দশম শ্রেনী (মাধ্যমিক) Class 10 Physical Science বায়ুমণ্ডল কাকে বলে? এর মূল উপাদান কী কী?

বায়ুমণ্ডল কাকে বলে? এর মূল উপাদান কী কী?

বায়ুমণ্ডল কাকে বলে? এর মূল উপাদান কী কী? 1+1 Class 10 | Physical Science | পরিবেশের জন্য ভাবনা

উত্তর:- ভূপৃষ্ঠ থেকে প্রায় 1600 কিমি উচ্চতা পর্যন্ত যে অদৃশ্য গ্যাসীয় আবরণ বলয়াকারে বিস্তৃত থেকে পৃথিবীকে ঘিরে রেখেছে তাকে বায়ুমণ্ডল বলে। মাধ্যাকর্ষণ বলের প্রভাবে এই আবরণ ভূপৃষ্ঠের সঙ্গে সংযুক্ত হয়ে থাকে। 

বায়ুমণ্ডলের মূল উপাদানগুলি হল নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, আর্গন, ওজোন, হাইড্রোজেন, জলীয় বাষ্প ও ধূলিকণা।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment