক)
Class 5 Amader Poribesh (আমাদের পরিবেশ) বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ)
Class 5 Mathematics (গণিত) বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ)
Class 10 Bengali (বাংলা) বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ)
Class 3 All Subject বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ)
Class 8 All Subject বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ)
Class 10 All Subject বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ)
11. সবুজ সাথী প্রকল্পে নবম থেকে দ্বাদশ শ্রেণীর সমস্ত পড়ুয়াকে বিনামূল্যে দেওয়া হয়
A) বিদ্যালয়ের পোশাক
B) পাঠ্যপুস্তক
C) মধ্যাহ্ন কালীন আহার
D) সাইকেল
উত্তর: D) সাইকেল
12. ‘আই সি টি @ স্কুল’-এর মতাে বিদ্যালয়ে কম্পিউটারের ব্যবস্থা করেছে এমন আরেকটি প্রকল্প হলাে
A) কন্যাশ্রী
B) দুয়ারে সরকার
C) কে – ইয়ান
D) লক্ষ্মীর ভাণ্ডার
উত্তর: C) কে – ইয়ান
13. পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে প্রত্যেক পড়ুয়াকে বিদ্যালয়ের পােশাক দেওয়া হয়
A) প্রথম – পঞ্চম শ্রেণি পর্যন্ত
B) পঞ্চম – অষ্টম শ্রেণি পর্যন্ত
C) নবম – দ্বাদশ শ্রেণি পর্যন্ত
D) প্রথম – অষ্টম শ্রেণি পর্যন্ত
উত্তর: D) প্রথম – অষ্টম শ্রেণি পর্যন্ত
14. পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রথম-অষ্টম শ্রেণি পর্যন্ত সমস্ত ছাত্র-ছাত্রীর জন্য ব্যবস্থা করা হয়েছে
A) কম্পিউটারের
B) মধ্যাহ্নকালীন আহারের
C) বিনামূল্যে পাঠ্যপুস্তকের
D) সবুজসাথী প্রকল্পের
উত্তর: B) মধ্যাহ্নকালীন আহারের
15. ‘স্থিরীকৃত’ শব্দের একটি সমার্থক শব্দ হলাে
A) প্রদত্ত
B) প্রকল্পিত
C) অনুমিত
D) অনুমােদিত
উত্তর: D) অনুমােদিত
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।