বিমলার অভিমান কবিতার প্রশ্ন উত্তর | Bimolar Abhiman Question Answer | Class 5 | Wbbse

প্রিয় ছাত্রছাত্রীরা এই আর্টিকেলে আমরা Class 5 এর বিমলার অভিমান কবিতার প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। তোমাদের পঞ্চম শ্রেনীর পাঠ্যবইতে নবকৃষ্ণ ভট্টাচার্যের লেখা বিমলার অভিমান কবিতা রয়েছে। কবিতার শেষের হাতে কলমে প্রশ্নগুলির সমাধান আমরা এখানে করে দিলাম। আশা করি সবার ভালো লাগবে।

বিমলার অভিমান

নবকৃষ্ণ ভট্টাচার্য


হাতে কলমে প্রশ্ন উত্তর


১. নিজে ভেবে লেখো :

১.১ তোমার বাড়িতে বাবা/মা/ দাদা/ভাই/ দিদি / বোন কে বেশি কাজ করে? তারা কী কী কাজ করে?
উত্তর :-
আমার বাড়িতে মা ও বাবা বেশি কাজ করেন।

আমার বাবা প্রতিদিন সকালে অফিসের কাজে বেরিয়ে যান। এছাড়া তিনি নিয়মিত বাজার করেন। সংসারের বাইরের বিভিন্ন কাজগুলি বাবা’ই করেন।

আমার প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে জল তোলেন, বাসন মাজেন, কাপড় কাচেন, রান্না করেন। তাছাড়া আমাকে স্কুলে পৌঁছে দেওয়া, স্কুল থেকে বাড়ি আনা, সন্ধ্যাবেলা পড়তে বসানো এসব কাজও আমার মা’ই করেন।

১.২ বাড়িতে ছেলেদের তুলনায় মেয়েদের অনেক বেশি পরিশ্রম করতে হয়। এ বিষয়ে তোমার কী মনে হয় তা লেখো।
উত্তর :-
ছেলেদের তুলনায় মেয়েরা বাড়িতে বেশি সময় কাটায় তাই বাড়িতে ছেলেদের তুলনায় মেয়েদের বেশি কাজ করতে হয়। তবে বর্তমানে মেয়েরা ঘরের কাজ সামলেও বাইরের দুনিয়াতে অনেক কাজ করছে। তাই ছেলে-মেয়ে ভেদাভেদ না করে সব কাজ সকলের করা উচিত।

১.৩ ছেলে এবং মেয়ের মধ্যে তফাত করা উচিত নয় – এই নিয়ে যুক্তি দিয়ে পাঁচটি বাক্য লেখো।
উত্তর :-
ছেলে এবং মেয়ের মধ্যে বর্তমানে কোনো তফাত নেই। এখন মেয়েরাও ছেলেদের মতো উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে উঠছে। মেয়েরা ঘরের কাজ সামলে ছেলেদের মতো বাইরের দুনিয়াতেও সাফল্য দেখাচ্ছে। একটি পরিবারে ছেলে ও মেয়ে উভয়ের গুরুত্বই সমান। তাই উভয়ের মর্যাদাও সমান হওয়া উচিত।

শব্দার্থ : ক্ষীর— জ্বাল দিয়ে ঘন করা দুধের মিষ্টি বিশেষ। দূরত্ত— দুর্দান্ত। ভার— কষ্টকর। ফরমাস — আদেশ। চুড়ো— শৃঙ্গ বা শিখর। নুড়ো— আগুন ধরাবার জন্য ব্যবহার করা হয় এমন শুকনো খড় বা ঘাসের আঁটি।

২. শব্দযুগলের অর্থ পার্থক্য লেখো :

উত্তর :-

৩. নীচের প্রতিটি শব্দের দুটি করে অর্থ লেখো :

বেলা, দাম

উত্তর :-

বেলা – সময়, সমুদ্রের তীরভূমি।

দাম – মূল্য, গুরুত্ব।

উত্তর :-

৪. পাঠ্য কবিতাটি থেকে অন্ত্যমিল খুঁজে নিয়ে লেখো (৫টি) :

একটি করে দেওয়া হল

উত্তর :-

৫. ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মিলিয়ে লেখো :

নুনশিখর
দুরন্তভস্ম
ছাইআদেশ
ফরমাসদুষ্টু
চুড়োলবণ

উত্তর :-

নুনলবণ
দুরন্তদুষ্টু
ছাইভস্ম
ফরমাসআদেশ
চুড়োশিখর

৬. শব্দঝুড়ি থেকে নিয়ে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো :

উত্তর :-

৭. ক্রিয়ার নীচে দাগ দাও :

৭.১ খাব না তো আমি।
উত্তর :- খাব
না তো আমি।

৭.২ যা বিমলা যা।
উত্তর :- যা
বিমলা যা

৭.৩ ও বিমলা, নে মা একবার।
উত্তর :-
ও বিমলা, নে মা একবার।

৭.৪ অবু বেশি খাবে।
উত্তর :-
অবু বেশি খাবে

৭.৫ দে মা এনে চুন।
উত্তর :- দে
মা এনে চুন।

৮. শূন্যস্থান পূরণ করো :

৮.১ _________ করি, দাও এনে, সোনামনি মা।
উত্তর :- পূজা
করি, দাও এনে, সোনামনি মা।

৮.২ কাঁদিলে _________ খোকা রাখা তারে ভার।
উত্তর :-
কাঁদিলে দুরন্ত খোকা রাখা তারে ভার।

৮.৩ ছাগলেতে _________ গাছ খেলে যে মুড়িয়ে।
উত্তর :-
ছাগলেতে নটে গাছ খেলে যে মুড়িয়ে।

৮.8 পানটা যে বড়ো _________ , দেমা এনে চুন।
উত্তর :-
পানটা যে বড়ো ঝাল , দেমা এনে চুন।

৯. যেটা বেমানান তার নীচে দাগ দাও :

৯.১ ক্ষীর, ছাগল, বিমলা, অবনী, দাদা
উত্তর :-
ক্ষীর, ছাগল, বিমলা, অবনী, দাদা

৯.২ ফুল, রাধু, বিমলা, সোনামনি মা, পূজা
উত্তর :-
ফুল, রাধু, বিমলা, সোনামনি মা, পূজা

৯.৩ সোনার চুড়ো, ছাইয়ের নুড়ো, দাদা, বিমলা, মাধু
উত্তর :-
সোনার চুড়ো, ছাইয়ের নুড়ো, দাদা, বিমলা, মাধু

১০. বিপরীতার্থক শব্দ লেখো :

দাও, বড়ো, বেশি, ঝাল, আসে

উত্তর :- দাও – নাও, বড়ো- ছোটো, বেশি – কম, ঝাল – মিষ্টি, আসে – যায়।

১১. বাক্য রচনা করো :

ক্ষীর, দুরন্ত, ছাই, নটে গাছ, চুন

উত্তর :-

ক্ষীর – রাতুল ক্ষীর খেতে খুব ভালোবাসে।

দুরন্ত – পাখি খুব দুরন্ত মেয়ে।

ছাই – পাতা পুড়ে ছাই হয়ে গেল।

নটেগাছ – আমার গল্প ফুরোল, নটেগাছ মুড়োল।

চুন – দিদিমা পানের সাথে চুন খায়।

১২. শব্দগুলো ঠিকমতো সাজিয়ে বাক্য তৈরি করো :

১২.১ পরিমাণে দাদার কম বিমলার থেকে ক্ষীর
উত্তর :-
বিমলার ক্ষীর পরিমাণে দাদার থেকে কম ।

১২.২ হয় বিমলাকে ফুল পূজার আনতে
উত্তর :-
বিমলাকে পূজার ফুল আনতে হয়।

১২.৩ করে সবার পালন বিমলা ফরমাস সব
উত্তর :-
বিমলা সবার সব ফরমাশ পালন করে।

১২.৪ মেয়ে বিমলার অবিচার প্রতি শুধু বলে হয় করা
উত্তর :-
মেয়ে বলে বিমলার প্রতি শুধু অবিচার করা হয়।

১২.৫ নয় করা ছেলেমেয়ের বৈষম্য মধ্যে উচিত
উত্তর :-
ছেলেমেয়ের মধ্যে বৈষম্য করা উচিত নয়।

১৩. কোনটি কী ধরনের বাক্য লেখো :

১৩.১ খাব না তো আমি।
উত্তর :-
বিস্ময়বোধক বাক্য।

১৩.২ যা বিমলা যা।
উত্তর :-
অনুজ্ঞাবাচক বাক্য।

১৩.৩ ছাগলেতে নটেগাছ খেলে যে মুড়িয়ে।
উত্তর :-
নিৰ্দেশক বাক্য।

১৩.৪ আমার বেলাই বুঝি, ক্ষীর মাত্র নাম-ই?
উত্তর :-
প্রশ্নবোধক বাক্য।

নবকৃষ্ণ ভট্টাচার্য (১৮৫৯-১৯৩৯) : শিশুসাহিত্যিক নবকৃষ্ণ ভট্টাচার্যের জন্ম আমতায়, হাওড়ার নারিটে। সংস্কৃত কলেজিয়েট স্কুলে ইনি শিক্ষাগ্রহণ করেন। রচিত গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য- ‘বালক পাঠ’, ‘বাঙালির ছবি, “শিশুপাঠ’, ‘ছেলেখেলা’, ‘কবিতা কুসুম’, ‘শিশুরঞ্জন রামায়ণ’, ‘ছবির ছড়া, ‘সকালের ইতিকথা’, ‘সুখবোধ ব্যাকরণ’, ‘নীতিপাঠ’, ইত্যাদি। তিনি ‘সখা’ পত্রিকার সম্পাদক ও ‘মাসিক বসুমতী’ পত্রিকার সহ-সম্পাদক ছিলেন।
———————————————————————–
১৪.১ কবি নবকৃষ্ণ ভট্টাচার্য কোন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র ছিলেন?
উত্তর :- নবকৃষ্ণ ভট্টাচার্য সংস্কৃত কলেজিয়েট স্কুলের ছাত্র ছিলেন।
১৪.২ তাঁর লেখা উল্লেখযোগ্য দুটি বইয়ের নাম লেখো।

উত্তর :- নবকৃষ্ণ ভট্টাচার্য রচিত দুটি উল্লেখযোগ্য বই, ‘বালক পাঠ’ ও ‘বাঙালির ছবি’।
১৪.৩ তিনি কোন কোন পত্র-পত্রিকা সম্পাদনার কাজে যুক্ত ছিলেন?

উত্তর :- কবি নবকৃষ্ণ ভট্টাচার্য ‘সখা’ ও ‘মাসিক বসুমতী’ পত্রিকার সম্পাদনার কাজে যুক্ত ছিলেন।

১৫. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো :

১৫.১ বিমলাকে সারাদিন কোন কোন কাজ করতে হয় ?
উত্তর :-
নবকৃষ্ণ ভট্টাচার্য রচিত ‘বিমলার অভিমান’ কবিতায় বিমলাকে সারাদিন ধরে নানারকম ফাইফরমাশ খাটতে হয়। যেমন, পুজোর ফুল আনা, দুরন্ত খোকা কাঁদলে তাকে থামিয়ে শান্ত করা, বাগানের ছাগল গাছ খেয়ে ফেললে তাকে তাড়ানো, দাদা খেতে বসলে নুন দেওয়া, পানে ঝাল হলে চুন এনে দেওয়া ইত্যাদি।

১৫.২ বিমলার ছোটো ভাইয়ের নাম কী? সে ও তার দাদা বেশি বেশি খাবার পাবে কেন?
উত্তর :-
নবকৃষ্ণ ভট্টাচার্য রচিত ‘বিমলার অভিমান’ কবিতায় বিমলার ছোটো ভাইয়ের নাম অবনী, ডাকনাম অবু।

বিমলার ছোটো ভাই বয়সে ছোটো বলে এবং তার দাদা বয়সে বড়ো বলে বেশি বেশি খাবার পায়। আসলে তারা দুজনেই ছেলে হওয়ায় বেশি বেশি খাবার পায় বলে বিমলার ধারণা।

১৫.৩ ‘তাই বুঝি বিমলার কমে গেছে দাম-ই’ বিমলার দাম কমে গেছে মনে হওয়ার কারণ কী?
উত্তর :-
নবকৃষ্ণ ভট্টাচার্য রচিত ‘বিমলার অভিমান’ কবিতায় বিমলা সারাদিন সকলের নানা ফরমাশ খেটে চলে। অথচ মেয়ে হওয়ায় সে তার দাদা ও ভাইয়ের তুলনায় কম খাবার পায়। বিপরীতে তার দাদা ও ভাই ছেলে হওয়ার কারণে সোনার অলংকারের মতো মর্যাদা পায়, বেশি খাবার পায়। তাই বিমলার মনে হয়েছে যে তার দাম কমে গেছে।

১৫.৪ বিমলার প্রতি তোমার অনুভূতির কথা পাঁচটি বাক্যে লেখো।
উত্তর :-
নবকৃষ্ণ ভট্টাচার্য রচিত ‘বিমলার অভিমান’ কবিতায় বিমলা খুব ভালো একটি মেয়ে। সে সারাদিন ধরে পরিবারের সকলের নানা ফাইফরমাশ খাটে। পরিবারের কোনো কাজের সময় সকলে আগে তার কথা মনে করে। অথচ কোনো ভালো খাবারের বেলায় সে পায় সামান্য এবং তার দাদা ও ভাই পায় পরিমাণে বেশি। কেবল মেয়ে হওয়ার কারণে বিমলার প্রতি এ ধরনের ব্যবহার সত্যিই অন্যায়, অমানবিক।

১৫.৫ খেতে না চেয়ে তুমি বা তোমার বন্ধুরা কখনো প্রতিবাদ জানিয়েছ বা জানানোর চেষ্টা করেছ— যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে সে সম্বন্ধে লেখো।
উত্তর :-
নিজে করো l

১৫.৬ বিমলার অভিমান করার কারণ কী তা নিজের ভাষায় আট / দশটি বাক্যে লেখো।
উত্তর :-
নবকৃষ্ণ ভট্টাচার্য রচিত ‘বিমলার অভিমান’ কবিতায় বিমলা একটি শান্ত মেয়ে। সারাদিন ধরে সে বাড়ির নানা ফাইফরমাশ খাটে। সে পুজোর ফুল এনে দেয়, দুরন্ত খোকা কাঁদলে তাকে থামায়, ছাগলে নটেগাছ মুড়িয়ে খেলে তাড়ায়। এমনকি দাদা খেতে বসলে তাকে নুন দেয়, পান খেয়ে ঝাল লাগলে চুন এনে দেয়। বিমলার যত কষ্টই হোক, তবুও তাকে সব কাজ করে দিতে হয়। অথচ বাড়িতে ক্ষীর খাওয়ার সময় দাদা ও ভাই পরিমাণে বেশি পায়। মেয়ে হওয়ার কারণে বিমলা পায় যৎসামান্য। এই লিঙ্গবৈষম্য বিমলাকে কষ্ট দেয়। একারণেই বিমলা অভিমান করে খেতে চায় না।

আরো পড়ুন

গল্পবুড়ো কবিতার প্রশ্ন উত্তর | সুনির্মল বসু | Golpo Buro Kobita Question Answer | Class 5 | Wbbse

বুনো হাঁস প্রশ্ন উত্তর | লীলা মজুমদার | Buno Has Class 5 Question Answer | Wbbse

দারোগাবাবু এবং হাবু কবিতার প্রশ্ন উত্তর | Daroga Babu Ebong Habu Question Answer | Class 5 | Wbbse

এতোয়া মুন্ডার কাহিনী প্রশ্ন উত্তর | Etoya Mundar Kahini Question Answer | Class 5 | Wbbse

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment