প্রিয় ছাত্রছাত্রীরা এই আর্টিকেলে আমরা Class 5 এর পাখির কাছে ফুলের কাছে প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। তোমাদের পঞ্চম শ্রেনীর পাঠ্যবইতে আল মাহমুদের লেখা পাখির কাছে ফুলের কাছে কবিতা রয়েছে। কবিতার শেষের হাতে কলমে প্রশ্নগুলির সমাধান আমরা এখানে করে দিলাম। আশা করি সবার ভালো লাগবে।
পাখির কাছে ফুলের কাছে
আল মাহমুদ
পাখির কাছে ফুলের কাছে প্রশ্ন উত্তর | আল মাহমুদ | Pakhir Kache Fuler Kache Kobita Question Answer
হাতে কলমে প্রশ্ন উত্তর
১. ঠিক শব্দটি / শব্দগুলি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো :
১.১ জোনাকি এক ধরনের (পাখি/মাছ/পোকা/খেলনা)।
উত্তর: জোনাকি এক ধরনের পোকা।
১.২ ‘মোড়া’ বলতে বোঝানো হয় (গোল/বাঁক/যোগ/চওড়া)।
উত্তর: ‘মোড়া’ বলতে বোঝানো হয় বাঁক।
১.৩ ‘দরবার’ শব্দটির অর্থ হলো (দরজা/সভা/দরগা/দোকান)।
উত্তর: ‘দরবার’ শব্দটির অর্থ হলো সভা।
১.৪ প্রকৃতির সুন্দর চেহারা যে অংশটিতে ফুটে উঠেছে সেটি হলো (কাব্য হবে/মোড় ফিরেছি/কালো জল/ডাবের মতো চাঁদ উঠেছে)।
উত্তর: প্রকৃতির সুন্দর চেহারা যে অংশটিতে ফুটে উঠেছে সেটি হলো ডাবের মতো চাঁদ উঠেছে।
২. ‘ক’ সঙ্গে ‘খ’ স্তন্ত মিলিয়ে লেখো :

উত্তর:
ক | খ |
চাঁদ | শশী |
ঠান্ডা | শীতল |
পাহাড় | গিরি |
জোনাকি | খদ্যোত |
দিঘি | জলাশয়/দীর্ঘিকা |
জল | নীর |
ফুল | পুষ্প |
৩. শব্দঝুড়ি থেকে নিয়ে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো :

উত্তর:
বিশেষ্য | বিশেষণ |
চাঁদ, শহর, দরগাতলা, জোনাকি, কলরব | ঠাণ্ডা, লাল, মস্ত, গোলগাল, উটকো |
৪.১ ‘থরথর’ শব্দে ‘র’ বর্ণটি দুবার রয়েছে। এরকম ‘ল’ বর্ণটি দুবার আছে, এমন পাঁচটি শব্দ লেখো (যেমন- টলটল) :
উত্তর:
জ্বলজ্বল, ছলছল, গলগল, কলকল, ফ্যালফ্যাল
৪.১ ‘কাছে’ শব্দটিকে ‘নিকটে’ এবং ‘ দেখা করা’ এই দুই অর্থে ব্যবহার করে দুটি বাক্য লেখো।
উত্তর:
কাছে (নিকটে) = আমার বাড়ির খুব কাছে স্কুল।
৫. ক্রিয়ার নীচে দাগ দাও :
৫.১ ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর।
উত্তর: ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর।
৫.২ নারকোলের ঐ লম্বা মাথায় হঠাৎ দেখি কাল।
উত্তর: নারকোলের ঐ লম্বা মাথায় হঠাৎ দেখি কাল।
৫.৩ এসো, আমরা সবাই না ঘুমানোর দল।
উত্তর: এসো, আমরা সবাই না ঘুমানোর দল।
৫.৪ কাব্য হবে, কাব্য করে জুড়ল কলরব।
উত্তর: কাব্য হবে, কাব্য করে জুড়ল কলরব।
৫.৫ পাখির কাছে, ফুলের কাছে মনের কথা কই।
উত্তর: পাখির কাছে, ফুলের কাছে মনের কথা কই।
৬. অর্থ লেখো:
ঝিমধরা, উটকো, দরবার, কলরব, মিনার।
উত্তর:
ঝিমধরা = চুপচাপ, অবসন্ন
উটকো = অপরিচিত
দরবার = সভা
কলরব = কোলাহল
মিনার = সৌধ
৭. সমার্থক শব্দ লেখো:
চাঁদ, পাখি, ফুল, গাছ, জোনাকি।
উত্তর:
চাঁদ = চন্দ্র, শশী, ইন্দু
পাখি = পক্ষী, খেচর, বিহগ
ফুল = পুষ্প, কুসুম, প্রসূন
গাছ = বৃক্ষ, পাদপ, তরু
জোনাকি = খদ্যোত
৮. বিপরীতার্থক শব্দ লেখো:
লম্বা, ঠান্ডা, হেসে, পদ্য, মস্ত।
উত্তর: লম্বা – বেঁটে,
ঠান্ডা – গরম,
হেসে – কেঁদে,
পদ্য – গদ্য,
মস্ত – ক্ষুদ্র।
৯.১ কবি আল মাহমুদ কোন দেশের মানুষ?
উত্তর: কবি আল মাহমুদ বাংলাদেশের মানুষ ছিলেন।
৯.২ তিনি কোন বিখ্যাত আন্দোলনে সামিল হয়েছিলেন?
উত্তর: কবি আল মাহমুদ ভাষা আন্দোলনে সামিল হয়েছিলেন।
৯.৩ তাঁর লেখা একটি বিখ্যাত বইয়ের নাম লেখো।
উত্তর: কবি আল মাহমুদের লেখা একটি বইয়ের নাম, ‘কলের কলম’।
১০. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো :
১০.১ কবি ঘর থেকে বেরিয়ে পড়েছিলেন কেন?
উত্তর: আল মাহমুদ রচিত ‘পাখির কাছে ফুলের কাছে’ কবিতায়, নারকেল গাছের লম্বা মাথায় ডাবের মতো ঠান্ডা ও গোলগাল চাঁদের দৃশ্য দেখে মুগ্ধ হয়ে কবি ঘর থেকে বেরিয়ে পড়েছিলেন।
১০.২ কবি কেন ছিটকিনিটি আস্তে খুলে ঘর থেকে বেরিয়ে এলেন?
উত্তর: আল মাহমুদ রচিত ‘পাখির কাছে ফুলের কাছে’ কবিতায় একদিন রাতে জানালা দিয়ে নারকেল গাছের মাথার উপর ডাবের মতো ঠান্ডা ও গোলগাল চাঁদকে দেখে আকৃষ্ট হন কবি। এরপর তিনি রাতের শহরের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে ঘরের বাইরে বেরিয়ে পড়েন। রাতে সকলে তখন ঘুমে আচ্ছন্ন তাই কবি ঘর থেকে বেরিয়ে আসার সময় ছিটকিনিটা আস্তে খোলেন যাতে কেউ টের না পায়।
১০.৩ বাইরে বেরিয়ে এসে কবি শহরকে কেমন অবস্থায় দেখলেন ?
উত্তর: আল মাহমুদ রচিত ‘পাখির কাছে ফুলের কাছে’ কবিতায় রাতের প্রাকৃতিক সৌন্দর্যের টানে ঘর থেকে বেরিয়ে এসে কবি দেখলেন, ঝিমধরা মস্ত শহরটা থরথর করে কাঁপছে। মিনারটাকে দেখে মনে হচ্ছে কে যেন থমকে দাঁড়িয়ে আছে। পাথরঘাটার গির্জাকে দেখে মনে হচ্ছে লাল পাথরের ঢেউ।
১০.৪ শহরে নেই, অথচ কবির মনে হল তিনি দেখছেন, এমন কোন কোন জিনিসের কথা কবিতায় রয়েছে?
উত্তর: আল মাহমুদ রচিত ‘পাখির কাছে ফুলের কাছে’ কবিতায় যেগুলি শহরে নেই অথচ কবির মনে হয়েছে তিনি দেখেছেন সেগুলি হল-
এক || কবিতায় মিনারকে দেখে কবির মনে হয়েছিল যেন কেউ দাঁড়িয়ে আছে।
দুই || পাথরঘাটার গির্জাকে দেখে মনে হয়েছিল লাল পাথরের ঢেউ।
তিন || দরগাতলা পার হয়ে বাঁদিকে দেখা উটকো পাহাড়ের হাতছানি।
১০.৫ সেই রাতে জেগে থাকার দলে কারা কারা ছিল? তারা কবির কাছে কী আবদার জানিয়েছিল?
উত্তর: কবি আল মাহমুদ রচিত ‘পাখির কাছে ফুলে কাছে’ কবিতায় সেই রাতে জেগে থাকার দলে ছিল জোনাকি, দিঘির কালো জল, রক্তজবার ঝোপ, ফুল ও পাখিরা।
কবির কাছে রাত জাগা দলের সদস্যরা পকেট থেকে পদ্য লেখার খাতা বের করে কাব্য করার আবদার জানিয়েছিল।
১০.৬ তাদের ডাকে সাড়া দিয়ে কবি কী করলেন?
উত্তর: আল মাহমুদ রচিত ‘পাখির কাছে ফুলের কাছে’ কবিতায় না ঘুমানোর দলের সদস্যদের ডাকে সাড়া দিয়ে কবি পকেট থেকে ছড়ার বই খুলে ফুলের কাছে, পাখির কাছে মনের কথা বললেন।
১০.৭ রক্তজবার ঝোপের কাছে কাব্যের যে আসর বসেছিল, সেই পরিবেশটি কেমন, তা নিজের ভাষায় লেখো।
উত্তর: আল মাহমুদ রচিত ‘পাখির কাছে ফুলের কাছে’ কবিতায় দিঘির পাড়ে রক্তজবার ঝোপের কাছে রাতের বেলা আসর বসে। সেই আসরে কবি বক্তা আর বাকিরা শ্রোতা। কবিকে ঘিরে চারিদিকে উড়ে বেড়ায় জোনাকির দল, মাঝে মাঝে পাখিরা ডেকে ওঠে। দিঘির কালো জল পাড়ে এসে ধাক্কা খেয়ে ফিরে যায়। এসব কিছুর মাঝখানে কবি ছড়ার বই খুলে এক জায়গা থেকে আর এক জায়গায় হেঁটে বেড়ান আর কাব্য করেন। অর্থাৎ বলা যায় কবিতা পাঠের আসরের পরিবেশ ছিল মনোমুগ্ধকর।
১০.৮ ‘চাঁদ’ কে নিয়ে তোমার পড়া বা শোনা একটি ছড়া লেখো।
উত্তর: চাঁদকে নিয়ে আমার পড়া একটি ছড়া হল, –
“চাঁদ উঠেছে, ফুল ফুটেছে,
কদমতলায় কে?
হাতি নাচছে, ঘোড়া নাচছে সোনামণির বে।।”
আরো পড়ুন
গল্পবুড়ো কবিতার প্রশ্ন উত্তর | সুনির্মল বসু | Golpo Buro Kobita Question Answer | Class 5 | Wbbse
বুনো হাঁস প্রশ্ন উত্তর | লীলা মজুমদার | Buno Has Class 5 Question Answer | Wbbse
দারোগাবাবু এবং হাবু কবিতার প্রশ্ন উত্তর | Daroga Babu Ebong Habu Question Answer | Class 5 | Wbbse
এতোয়া মুন্ডার কাহিনী প্রশ্ন উত্তর | Etoya Mundar Kahini Question Answer | Class 5 | Wbbse
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।