বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি বর্ণনা করাে। 

প্রশ্ন: বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি বর্ণনা করাে। [ 5 Marks ]

অথবা, বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্র সহ বর্ণনা করাে।

উত্তর: বায়ুর ক্ষয়কার্যের মাধ্যমে নিম্নের ভূমিরপগুলি তৈরি থাকে। যথা –

বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি হলাে –

1. গৌর : মরু অঞ্চলে কোনাে বৃহৎ শিলাখণ্ডের নীচের  অংশ কোমল শিলাস্তর দ্বারা গঠিত হলে নীচের অংশ দ্রুত ক্ষয় পেতে শুরু করে। ফলে উপরের অংশ ব্যাঙের ছাতার মতাে চওড়া ও চ্যাপ্টা হয়ে অবস্থান করে। এইপ্রকার ভূমিরূপকে গৌর বলে।

গৌর

2. জুইগেন : মরু অঞ্চলে ভূপৃষ্ঠের সাথে আড়াআড়িভাবে কঠিন ও কোমল শিলা উপর-নীচে অবস্থান করলে প্রবল বায়ুপ্রবাহের আঘাতে কোমল শিলা বেশি এবং কঠিন শিলা অল্প ক্ষয়প্রাপ্ত হয়। এর ফলে শিলার উপরের অংশ চওড়া ও চ্যাপ্টা এবং নীচের অংশ সরু ও সংকীর্ণ হয়ে এক ধরনের মূর্তি গঠন করে। তাদের জুইগেন বলে।

জুইগেন

3. ইনসেলবার্জ : মরু অঞলে কঠিন শিলা দ্বারা গঠিত অঞল দীর্ঘদিন ধরে ক্ষয়ের ফলে প্রায় সমতলভূমিতে পরিণত হয়। এইরূপ সমতল অঞলে কঠিন শিলাস্তর অনেকসময় অনুচ্চ টিলার আকারে বিচ্ছিন্নভাবে দাড়িয়ে থাকে। গােলাকৃতির এইসব অনুচ্চ টিলাকে ইনসেলবার্জ বলে।

ইনসেলবার্জ

4. ইয়াদাং : মরু অঞলে কঠিন ও কোমল শিলাস্তর ভূপৃষ্ঠের সাথে লম্বালম্বিভাবে অবস্থান করলে অবঘর্ষের ফলে কোমল শিলাস্তর দ্রুত ক্ষয়ে যায়। ফলে কঠিন শিলাস্তর পরস্পর বিচ্ছিন্ন হয়ে টিলার আকারে দাঁড়িয়ে থাকে, তাদের ইয়ার্দাং বলে।

ইয়াদাং

Read Also:

বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও।

বায়ুর ক্ষয়কার্যের প্রভাব কোথায় সর্বাপেক্ষা বেশি?

হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের বর্ণনা দাও।

নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা করাে।

বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি বর্ণনা করাে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment