বায়ুর সঞ্জয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি বর্ণনা করাে। 

প্রশ্ন: বায়ুর সঞ্জয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি বর্ণনা করাে। [ 5 Marks ]

অথবা, বায়ুর সঞ্জয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্র সহ বর্ণনা করাে।

উত্তর: বায়ুর সঞ্জয়কার্যের মাধ্যমে নিম্নের ভূমিরপগুলি তৈরি থাকে। যথা –

বায়ুর সঞ্জয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি হলাে – 

1. বার্খান : মরু অঞ্চলে বায়ুর সঞ্চয়কার্যের ফলে গঠিত বালিয়াড়িগুলি দেখতে অনেকটা অর্ধচন্দ্রাকৃতির হয়। এর প্রতিবাত ঢাল উত্তল এবং অনুবাত ঢাল অবতল আকৃতির, একে বাখান বলে।

বার্খান

2. সিফ বালিয়াড়ি : মরু অঞ্চলে বায়ুর সঞ্চয়কার্যের ফলে বায়ুপ্রবাহের সমান্তরালে গঠিত বালিয়াড়ির আকৃতি তলােয়ারের মতাে লম্বা ও সামান্য বাঁকা প্রকৃতির হয়, তাকে সিফ বালিয়াড়ি বলে।

সিফ বালিয়াড়ি

3. লােয়েস সমভূমি : জার্মান শব্দ ‘লােয়েস’ কথার অর্থ সূক্ষ্ম পলি। অতিসূক্ষ্ম বালুকণা, মাটির কণা বায়ুর দ্বারা পরিবাহিত হয়ে কোনাে নীচু স্থানে জমা হয়ে যে সমভূমি গঠন করে, তাকে লােয়েস সমভূমি বলে।

লােয়েস সমভূমি

Read Also

হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি বর্ণনা করাে।

মরু অঞলের প্রসারণের কারণ ও প্রতিরােধের উপায় কী তা আলােচনা করাে।

বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি বর্ণনা করাে।

বায়ুর সঞ্চয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি বর্ণনা করাে।

মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরপগুলি চিত্র সহ বর্ণনা

পৃথিবীর মরু ও উপকূল অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্যের কারণ কী তা আলােচনা করাে।

নদীর বহন ক্ষমতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? সুন্দরবন অঞ্চলের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব কী তা সংক্ষেপে আলােচনা করাে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment