ভারতে সংগঠিত দুটি পরিবেশ আন্দোলনের নাম লেখাে।

প্রশ্ন : ভারতে সংগঠিত দুটি পরিবেশ আন্দোলনের নাম লেখাে। 2 Marks

উত্তর : ভারতে অনুষ্ঠিত দুটি পরিবেশ আন্দোলন হল—

প্রথমত, ১৯৬০-এর দশকে উত্তরপ্রদেশের আদিবাসী নারী-পুরুষ, সরলা বেন ও সুন্দরলাল বহুগুণার নেতৃত্বে অরণ্য সংরক্ষণ আন্দোলন গড়ে ওঠে যা ‘চিপকো আন্দোলন’ নামে পরিচিত। 

দ্বিতীয়ত, উত্তরাখণ্ডের গাড়ােয়াল জেলায় ভাগীরথী ও ভীলাঙ্গনা নদীর সংযােগস্থলে অবস্থিত তেহেরি শহরকে জনমুক্ত করে জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়ে তােলার পরিকল্পনা নেওয়া হয়। সুন্দরলাল বহুগুণার নেতৃত্বে এর বিরুদ্ধে পরিবেশ রক্ষার যে আন্দোলন গড়ে ওঠে তা ‘তেহেরি গাড়ােয়াল আন্দোলন (১৯৬০-২০০৪ খ্রিস্টাব্দ) নামে পরিচিত।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!