ভারতের প্রধান হ্রদগুলির বিবরণ দাও। 

ভারতের প্রধান হ্রদগুলির বিবরণ দাও।    Class 10 | Geography | 3 Marks

উত্তর:-

ভারতের প্রধান প্রধান হ্রদ : জলের আস্বাদ অনুসারে ভারতের হ্রদগুলি দু-প্রকারের, যেমন —

1. স্বাদু জলের হ্রদ: ভারতের স্বাদু বা সুপেয় জলের হ্রদগুলির অধিকাংশই হিমালয়ের পার্বত্য অঞ্চলে দেখা যায়। এখানে উন্নতা সারাবছর কম থাকায় হ্রদগুলি থেকে বাষ্পীভবনের হার খুব কম। এ ছাড়া, কিছু কিছু হ্রদ বরফগলা জলেও পুষ্ট। এসব কারণে হিমালয়ের পার্বত্য অঞ্চলে উলার, ডাল, নৈনিতাল, ভীমতাল, সাততাল, পুনাতাল, রূপকুণ্ড, গুরুদোংমার প্রভৃতি মিষ্টি জলের হ্রদগুলির সৃষ্টি হয়েছে। জম্মু ও কাশ্মীর রাজ্যের উলার ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ। সিকিম রাজ্যের সাে লামাে ভারতের উচ্চতম হ্রদ। মণিপুর রাজ্যের লােকটাক ভারতের অপর একটি গুরুত্বপূর্ণ স্বাদু জলের হ্রদ। 

2. লবণাক্ত জলের হ্রদ: ভারতের লবণাক্ত জলের হ্রদগুলি রাজস্থান রাজ্যে বেশি দেখা যায়। সম্বর, দিদওয়ানা, পুষ্কর, দেগনা, পচপদ্রা, কাচমান প্রভৃতি রাজস্থান রাজ্যের গুরুত্বপূর্ণ লবণাক্ত জলের হ্রদ। জম্মু ও কাশ্মীর রাজ্যের প্যাংগং, সােমােরিরি, অপ্রদেশ রাজ্যের কোলেরু এবং তামিলনাড়ু রাজ্যের পুলিকট ভারতের অন্যান্য উল্লেখযােগ্য লবণাক্ত জলের হ্রদ। ওডিশা রাজ্যের চিলিকা বা চিলকা প্রকৃতপক্ষে একটি উপহ্রদ। এটি ভারতের বৃহত্তম উপহ্রদ। কেরল রাজ্যের ভেমবাদ ও অষ্টমুদি দুটি বিখ্যাত উপহ্রদ বা কয়াল।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!