ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে ভারতসভার ভূমিকা কী ছিল?

প্রশ্ন – ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে ভারতসভার ভূমিকা কী ছিল? 4 Marks/Class 10

উত্তর:

ভূমিকা : ১৮৭৬ খ্রিস্টাব্দের ২৬ জুলাই কলকাতার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমােহন বসু প্রমুখ ‘ভারতসত। নামে একটি সর্বভারতীয় সংগঠন প্রতিষ্ঠা করেন। 

জাতীয়তাবাদের বিকাশে ভারতসভার ভূমিকা : ভারতের জাতীয়তাবাদের উদ্ভব ও বিকাশে ভারতসভার গুরুত্বপূর্ণ ভূম ছিল, যেমন— 

১) সর্বভারতীয় গণ-আন্দোলন গড়ে তােলা : ভারতের বিভিন্ন অঞ্চলে ভারতসভার ১২৪টি শাখা গড়ে উঠেছিল, এগুলির মাধ্যমে ভারতসভা সর্বভারতীয় গণ-আন্দোলন গড়ে তােলে।

২) রাজনৈতিক ঐক্যসাধন : ভারতের রাজনৈতিক স্বার্থে ভারতের বিভিন্ন জাতিগােষ্ঠীর মধ্যে রাজনৈতিক ঐক্যসাধন ছিল ভারতসভার ঘােষিত লক্ষ্য। 

৩) সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তােলা : হিন্দু-মুসলিমদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তােলার জন্য ভারতসভা জোর দিয়েছিল। 

৪) জনমত গঠন : ব্রিটিশ সরকারের জনবিরােধী আইনের বিরুদ্ধে ভারতসভা জনমত গঠনের ওপর জোর দেয়। 

৫) জাতীয়তাবাদের উন্মেষ : বিভিন্ন রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে এই সভা ভারতীয় জনগণের মধ্যে জাতীয়তাবাদের উন্মেষ ঘটায়। 

৬) ইলবার্ট বিলের সমর্থন : ইলবার্ট বিলের সমর্থনে সুরেন্দ্রনাথের নেতৃত্বে ভারতসভা দেশের নানা স্থানে জনসভা করে গণ-আন্দোলন গড়ে তােলে।

উপসংহার : আধুনিক ভারতবর্ষে প্রথম সর্বভারতীয় রাজনৈতিক প্রতিষ্ঠান ছিল ভারতসভা এবং এর হাত ধরেই ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনের উন্মেষ ও বিকাশ ঘটেছিল।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment