উষ্ণতা ও উচ্চতার ভিত্তিতে বায়ুমণ্ডলকে কয়টি স্তরে ভাগ করা হয় এবং কী কী?

উষ্ণতা ও উচ্চতার ভিত্তিতে বায়ুমণ্ডলকে কয়টি স্তরে ভাগ করা হয় এবং কী কী? 3 Class 10 | Physical Science | পরিবেশের জন্য ভাবনা

উত্তর:- উষ্ণতা ও উচ্চতার ভিত্তিতে বায়ুমণ্ডলকে মূলত পাঁচটি স্তরে ভাগ করা হয়। এগুলি হল—ট্রোপােস্ফিয়ার বা ক্ষুদ্ধমণ্ডল, স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্তমণ্ডল, মেসােস্ফিয়ার, থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার।

স্তরভূপৃষ্ঠ থেকে উচ্চতাউষ্ণতার পরিসর (°C)
ট্রোপােস্ফিয়ার0-12 km+15 থেকে – 60 (উচ্চতা বৃদ্ধিতে কমে)
স্ট্র্যাটোস্ফিয়ার12-45 km– 60 থেকে 0 (উচ্চতা বৃদ্ধিতে বাড়ে)
মেসােস্ফিয়ার45-85 km0 থেকে – 100 (উচ্চতা বৃদ্ধিতে কমে)
থার্মোস্ফিয়ার85-500 km– 100 থেকে + 1200 (উচ্চতা বৃদ্ধিতে বাড়ে)
এক্সোস্ফিয়ার500-1000km> 1200

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment